Sunday, December 28, 2025

অপারেশন সিন্দুর: শাড়িতে-কেকে ভারতীয় সেনাকে কুর্নিশ

Date:

Share post:

পহেলগাম জঙ্গি হামলার প্রত্যুত্তরে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি ধুলিস্যাৎ করেছে ভারতীয় সেনা (Indian Army)। সেই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিন্দুর’ (Oparation Sindoon)। তারপরে পাকিস্তানের তরফে হামলার যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা। তাদের সেই সাহস, দক্ষতা ও দেশপ্রেমকে কুর্নিশ জানাচ্ছে কলকাতা। কোথাও কেক তৈরি হচ্ছে ‘অপারেশন সিন্দুর’, অত্যাধুনিক এস-৪০০ ‘সুদর্শন চক্র’র আদলে। কোথাও আবার লিমিটেড এডিশন শাড়িতে ফুটিয়ে তোলা হচ্ছে ‘মেরা ভারত মহান’।

ভারত লক্ষ্য করে ড্রোন হামলা চালাচ্ছে পাকিস্তান। তবে অত্যাধুনিক এস-৪০০ ‘সুদর্শন চক্র’ বিমান-প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সেই হামলা নস্যাৎ করে দিচ্ছে ভারত। এই পরিস্থিতিতে কলকাতার (Kolkata) এন্টালি মার্কেটের স্থানীয় বেকাররা ভারতীয় বিমান বাহিনীকে সম্মান জানিয়ে দুটি বিশেষ থিমযুক্ত কেক (Cake) তৈরি করেছে। ‘সুদর্শন’-এর আকৃতির কেক এবং ‘অপারেশন সিন্দুর’ (Oparation Sindoon)-এর আদলে মিসাইল-সজ্জিত কেক। দাম প্রায় ৮০০০ টাকা। তবে দোকানের মালিক জানান, বিক্রি মূল উদ্দেশ্য নয়, বরং ভারতীয় সেনা বাহিনীর প্রতি শ্রদ্ধাঞ্জলি।

দেশপ্রেমের আরেক নজির নিউমার্কেটের (New Market) একটি শাড়ির (Saree) দোকানে। একটি লিমিটেড এডিশন গোলাপি শাড়িতে জলরঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে তাজমহল, হাতি এবং ভারতের বিভিন্ন স্থাপত্য। এছাড়াও শাড়িতে রয়েছে অশোক স্তম্ভ এবং একাধিক ভাষায় লেখা “মেরা ভারত মহান” স্লোগান। প্রদর্শনীতে অপারেশন সিন্দুরের স্টিকার এবং একটি ছোট সিন্দুরের পাত্রও রাখা হয়েছে।

দোকান অন্যতম মালিক চাহাত আসরানি জানিয়েছেন, যে এই শাড়িটি বিক্রি করা হবে না। বরং সীমান্তে কর্তব্যরত ভারতীয় সেনাদের প্রতি কৃতজ্ঞতা ও একাত্মতার প্রতীক হিসেবে এটি স্থায়ীভাবে প্রদর্শিত থাকবে। এই পরিস্থিতিতে এই শাড়ি দেশের ঐক্য ও সাংস্কৃতিক গর্বের প্রতীক।

spot_img

Related articles

এসআইআর শুনানিতে সাংসদের পরিবারকে তলব! নির্বাচন কমিশন–বিজেপির বিরুদ্ধে তোপ কাকলির

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক উত্তেজনা! খসড়া ভোটার তালিকায় নাম না থাকায় লোকসভায় তৃণমূল...

এসআইআর শুনানি শুরু হতেই সিইও দফতরে কড়া নিরাপত্তা, মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার শুনানি পর্বের প্রথম দিনেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে কেন্দ্রীয় বাহিনী...

যুব বিশ্বকাপের দলে বৈভব, ১৪ বছরেই পেলেন অধিনায়কত্বের দায়িত্ব

যুব বিশ্বকাপের জন্য ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করল বিসিসিআই। প্রত্যাশা মতোই যুব বিশ্বকাপের দলে সুযোগ পেলেন বৈভব সূর্যবংশী...

টলিউডে স্ক্রিনিং কমিটির বিরুদ্ধে অভিনেতা দেব, একজোট বাকি প্রযোজকরা 

কখনও ক্ষমতার আস্ফালনে বেশি শো পাওয়া কখনও আবার ফ্যান ক্লাবের নামে বাকি অভিনেতা-প্রযোজকদের কদর্য আক্রমণ - সব কটা...