Thursday, November 13, 2025

বিরাটের সিদ্ধান্তের পিছনে গম্ভীরের হাত? হৈচৈ ক্রিকেটমহলে

Date:

রোহিত শর্মার(Rohit Sharma) অবসর নেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই খবরের শিরোনামে উঠে এসেছেন বিরাট কোহলি(Virat Kohli)। হঠাত্ করেই শোনাযাচ্ছে বিরাটও নাকি টেস্ট(Test) ফর্ম্যাট থেকে অবসর নিতে চাইছেন। এই প্রসঙ্গেই নাম উঠে আসছে বর্তমান ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। তবে কী বিরাট কোহলির টেস্ট ছেড়ে দেওয়ার পিছনেও সেই গৌতম গম্ভীরেরই(Gautam Gambhir) হাত রয়েছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে বোর্ডের এক কর্তার মন্তব্য শোনার পর থেকেই ফের শুরু হয়ে গিয়েছে গম্ভীর বনাম বিরাট নিয়ে তড়জা।

রাহুল দ্রাবিড়(Rahul Dravid) যুগের অবসানের পর থেকেই ভারতীয় দলের কোচের দায়িত্বে এসেছেন গৌতম গম্ভীর(Gautam Gambhir)। একইসঙ্গে ড্রেসিংরুম শেয়ার করছেন বিরাট(Virat Kohli) ও গম্ভীর। কিন্তু তাদের দুজনের সম্পর্ক যে খুব একটা ভাল নয় তা কার্যত সকলেরই জানা। এবার শোনাযাচ্ছে বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পিছনেও নাকি রয়েছেন গৌতম গম্ভীর। আর তাতেই ভারতীয় ক্রিকেট মহলে কার্যত হৈচৈ পড়ে গিয়েছে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী বিরাট কোহলির(Virat Kohli) নাকি ফের একবার টেস্টের অধিনায়কত্ব ফিরে পেতে চেয়েছিলেন। কিন্তু অধিনায়ক গৌতম গম্ভীর নাকি তাতে রাজী হননি। আর তাতেই নাকি বিরাটের এমন একটা সিদ্ধান্ত। গৌতম গম্ভীর নতুন কাউকে চাইছে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসাবে। তাই বিরাট ইচ্ছা প্রকাশ করলেও নাকি গম্ভীর তাঁকে সরাসরি নাকোচ করে দিয়েছেন।

এই খবর সামনে আসার পর থেকেই শুরু হয়ে গিয়েছে নানান হিসাব নিকাশ। বিসিসিআই যদিও কোহলি এখনই ভারতীয় টেস্ট দল থেকে সরে যান এমনটা চাইছে না। বিরাট কোহলিকে বোঝানোর জন্য নাকি নানান চেষ্টাও চালাচ্ছে তারা। তারই মাঝে গৌতম গম্ভীরের এই প্রসঙ্গে উঠে এসে যে ঘটনার মোড় অন্যদিকে ঘুরিয়ে দিল তা বলাই বাহুল্য।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version