Saturday, November 8, 2025

ঝিমিয়ে পড়া ভারতের শেয়ার বাজার (share market) সোমবার হঠাৎই চাঙ্গা। পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে শুক্রবার যে শেয়ার বাজারে কার্যত ভল্লুকের থাবা পড়ার আশঙ্কা করা হচ্ছিল, সোমবার একলাফে তা চাঙ্গা। এযাবৎ কালের রেকর্ড করে সেনসেক্স (Sensex) ২৬ হাজার পার করে যায়। নিফটি (Nifty) ছুঁয়ে ফেলে ২৪,৮০০ পয়েন্ট। মূলত দুটি কারণে সোমবারের এই উত্থান বলে অনুমান অর্থনীতি বিশেষজ্ঞদের।

প্রায় এক সপ্তাহ টানা সংঘর্ষের পরে রবিবার নিস্তব্ধ রাত কাটিয়েছে ভারতের পশ্চিম সীমান্তের রাজ্যগুলি। সেই উত্তেজনা মুক্তির প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারে সোমবার। ভারত-পাক দ্বন্দ্বে ইতি টানতে দুই দেশের সেনাপর্যায়ের বৈঠকও সোমবার। তাতে সকালেই অনেকটা আশ্বস্ত হয়েছেন লগ্নিকারীরা, অনুমান অর্থনীতিকদের।

সেই সঙ্গে এশিয়ার দুই গুরুত্বপূর্ণ দেশের দ্বন্দ্ব থামাতে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যে বার্তা দিয়েছিলেন, সেখানে তিনি এশিয়ার এই অংশ ব্যাপক লগ্নির ইঙ্গিত দিয়েছিলেন। আমেরিকার সাম্প্রতিক ভবিষ্যতে এমন সম্ভাবনার উল্লেখ ট্রাম্প (Donald Trump) করায় উৎসাহ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও। ফলে সেই বার্তাতেই সংঘর্ষে ইতি টানার ইঙ্গিত পেয়ে বাজার চাঙ্গা হওয়ারও সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা।

অন্যদিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমেরিকা-চিন শুল্ক (tariff) বৈঠক হয়েছে রবিবারই। তার সিদ্ধান্ত সামনে এসেছে সোমবার ভোরে। তাতে আপাতত ৯০দিন শুল্ক বিরতি ও পরে শুল্কের পরিমাণ কমানো নিয়ে সিদ্ধান্ত হয়েছে। যার জেরে ডলার (Dollar) ও চিনা মুদ্রা ইউয়ানের (Yuan) মূল্য বেড়েছে রাতারাতি। ভারতে লগ্নিতেও (share market) তার প্রভাব স্পষ্ট সোমবার সকালে।

যার ফলেই সোমবার একলাফে সেনসেক্স (Sensex) এক সময় ২৭০১ পয়েন্ট বেড়ে ৮২,৪৭১ পেরিয়ে যায়। নিফটি (Nifty) ৮৩৫ পয়েন্ট পেরিয়ে ২৪,৮৪৬ পয়েন্টেও পৌঁছে যায়। সবথেকে আশার কথা, এই উত্থানের ধারা সোমবার সারাদিন অব্যাহত থাকে, যাকে অর্থনীতিকরা আশার সূচক হিসাবেই দেখছেন।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version