Monday, May 12, 2025

বিজেপি শাসিত রাজ্যে নৃশংশ ঘটনা, মায়ের প্রেমিকের হাতে খুন ১০ বছরের বালক

Date:

ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে এবার প্রেমিকের সহায়তায় ১০ বছরের বালককে হত্যা(Murder) করে কাটা দেহ স্যুটকেসে লুকিয়ে রাখলেন মা। আসাম(Assam) পুলিশ আজ, সোমবার এক মহিলা এবং তার প্রেমিককে তার ১০ বছর বয়সী ছেলেকে হত্যার অভিযোগে গ্রেফতার করেছে। বালকটির বিকৃত দেহ রবিবার গুয়াহাটিতে(Guahati) একটি স্যুটকেসের ভিতরে পাওয়া গিয়েছিল। শহরের বাইরে একটি ঝোপে পরিত্যক্ত সুটকেসের ভিতর থেকে শিশুটির দেহ উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

পুলিশ এই মর্মে জানিয়েছে, বাবা-মায়ের বিচ্ছেদের পর থেকে বছর দশেকের ওই বালক মায়ের সঙ্গেই থাকত। কিন্তু কিছুদিন ধরেই জিতুমনি হালোই নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় দীপালি নামে ওই মহিলার। প্রাথমিক তদন্তে অনুমান সেই প্রেমিকই শিশুটিকে খুন করেছেন। ছেলেটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। শনিবার ছেলের নিখোঁজ হওয়ার অভিযোগ পুলিশের কাছে দায়ের করেছিলেন তাঁর মা। তিনি জানিয়েছিলেন ছেলে এদিন পড়তে গিয়ে আর ঘরে ফেরেনি। এরপরেই তল্লাশি শুরু করে পুলিশ। অবশেষে গুয়াহাটি শহরের এক প্রান্তে রাস্তার ধারের একটি ঝোপে সুটকেস-বন্দি রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির স্কুলব্যাগটিও উদ্ধার করেছে। ঘটনার ক্রম পুনর্নির্মাণের জন্য উভয় অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে। একজন ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রসঙ্গত, একটি ক্লিনিকে কর্মরত দীপালি প্রথমে দাবি করেছিলেন যে তার ছেলে নিখোঁজ হয়েছে এবং পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছিলেন। তবে, তার বক্তব্যে অসঙ্গতি পুলিশের মনে সন্দেহের সৃষ্টি করে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকারও করে নিয়েছেন তিনি। হত্যাকাণ্ডে ভূমিকা থাকতে পারে মনে করে বালকটির মাকেও আটক করা হয়েছে।

Related articles

তিরঙ্গা হাতে ভোটের খোঁজে: অপারেশন প্রচার শুরু বিজেপির 

ভোটের ময়দানে নতুন কৌশল নিয়ে নামছে বিজেপি। আগামী ১৩ মে থেকে শুরু হচ্ছে অভিনব প্রচার অভিযান — ‘তিরঙ্গা...

জঙ্গি ও মদতদাতাদের বিরুদ্ধে ‘অপারেশন সিন্দুর’ জারি থাকবে: কড়া বার্তা মোদির

৮ও ৯ মে ভারতে হামলা চালানোর অপচেষ্টা হয়েছিল। তার মোক্ষম জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সেই কারণেই দশ তারিখ...

কর্মমুখী শিক্ষায় জোর! রাজ্যে আরও ১৮টি নতুন আইটিআই গড়ে তুলছে সরকার

কর্মসংস্থানমুখী শিক্ষায় আগ্রহ বৃদ্ধির প্রেক্ষিতে  বড়সড় পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। রাজ্যের ১১টি জেলায় আরও ১৮টি নতুন ইন্ডাস্ট্রিয়াল...

উত্তেজনার আবহে কালোবাজারি রুখতে পদক্ষেপ!  কলকাতা ও জেলার বাজারে হানা টাস্কফোর্সের 

ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার আবহে রাজ্যে কালোবাজারি ও কৃত্রিম মূল্যবৃদ্ধি রুখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত টাস্কফোর্স সক্রিয় হয়েছে। সোমবার কলকাতা...
Exit mobile version