Sunday, November 2, 2025

বিজেপি শাসিত রাজ্যে নৃশংশ ঘটনা, মায়ের প্রেমিকের হাতে খুন ১০ বছরের বালক

Date:

ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে এবার প্রেমিকের সহায়তায় ১০ বছরের বালককে হত্যা(Murder) করে কাটা দেহ স্যুটকেসে লুকিয়ে রাখলেন মা। আসাম(Assam) পুলিশ আজ, সোমবার এক মহিলা এবং তার প্রেমিককে তার ১০ বছর বয়সী ছেলেকে হত্যার অভিযোগে গ্রেফতার করেছে। বালকটির বিকৃত দেহ রবিবার গুয়াহাটিতে(Guahati) একটি স্যুটকেসের ভিতরে পাওয়া গিয়েছিল। শহরের বাইরে একটি ঝোপে পরিত্যক্ত সুটকেসের ভিতর থেকে শিশুটির দেহ উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

পুলিশ এই মর্মে জানিয়েছে, বাবা-মায়ের বিচ্ছেদের পর থেকে বছর দশেকের ওই বালক মায়ের সঙ্গেই থাকত। কিন্তু কিছুদিন ধরেই জিতুমনি হালোই নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় দীপালি নামে ওই মহিলার। প্রাথমিক তদন্তে অনুমান সেই প্রেমিকই শিশুটিকে খুন করেছেন। ছেলেটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। শনিবার ছেলের নিখোঁজ হওয়ার অভিযোগ পুলিশের কাছে দায়ের করেছিলেন তাঁর মা। তিনি জানিয়েছিলেন ছেলে এদিন পড়তে গিয়ে আর ঘরে ফেরেনি। এরপরেই তল্লাশি শুরু করে পুলিশ। অবশেষে গুয়াহাটি শহরের এক প্রান্তে রাস্তার ধারের একটি ঝোপে সুটকেস-বন্দি রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির স্কুলব্যাগটিও উদ্ধার করেছে। ঘটনার ক্রম পুনর্নির্মাণের জন্য উভয় অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে। একজন ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রসঙ্গত, একটি ক্লিনিকে কর্মরত দীপালি প্রথমে দাবি করেছিলেন যে তার ছেলে নিখোঁজ হয়েছে এবং পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছিলেন। তবে, তার বক্তব্যে অসঙ্গতি পুলিশের মনে সন্দেহের সৃষ্টি করে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকারও করে নিয়েছেন তিনি। হত্যাকাণ্ডে ভূমিকা থাকতে পারে মনে করে বালকটির মাকেও আটক করা হয়েছে।

Related articles

চড়ছে প্রত্যাশার পারদ, আজ বিশ্বকাপ ফাইনালে ইতিহাসের সামনে ভারতীয় মহিলা ক্রিকেট দল 

সেমিফাইনালে অসাধ্য সাধন, ফাইনালে একটাই স্লোগান "bring it home"! ১৪০ কোটির দেশ আজ তাকিয়ে আছে ভারতীয় মেয়েদের (Indian...

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...
Exit mobile version