Tuesday, November 4, 2025

সব জেলায় তিন মাসের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য মজুদ রাখার নির্দেশ মুখ্যসচিবের, জরুরি বৈঠক স্বাস্থ্যসচিবেরও

Date:

ভারত-পাক সীমান্তে সাম্প্রতিক পরিস্থিতিতে রাজ্যজুড়ে সতর্কতা জারি করেছে রাজ্য সরকার (State Government)। সমস্ত জেলায় আগামী তিন মাস— *জুন, জুলাই ও অগাস্টের জন্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য মজুদ রাখার নির্দেশ দেওয়া হয়েছে*। রবিবার জরুরি ভিত্তিতে রাজ্য পুলিশের ডিজি, সংশ্লিষ্ট দফতরের আধিকারিক, সব জেলার পুলিশ সুপার, জেলাশাসক ও পুলিশ কমিশনারদের নিয়ে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Panth)। প্রশাসনিক সূত্রে খবর, আগামী তিন মাসের রেশনের বরাদ্দ তিনটি পর্যায়ে জেলাগুলিতে পাঠানো হবে। জেলার স্বাস্থ্য কর্তাদের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমও (Narayan Swarup Nigam)।

শনিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন দেশের সমস্ত রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেই বৈঠকের পরেই এদিন সকালে জরুরি বৈঠক ডাকেন মনোজ পন্থ (Manoj Panth)। সেই বৈঠক থেকেই প্রতিটি জেলায় খাদ্যশস্য মজুদের নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও রিফ্রেশার কোর্স চালুর সিদ্ধান্তও হয়েছে।

সীমান্তবর্তী জেলাগুলিকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে পাহাড়, অরণ্য বা দুর্গম অঞ্চল ঘেরা সীমান্ত এলাকায় পুলিশের টহল ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সুন্দরবন এবং উত্তরবঙ্গের আন্তর্জাতিক সীমান্ত ঘেঁষা এলাকাগুলিতে বিশেষ নজর রাখার কথাও বলা হয়েছে।

পাশাপাশি, জরুরি পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো কতটা প্রস্তুত, তা খতিয়ে দেখতে এদিন জেলার স্বাস্থ্য কর্তাদের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। জেলা প্রশাসনের সঙ্গে তিনি হাসপাতালের শয্যা সংখ্যা, অ্যাম্বুল্যান্স ও অন্যান্য পরিকাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিকেলে স্বাস্থ্য দফতরের পদস্থকর্তাদের সঙ্গে আরেক দফা বৈঠক করেন তিনি। সেখানে জরুরি ভিত্তিতে বিভিন্ন পরিকাঠামো প্রস্তুতি নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version