Friday, November 14, 2025

বিরাটের সিদ্ধান্তের পিছনে গম্ভীরের হাত? হৈচৈ ক্রিকেটমহলে

Date:

Share post:

রোহিত শর্মার(Rohit Sharma) অবসর নেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই খবরের শিরোনামে উঠে এসেছেন বিরাট কোহলি(Virat Kohli)। হঠাত্ করেই শোনাযাচ্ছে বিরাটও নাকি টেস্ট(Test) ফর্ম্যাট থেকে অবসর নিতে চাইছেন। এই প্রসঙ্গেই নাম উঠে আসছে বর্তমান ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। তবে কী বিরাট কোহলির টেস্ট ছেড়ে দেওয়ার পিছনেও সেই গৌতম গম্ভীরেরই(Gautam Gambhir) হাত রয়েছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে বোর্ডের এক কর্তার মন্তব্য শোনার পর থেকেই ফের শুরু হয়ে গিয়েছে গম্ভীর বনাম বিরাট নিয়ে তড়জা।

রাহুল দ্রাবিড়(Rahul Dravid) যুগের অবসানের পর থেকেই ভারতীয় দলের কোচের দায়িত্বে এসেছেন গৌতম গম্ভীর(Gautam Gambhir)। একইসঙ্গে ড্রেসিংরুম শেয়ার করছেন বিরাট(Virat Kohli) ও গম্ভীর। কিন্তু তাদের দুজনের সম্পর্ক যে খুব একটা ভাল নয় তা কার্যত সকলেরই জানা। এবার শোনাযাচ্ছে বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পিছনেও নাকি রয়েছেন গৌতম গম্ভীর। আর তাতেই ভারতীয় ক্রিকেট মহলে কার্যত হৈচৈ পড়ে গিয়েছে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী বিরাট কোহলির(Virat Kohli) নাকি ফের একবার টেস্টের অধিনায়কত্ব ফিরে পেতে চেয়েছিলেন। কিন্তু অধিনায়ক গৌতম গম্ভীর নাকি তাতে রাজী হননি। আর তাতেই নাকি বিরাটের এমন একটা সিদ্ধান্ত। গৌতম গম্ভীর নতুন কাউকে চাইছে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসাবে। তাই বিরাট ইচ্ছা প্রকাশ করলেও নাকি গম্ভীর তাঁকে সরাসরি নাকোচ করে দিয়েছেন।

এই খবর সামনে আসার পর থেকেই শুরু হয়ে গিয়েছে নানান হিসাব নিকাশ। বিসিসিআই যদিও কোহলি এখনই ভারতীয় টেস্ট দল থেকে সরে যান এমনটা চাইছে না। বিরাট কোহলিকে বোঝানোর জন্য নাকি নানান চেষ্টাও চালাচ্ছে তারা। তারই মাঝে গৌতম গম্ভীরের এই প্রসঙ্গে উঠে এসে যে ঘটনার মোড় অন্যদিকে ঘুরিয়ে দিল তা বলাই বাহুল্য।

spot_img

Related articles

প্রথম স্ত্রীর মৃত্যুর ৭ মাসের মধ্যে ফের বিয়ের পিড়িতে জন বার্লা

প্রথম স্ত্রীর মৃত্যুর সাত মাসের মধ্যে ফের দ্বিতীয় বিয়ে জন বার্লার (John Barla)। মাত্র সাত মাস আগে ২৩...

মধ্যপ্রদেশে গতির বলি ৫, এক্সপ্রেসওয়ে থেকে সোজা গাড়ি নদীতে!

মধ্যপ্রদেশের রতলামে বেপরোয়া গতির বলি ৫। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে গুজরাট যাওয়ার পথে শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেসওয়ের (expressway) রেলিং...

লাল বলেও ভালোবাসা, বঞ্চনার মধ্যেই টেস্টের মরা গাঙে ইডেনে জোয়ার

বর্তমানে আইপিএল-টি২০ ক্রিকেটের দাপটে উপমহাদেশে ক্রমশ কোণঠাসা টেস্ট ক্রিকেট।কিন্তু কলকাতা বুঝিয়ে দিল ক্রিকেটের সাবেকিয়ানা এখনও বিলুপ্ত হয়ে যায়নি।...

ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর

অনেক আশা নিয়ে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তে এসে হতাশ পড়ুয়ারা। একদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার...