Saturday, January 17, 2026

অপারেশন সিন্দুর: শাড়িতে-কেকে ভারতীয় সেনাকে কুর্নিশ

Date:

Share post:

পহেলগাম জঙ্গি হামলার প্রত্যুত্তরে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি ধুলিস্যাৎ করেছে ভারতীয় সেনা (Indian Army)। সেই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিন্দুর’ (Oparation Sindoon)। তারপরে পাকিস্তানের তরফে হামলার যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা। তাদের সেই সাহস, দক্ষতা ও দেশপ্রেমকে কুর্নিশ জানাচ্ছে কলকাতা। কোথাও কেক তৈরি হচ্ছে ‘অপারেশন সিন্দুর’, অত্যাধুনিক এস-৪০০ ‘সুদর্শন চক্র’র আদলে। কোথাও আবার লিমিটেড এডিশন শাড়িতে ফুটিয়ে তোলা হচ্ছে ‘মেরা ভারত মহান’।

ভারত লক্ষ্য করে ড্রোন হামলা চালাচ্ছে পাকিস্তান। তবে অত্যাধুনিক এস-৪০০ ‘সুদর্শন চক্র’ বিমান-প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সেই হামলা নস্যাৎ করে দিচ্ছে ভারত। এই পরিস্থিতিতে কলকাতার (Kolkata) এন্টালি মার্কেটের স্থানীয় বেকাররা ভারতীয় বিমান বাহিনীকে সম্মান জানিয়ে দুটি বিশেষ থিমযুক্ত কেক (Cake) তৈরি করেছে। ‘সুদর্শন’-এর আকৃতির কেক এবং ‘অপারেশন সিন্দুর’ (Oparation Sindoon)-এর আদলে মিসাইল-সজ্জিত কেক। দাম প্রায় ৮০০০ টাকা। তবে দোকানের মালিক জানান, বিক্রি মূল উদ্দেশ্য নয়, বরং ভারতীয় সেনা বাহিনীর প্রতি শ্রদ্ধাঞ্জলি।

দেশপ্রেমের আরেক নজির নিউমার্কেটের (New Market) একটি শাড়ির (Saree) দোকানে। একটি লিমিটেড এডিশন গোলাপি শাড়িতে জলরঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে তাজমহল, হাতি এবং ভারতের বিভিন্ন স্থাপত্য। এছাড়াও শাড়িতে রয়েছে অশোক স্তম্ভ এবং একাধিক ভাষায় লেখা “মেরা ভারত মহান” স্লোগান। প্রদর্শনীতে অপারেশন সিন্দুরের স্টিকার এবং একটি ছোট সিন্দুরের পাত্রও রাখা হয়েছে।

দোকান অন্যতম মালিক চাহাত আসরানি জানিয়েছেন, যে এই শাড়িটি বিক্রি করা হবে না। বরং সীমান্তে কর্তব্যরত ভারতীয় সেনাদের প্রতি কৃতজ্ঞতা ও একাত্মতার প্রতীক হিসেবে এটি স্থায়ীভাবে প্রদর্শিত থাকবে। এই পরিস্থিতিতে এই শাড়ি দেশের ঐক্য ও সাংস্কৃতিক গর্বের প্রতীক।

spot_img

Related articles

আক্রান্ত আরও এক বাংলাভাষী পরিযায়ী শ্রমিক! ফের উত্তপ্ত বেলডাঙা, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ

শুক্রবারের পরে ফের শনিবারও উত্তপ্ত মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙা। বিহারে আরও এক স্থানীয় পরিযায়ী শ্রমিককে মারধর করার অভিযোগ তুলে...

বেলা বাড়তেই উধাও শীত, বসন্ত পঞ্চমীতে বাড়বে তাপমাত্রা!

সকালের শীত শীত অনুভূতি বেলা বাড়তেই উধাও। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে...

দিলীপের জায়গা বঙ্গ বিজেপিতে আবারও অনিশ্চিত! ব্রাত্য মোদির সভা থেকে

স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর সঙ্গে বিশেষ বৈঠক করে ভোটের আগে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি...

টাটার সঙ্গে মোদির দেওয়া-নেওয়া কূট-নীতি! সিঙ্গুরের সভার আগে ফাঁস সাকেতের

মোদি আসছেন সিঙ্গুরে। বিধানসভা নির্বাচনের আগে রাজনীতি করতে। গালভরা মিথ্যা প্রতিশ্রুতি আর বাংলার নামে কুৎসা করতে। প্রধানমন্ত্রী মোদির...