Monday, August 25, 2025

‘বৈভবের ক্রিকেট’, উৎপল সিনহার কলম 

Date:

Share post:

উৎপল সিনহা

ছাড়ার বল ছাড়ো

মারার বল মারো

এটাই ভদ্রলোকের খেলা ক্রিকেটের আদি আপ্তবাক্য ।

এর মানে , ভালো বলকে সম্মান দাও এবং খারাপ বলকে প্রহার করো । ক্রিকেট শিক্ষার্থীরা এই আদি পথনির্দেশ সাধারণত অমান্য করেন না । তবে হ্যাঁ , আজ কিন্তু ক্রিকেট অনেক পাল্টে গেছে । অনেক বেশি গতিময় হয়ে উঠেছে । এখন মানুষের হাতে সময় বড়োই কম । পাঁচ দিনের টেষ্ট খেলায় ভিড় হচ্ছে না । ধ্রুপদী ক্রিকেটের দিন ফুরোচ্ছে । ৫০ ওভার থেকে ২০ ওভারে নেমে এসেছে ক্রিকেট । কড়া নাড়ছে ১০ ওভারের ধুন্ধুমার ক্রিকেট । ঝকঝকে চকচকে আধুনিক ক্রিকেট । আর এই প্রচন্ড গতিময় জীবনে ক্রিকেটের ব্যাকরণই বা থেমে থাকে কীভাবে ? নিত্য-নতুন বিশেষণে কলেবরে বেড়েই চলেছে ক্রিকেট ব্যাকরণ । এবার একটা নতুন শব্দ দরজায় কড়া নাড়ছে , তা হলো , ‘ বৈভবের ক্রিকেট ‘ ।

প্রকৃত অর্থেই অবিশ্বাস্য ক্রিকেট খেলছে এই বাচ্চা ছেলেটা । নাম বৈভব সূর্যবংশী । নাম তো বটেই , এমনকি ওর পদবীর মধ্যেও যেন দেখা যাচ্ছে অদূর ভবিষ্যতের বেতাজ ক্রিকেট বাদশাকে ।

কয়েকদিন আগেই আই পি এল-এ মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করেছে ১৪ বছর বয়সী ছেলেটা । বিপক্ষে ছিল গুজরাট টাইটানস । বৈভবের দল রাজস্থান রয়্যালস । ওর ব্যাটিং তান্ডবে তছনছ হয়ে যায় গুজরাটের সব প্রতিরোধ । ৪ উইকেটে ২০৯ রান করেও তারা পরাজিত হয় ৮ উইকেটে ।

কিন্তু এটা খুব বড়ো কথা নয়। বড়ো কথা হলো ছোট্ট বৈভবের ক্রিকেট , ক্রিকেট দর্শন । অকুতোভয় , ডাকাবুকো , অসাধারণ ইত্যাদি কোনো বিশেষণেই যেন ধরা যাচ্ছে না বিশ্ব ক্রিকেটের এই নবীন সম্রাটকে । বোলারদের রাতের ঘুম কেড়ে নেওয়া এই যুবরাজ এখন ভারতীয় ক্রিকেটপ্রেমীদের নয়নের মণি ।

২০১১ সালের ২৭ মার্চ বিহারের সমস্তিপুরের অন্তর্গত মতিপুর গ্রামে বৈভবের জন্ম । অনূর্ধ্ব ১৯ যুবদলের হয়ে অভিষেক টেস্ট ম্যাচেই শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে শতরান করে ক্রিকেট বিশ্বের নজরে আসেন বৈভব

মাত্র ১২ বছর বয়সে । এই বিস্ময়বালক এই অল্প বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটের বিশাল চাপ যেভাবে অনায়াসে সামলাচ্ছেন তা দেখে বাঘা ক্রিকেটাররা পর্যন্ত বাকরুদ্ধ! এবারের আইপিএল-এ কোটি টাকার বেশি খরচ করে বৈভবকে নিজেদের দলে নিয়েছে রাজস্থান রয়্যালস ।

আইপিএল খেলতে নেমে অভিষেক ম্যাচের প্রথম বলেই বিরাট এক ছক্কা হাঁকিয়ে ক্রিকেটবিশ্বকে নিজের আগমন বার্তা সোচ্চারে জানিয়ে দিয়েছেন বৈভব । সেই ম্যাচে বৈভবের বিপক্ষে ছিল বিরাট কোহলির রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ।

ভিভ রিচার্ডস , শচীন, ক্রিস গেইল , এ বি ডিভিলিয়ার্স , রোহিত শর্মা , বিরাট কোহলি , যুবরাজ , ধোনি প্রমুখ দুনিয়া কাঁপানো ক্রিকেটারদের ব্যাটিং তান্ডব আমরা দেখেছি। কিন্তু এত কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে এই ধরনের অনায়াস ব্যাটিং আমরা আগে কখনও দেখেছি কি ? বৈভবের ব্যাটিং দেখে মনে হয় ক্রিকেটে ভালো বল বলে কিছু হয় না ।

মনে হয় সব বলই যেন ফুলটস । সব বলই যেন খারাপ বল । সত্যিই বিরল প্রজাতির প্রতিভা । অথচ তাঁর ব্যাটিং টেকনিক বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে সেখানেও সে অসম্ভব শক্তিশালী । গুডলেন্থ বল-এ একেবারে ঠিকঠাক জায়গায় ডান পা নিয়ে এসে কব্জির আলতো মোচড়ে বলকে যেভাবে গ্যালারিতে পাঠাচ্ছেন এই বাঁহাতি ব্যাটসম্যান , তা একইসঙ্গে নয়নাভিরাম , অসামান্য এবং স্নায়ু-উদ্দীপক । বৈভবের অনন্য ব্যাটিং শৈলী সম্ভবত অতীতের সমস্ত ব্যাটিং রেকর্ড ভেঙে চুরমার করে দেওয়ার সঙ্কেত দিতে শুরু করেছে । আমরাও রয়েছি রুদ্ধশ্বাস প্রতীক্ষায় । ক্রিকেটের নতুন বৈয়াকরণ , নতুন ইতিহাস রচয়িতার হাত ধরে ভারতীয় ক্রিকেট উৎকর্ষের সর্বোচ্চ শিখরে অবস্থান করবে দীর্ঘকাল , এ স্বপ্ন তো এবার দেখতেই পারেন আপামর ভারতবাসী ।

আরও পড়ুন – সংঘর্ষ বিরতির পর থমথমে জম্মু- কাশ্মীর, সীমান্তবর্তী সব রাজ্যে সতর্কতা

_

 

_

spot_img

Related articles

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...