Thursday, May 15, 2025

রোহিত শর্মার(Rohit Sharma) অবসর নেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই খবরের শিরোনামে উঠে এসেছেন বিরাট কোহলি(Virat Kohli)। হঠাত্ করেই শোনাযাচ্ছে বিরাটও নাকি টেস্ট(Test) ফর্ম্যাট থেকে অবসর নিতে চাইছেন। এই প্রসঙ্গেই নাম উঠে আসছে বর্তমান ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। তবে কী বিরাট কোহলির টেস্ট ছেড়ে দেওয়ার পিছনেও সেই গৌতম গম্ভীরেরই(Gautam Gambhir) হাত রয়েছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে বোর্ডের এক কর্তার মন্তব্য শোনার পর থেকেই ফের শুরু হয়ে গিয়েছে গম্ভীর বনাম বিরাট নিয়ে তড়জা।

রাহুল দ্রাবিড়(Rahul Dravid) যুগের অবসানের পর থেকেই ভারতীয় দলের কোচের দায়িত্বে এসেছেন গৌতম গম্ভীর(Gautam Gambhir)। একইসঙ্গে ড্রেসিংরুম শেয়ার করছেন বিরাট(Virat Kohli) ও গম্ভীর। কিন্তু তাদের দুজনের সম্পর্ক যে খুব একটা ভাল নয় তা কার্যত সকলেরই জানা। এবার শোনাযাচ্ছে বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পিছনেও নাকি রয়েছেন গৌতম গম্ভীর। আর তাতেই ভারতীয় ক্রিকেট মহলে কার্যত হৈচৈ পড়ে গিয়েছে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী বিরাট কোহলির(Virat Kohli) নাকি ফের একবার টেস্টের অধিনায়কত্ব ফিরে পেতে চেয়েছিলেন। কিন্তু অধিনায়ক গৌতম গম্ভীর নাকি তাতে রাজী হননি। আর তাতেই নাকি বিরাটের এমন একটা সিদ্ধান্ত। গৌতম গম্ভীর নতুন কাউকে চাইছে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসাবে। তাই বিরাট ইচ্ছা প্রকাশ করলেও নাকি গম্ভীর তাঁকে সরাসরি নাকোচ করে দিয়েছেন।

এই খবর সামনে আসার পর থেকেই শুরু হয়ে গিয়েছে নানান হিসাব নিকাশ। বিসিসিআই যদিও কোহলি এখনই ভারতীয় টেস্ট দল থেকে সরে যান এমনটা চাইছে না। বিরাট কোহলিকে বোঝানোর জন্য নাকি নানান চেষ্টাও চালাচ্ছে তারা। তারই মাঝে গৌতম গম্ভীরের এই প্রসঙ্গে উঠে এসে যে ঘটনার মোড় অন্যদিকে ঘুরিয়ে দিল তা বলাই বাহুল্য।

Related articles

ঘেরাও অভিযানের নামে মারমুখী চাকরিহারা শিক্ষকরা! ভাঙল বিকাশ ভবনের গেট

আদালতের নির্দেশ মেনে এগোচ্ছে সরকার। কিন্তু তার পরেও বিক্ষোভ দেখাচ্ছেন SSC-র ২০১৬ প্যানেলের যোগ্য চাকরিহারারা। বৃহস্পতিবার, বিকাশ ভবনের...

হাসপাতালে ভর্তি প্রভাত রায়, পরিচালকের সংক্রমণ নিয়ে বাড়ছে আশঙ্কা

গুরুতর অসুস্থ হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান পরিচালক প্রভাত রায় (Director Prabhat Roy)। বেশ কিছু...

সংঘাত নয়, সুসংহত আন্দোলনেই হবে টেকনিশিয়ানদের মর্যাদা ও ন্যায্য দাবি আদায়, বার্তা স্বরূপের

বঞ্চনার প্রতিবাদে প্রযোজক ও পরিচালকদের একাংশের বিরুদ্ধে এবার সর্বভারতীয় স্তরে একযোগে প্রতিবাদে শামিল হয়েছেন টেকনিশিয়ানরা। টলিপাড়ার টেকনিশিয়ানদের দেখানো...

সুপ্রিম কোর্টকে ১৪ প্রশ্ন রাষ্ট্রপতির, সংবিধান সংকটে কঠিন পরীক্ষার মুখে প্রধান বিচারপতি

রাষ্ট্রপতির ১৪টি প্রশ্নে দেশে কার্যত সাংবিধানিক সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই শপথ...
Exit mobile version