Wednesday, May 14, 2025

অপারেশন সিন্দুর: শাড়িতে-কেকে ভারতীয় সেনাকে কুর্নিশ

Date:

Share post:

পহেলগাম জঙ্গি হামলার প্রত্যুত্তরে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি ধুলিস্যাৎ করেছে ভারতীয় সেনা (Indian Army)। সেই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিন্দুর’ (Oparation Sindoon)। তারপরে পাকিস্তানের তরফে হামলার যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা। তাদের সেই সাহস, দক্ষতা ও দেশপ্রেমকে কুর্নিশ জানাচ্ছে কলকাতা। কোথাও কেক তৈরি হচ্ছে ‘অপারেশন সিন্দুর’, অত্যাধুনিক এস-৪০০ ‘সুদর্শন চক্র’র আদলে। কোথাও আবার লিমিটেড এডিশন শাড়িতে ফুটিয়ে তোলা হচ্ছে ‘মেরা ভারত মহান’।

ভারত লক্ষ্য করে ড্রোন হামলা চালাচ্ছে পাকিস্তান। তবে অত্যাধুনিক এস-৪০০ ‘সুদর্শন চক্র’ বিমান-প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সেই হামলা নস্যাৎ করে দিচ্ছে ভারত। এই পরিস্থিতিতে কলকাতার (Kolkata) এন্টালি মার্কেটের স্থানীয় বেকাররা ভারতীয় বিমান বাহিনীকে সম্মান জানিয়ে দুটি বিশেষ থিমযুক্ত কেক (Cake) তৈরি করেছে। ‘সুদর্শন’-এর আকৃতির কেক এবং ‘অপারেশন সিন্দুর’ (Oparation Sindoon)-এর আদলে মিসাইল-সজ্জিত কেক। দাম প্রায় ৮০০০ টাকা। তবে দোকানের মালিক জানান, বিক্রি মূল উদ্দেশ্য নয়, বরং ভারতীয় সেনা বাহিনীর প্রতি শ্রদ্ধাঞ্জলি।

দেশপ্রেমের আরেক নজির নিউমার্কেটের (New Market) একটি শাড়ির (Saree) দোকানে। একটি লিমিটেড এডিশন গোলাপি শাড়িতে জলরঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে তাজমহল, হাতি এবং ভারতের বিভিন্ন স্থাপত্য। এছাড়াও শাড়িতে রয়েছে অশোক স্তম্ভ এবং একাধিক ভাষায় লেখা “মেরা ভারত মহান” স্লোগান। প্রদর্শনীতে অপারেশন সিন্দুরের স্টিকার এবং একটি ছোট সিন্দুরের পাত্রও রাখা হয়েছে।

দোকান অন্যতম মালিক চাহাত আসরানি জানিয়েছেন, যে এই শাড়িটি বিক্রি করা হবে না। বরং সীমান্তে কর্তব্যরত ভারতীয় সেনাদের প্রতি কৃতজ্ঞতা ও একাত্মতার প্রতীক হিসেবে এটি স্থায়ীভাবে প্রদর্শিত থাকবে। এই পরিস্থিতিতে এই শাড়ি দেশের ঐক্য ও সাংস্কৃতিক গর্বের প্রতীক।

spot_img

Related articles

ধান সংগ্রহে স্বচ্ছতা আনতে তিনস্তরের মনিটরিং কমিটি পুনর্গঠনের নির্দেশ রাজ্যের

কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান সংগ্রহের প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং কার্যকর করতে তৎপর রাজ্য সরকার। এই...

ট্রাম্পের মধ্যস্থতা মেনে নেওয়া অপমানজনক: মত সৌগত রায়ের

আপাত সংঘর্ষ বিরতি ভারত-পাকিস্তানের মধ্যে। এই বিষয়ে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন তাঁর মধ্যস্থতায় এই বিরতি হয়েছে। এই...

তুর্কি বয়কটের ডাক RSS-এর, চিন-তুরস্কে দ্বিচারিতা ভারতের

ভারতীয় সেনার তরফে প্রেস বিবৃতিতে বড় করে তুলে ধরা হচ্ছে পাকিস্তানের শক্তির পিছনে চিন ও তুরস্কের ভূমিকা। একের...

সৃঞ্জয়ের বাড়িতে থাকা ল্যাপটপ নিতে মিথ্যে বলছেন বান্ধবী! কী বলছেন পারিবারিক বন্ধু ঝুমা

নেট মাধ্যমে বিস্ফোরক অভিযোগ। দিলীপ ঘোষের(Dilip Ghosh) স্ত্রী রিঙ্কু মজুমদারের(Rinku Majumder) প্রথম পক্ষের সন্তান সৃঞ্জয় দাশগুপ্ত(Srinjoy Dashgupta) ওরফে...