রবিবাসরীয় সকালে বাজার-দোকান করতে গিয়ে ঘর্মাক্ত বাঙালি। ছুটির দিনে তাপপ্রবাহের জেরে বাড়ছে অস্বস্তি। এর মাঝেই দক্ষিণবঙ্গের (South Bengal weather) তিন জেলায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। রবিবার সকালে মৌসম ভবন (IMD) জানিয়েছে, আগামী দু’-তিন ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমানে তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী।পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় তাপপ্রবাহের হলুদ সর্তকতা জারি করা হয়েছে। আগামী বুধবার পর্যন্ত তীব্র গরমের আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে। তবে আজ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।

–
–

–
–

–

–

–

–


–

–

–

–

–