Sunday, November 2, 2025

আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের ফেরার বার্তা বিসিসিআইয়ের!

Date:

শুরু হতে চলেছে আইপিএল(IPL)! হ্যাঁ যো শোনাযাচ্ছে আইপিএল(IPL) শুরুর করার কাজ আরম্ভ করে দিয়েছে বিসিসিআই(BCCI)। শোনাযাচ্ছে আগামী ১৩ মে-র মধ্যে নাকি প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে তাদের ভেন্যুতে আসার বার্তা দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এই মঙ্গলবারের মধ্যেই নাকি প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে তাদের ভেন্যুতে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছে।

তবে এখনই পঞ্জাব কিংসকে(PBKS) তাদের ভেন্যুতে ফেরার কথা বলা হয়নি। শোনাযাচ্ছে শ্রেয়স আইয়ারদের(Shreyas Iyer) নাকি নতুন ভেন্যুতেই বাকি কয়েকটা ম্যাচে খেলতে হতে পারে। আপাতত সাত দিনের জন্য বন্ধ রয়েছে আইপিএল। ভারত-পাক অশান্তির জেরেই এক সপ্তাহের জন্য আইরিএল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল আইপিএল গভর্নিং কাউন্সিল এবং বিসিসিআই(BCCI)। পরিস্থিতির ওপর নজর রেখেই পরবর্তী সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল।
গত শনিবারই সংঘর্ষ বিরতি ঘোষণা হয়েছে। এরপরই যেন নডড়ে চড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই বিদেশি ক্রিকেটাররাও দেশে ফিরে যাওয়ার তোরজোড় শুরু করে দিয়েছিলেন। তবে সংঘর্ষ বিরতি ঘোষণা হওয়ার পরই এবার বোর্ডের তরফে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে বিশেষ বার্তা দেওয়া হয়েছে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকেই আগামী ১৩ মে-র মধ্যে তাদের ভেন্যুতে ফিরে আসার বার্তা দেওয়া হয়েছে। যদিও এই নিয়ে অবশ্য সরকারীভাবে কিছু জানানো হয়নি। তবে শোনাযাচ্ছে সূচী অনুযায়ী আগামী ২৫-মে-তেই নাকি আইপিএল শেষ করতে চাইছে বিসিসিআই। সেই মতোই ফের কাজও শুরু হয়ে গিয়েছে। বোর্ডেপ দিন ঘোষণার অপেক্ষাতেই রয়েছেন সকলে।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version