Saturday, November 15, 2025

অপারেশন সিন্দুর: শাড়িতে-কেকে ভারতীয় সেনাকে কুর্নিশ

Date:

Share post:

পহেলগাম জঙ্গি হামলার প্রত্যুত্তরে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি ধুলিস্যাৎ করেছে ভারতীয় সেনা (Indian Army)। সেই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিন্দুর’ (Oparation Sindoon)। তারপরে পাকিস্তানের তরফে হামলার যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা। তাদের সেই সাহস, দক্ষতা ও দেশপ্রেমকে কুর্নিশ জানাচ্ছে কলকাতা। কোথাও কেক তৈরি হচ্ছে ‘অপারেশন সিন্দুর’, অত্যাধুনিক এস-৪০০ ‘সুদর্শন চক্র’র আদলে। কোথাও আবার লিমিটেড এডিশন শাড়িতে ফুটিয়ে তোলা হচ্ছে ‘মেরা ভারত মহান’।

ভারত লক্ষ্য করে ড্রোন হামলা চালাচ্ছে পাকিস্তান। তবে অত্যাধুনিক এস-৪০০ ‘সুদর্শন চক্র’ বিমান-প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সেই হামলা নস্যাৎ করে দিচ্ছে ভারত। এই পরিস্থিতিতে কলকাতার (Kolkata) এন্টালি মার্কেটের স্থানীয় বেকাররা ভারতীয় বিমান বাহিনীকে সম্মান জানিয়ে দুটি বিশেষ থিমযুক্ত কেক (Cake) তৈরি করেছে। ‘সুদর্শন’-এর আকৃতির কেক এবং ‘অপারেশন সিন্দুর’ (Oparation Sindoon)-এর আদলে মিসাইল-সজ্জিত কেক। দাম প্রায় ৮০০০ টাকা। তবে দোকানের মালিক জানান, বিক্রি মূল উদ্দেশ্য নয়, বরং ভারতীয় সেনা বাহিনীর প্রতি শ্রদ্ধাঞ্জলি।

দেশপ্রেমের আরেক নজির নিউমার্কেটের (New Market) একটি শাড়ির (Saree) দোকানে। একটি লিমিটেড এডিশন গোলাপি শাড়িতে জলরঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে তাজমহল, হাতি এবং ভারতের বিভিন্ন স্থাপত্য। এছাড়াও শাড়িতে রয়েছে অশোক স্তম্ভ এবং একাধিক ভাষায় লেখা “মেরা ভারত মহান” স্লোগান। প্রদর্শনীতে অপারেশন সিন্দুরের স্টিকার এবং একটি ছোট সিন্দুরের পাত্রও রাখা হয়েছে।

দোকান অন্যতম মালিক চাহাত আসরানি জানিয়েছেন, যে এই শাড়িটি বিক্রি করা হবে না। বরং সীমান্তে কর্তব্যরত ভারতীয় সেনাদের প্রতি কৃতজ্ঞতা ও একাত্মতার প্রতীক হিসেবে এটি স্থায়ীভাবে প্রদর্শিত থাকবে। এই পরিস্থিতিতে এই শাড়ি দেশের ঐক্য ও সাংস্কৃতিক গর্বের প্রতীক।

spot_img

Related articles

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...