কর্মসংস্থানমুখী শিক্ষায় আগ্রহ বৃদ্ধির প্রেক্ষিতে বড়সড় পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। রাজ্যের ১১টি জেলায় আরও ১৮টি নতুন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। কারিগরি শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রস্তাবিত ইনস্টিটিউটগুলির জন্য জমি চিহ্নিত হয়েছে এবং জমি হস্তান্তরের প্রক্রিয়াও চলছে।

এই নতুন আইটিআই নির্মাণে প্রতিটির জন্য প্রায় ২৫ কোটি টাকা করে ব্যয় ধরা হয়েছে। বর্তমানে রাজ্যে প্রায় ৫০টি আইটিআই কার্যরত রয়েছে। নতুন ১৮টি ইনস্টিটিউট নির্মিত হলে দক্ষতাভিত্তিক শিক্ষার ক্ষেত্রে রাজ্য আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছে দফতর।

সবচেয়ে বেশি আইটিআই স্থাপন করা হবে মুর্শিদাবাদ জেলায়। এছাড়াও মালদহের রতুয়া ১, দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ২, পূর্ব বর্ধমানের রায়না ২, কোচবিহারের সিতাই, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ফরিদপুর এবং উত্তর ২৪ পরগনার কামারহাটি পুরসভায় একটি করে নতুন আইটিআই তৈরি হবে। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম ও পূর্ব মেদিনীপুরে দুটি করে আইটিআই স্থাপনের পরিকল্পনা রয়েছে।

অষ্টম শ্রেণি উত্তীর্ণ হলেই আইটিআই-তে ভর্তির সুযোগ থাকে, তবে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ করেও কোর্স করা যায়। সাধারণত দু’বছরের এই কোর্স শেষ করে বহু শিক্ষার্থী দক্ষতার সঙ্গে বিভিন্ন শিল্পক্ষেত্রে কাজের সুযোগ পায়।

দফতরের আধিকারিকদের মতে, প্রতি বছর আইটিআই-তে ভর্তির চাহিদা বাড়ছে। অনেক জায়গায় আসন সংখ্যার তুলনায় আবেদনকারীর সংখ্যা বেশি থাকায় অনেকেই ভর্তি হতে পারছেন না। তাই যেসব জেলায় চাহিদা বেশি, সেখানেই নতুন ইনস্টিটিউট স্থাপনের উপর জোর দেওয়া হয়েছে। রাজ্য সরকারের এই পদক্ষেপে রাজ্যের যুব সমাজের কর্মসংস্থান ও শিল্পশিক্ষার পথ আরও প্রশস্ত হবে বলেই মনে করছেন শিক্ষাবিদরা।
আরও পড়ুন – উত্তেজনার আবহে কালোবাজারি রুখতে পদক্ষেপ! কলকাতা ও জেলার বাজারে হানা টাস্কফোর্সের

_

_

_

_


_

_

_

_

_