জম্মুর নাগরোটা মিলিটারি স্টেশনে হামলার চেষ্টা! আহত কর্তব্যরত সেন্ট্রি  

Date:

Share post:

সংঘর্ষ বিরতি লঙ্ঘনের (Ceasefire Violation)মাঝেই শনিবার রাতে জঙ্গি আক্রমণের কায়দায় জম্মুর নাগরোটা মিলিটারি স্টেশনে হামলার চেষ্টা। ভারতীয় সেনার (Indian Army) প্রত্যাঘাতে ছাউনি ছেড়ে পালিয়ে যায় হামলাকারীরা। সেনার হোয়াইট নাইট কর্পস (White knight corps) এক্স হ্যান্ডেলে পোস্ট করে ঘটনাটি নিশ্চিত করেছে। শুরু হয়েছে জোর তল্লাশি অভিযান। হামলার ঘটনায় কর্তব্যরত এক সেন্ট্রি আহত হয়েছেন বলে জানা গেছে। ভারতীয় সেনার (Indian Army) তরফে জানানো হয়েছে, রাত এগারোটা নাগাদ নাগরোটা মিলিটারি স্টেশনের কাছে কিছু সন্দেহজনক গতিবিধি আঁচ করা গিয়েছে। কর্তব্যরত সেন্ট্রি সেটি খেয়াল করে গুলি চালান। উল্টো দিক থেকে পালটা গুলি চলে। পাক সেনার হামলার মাঝেই উরির ধাঁচে জঙ্গি হানায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।

শনিবার বিকেল থেকে ভারত – পাকিস্তান দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি ঘোষিত হলেও রাতের দিকে ফের সীমান্তের ওপার থেকে ড্রোন হামলা হয়। পাকিস্তানের তরফ থেকে  রাতে সংঘর্ষ বিরতি ভাঙার কিছুক্ষণের মধ্যেই জরুরি সাংবাদিক বৈঠক করে বিদেশ সচিব বিক্রম মিশ্রি (Vikram Mishri) বলেন, ভারতীয় সেনা পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছে। সংঘর্ষ বিরতির মাঝে হামলা নিয়ে জবাব দিতে হবে পাকিস্তানকে। এটা বিশ্বাসভঙ্গ ও চুক্তিভঙ্গ। প্রয়োজনে কড়া জবাব দিতে প্রস্তুত ভারতীয় সেনা। শনিবার রাত আটটা পনেরো মিনিট নাগাদ শ্রীনগর, অবান্তিপুরা, রামবান, জম্মু-সহ কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চলে আকাশে পাক ড্রোন দেখা গিয়েছে। পাশাপাশি, পঞ্জাব, হরিয়ানা, গুজরাট, রাজস্থানের আকাশেও আলোর ঝলকানি দেখা গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। এইসব অঞ্চলে ব্ল্যাক আউট করে দেওয়া হয়।

 

spot_img

Related articles

রবিবার সন্ধ্যায় ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা

রবিবার ছুটির সন্ধ্যায় ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনের কাছে একটি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।...

সাংবাদিক বৈঠকে মহিলা প্রবেশ নিষেধাজ্ঞা: চাপে পড়ে সাফাই আফগান মন্ত্রীর

ভারতের (India) মাটিতে আয়োজিত সাংবাদিক বৈঠকে একজনও মহিলা সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়নি। এই নিয়ে বিতর্ক তুঙ্গে। এর জেরে...

অপারেশন ব্লু-স্টারের ভুলে শুধু ইন্দিরা গান্ধী দায়ী নন: চিদাম্বরমের বক্তব্যে বিতর্ক

খালিস্তানি জঙ্গিদের দমন করতে ১৯৮৪ সালে যে অপারেশন ব্লুস্টার সংঘটিত করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন ভারত সরকার,...

আলিপুরদুয়ারে নিজে হাতে ত্রাণ দিলেন মুখ্যমন্ত্রী: সংবর্ধিত সাহসীরা

প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত উত্তরবঙ্গে রবিবার ফের পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একদিকে পরিস্থিতি সম্পর্কে প্রশাসনিক আধিকারিকদের...