Monday, May 12, 2025

তাঁর সবচেয়ে প্রিয় ফর্ম্যাট টেস্ট। সেই জায়গা থেকেই নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তটা যে একেবারেই সহজ ছিল না তা বলাই যায়। বিরাট কোহলি(Virat Kohli) নিজেও সেই কথাই বলছেন। যে লম্বা পোস্ট সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলি(Virat Kohli) করেছেন, সেখানে নিজের মনের কথা লিখেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। সেখানেই তিনি জানিয়েছেন সিদ্ধান্ত নেওয়াটা কঠিন হলেও, এটাই ছিল সঠিক সময়। তাই আর দেরী করেননি, টেস্ট থেকে এবার অবসরটা নিয়েই ফেললেন বিরাট কোহলি।

আগামী মাসেই ইংল্যান্ডের(England) বিরুদ্ধে লম্বা টেস্ট সিরিজে নামবে ভারত। তার আগেই রোহিত শর্মা(Rohit Sharma) টেস্ট থেকে বিদায় নিয়েছেন। জল্পনাটা শুরু হয়েছিল সেই সময় থেকেই। বিরাট কোহলিও নাকি টেস্ট ছাড়ার সিদ্ধান্তটা নিয়ে ফেলেছেন। কিন্তু বোর্ড চাইছিল অন্য কিছু। বিরাটকে এত তাড়াতাড়ি অবসরে যেতে বারনই করছিল বিসিসিআই(BCCI)। কিন্তু তিনি যে বিরাট কোহলি। একবার যেটা ঠিক করবেন সেটাই করবেন। করলেনও। কোনও কথাই শুনলেন না। দীর্ঘ ১৪ বছরের যাত্রায় এবার ইতিটা টেনেই দিলেন কিং কোহলি(Virat Kohli)।

সোশ্যাল মিডিয়াতে লিখলেন এক আবেগতাড়িত বার্তা। তাঁর এই বার্তায় আষন্ন অগুন্তী বিরাট ভক্ত। তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, “এই ফর্ম্যাট থেকে আমি সরে যাচ্ছি, কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়াটা একেবারেই সহজ ছিল না। কিন্তু আমার মনে হয়েছে এটাই সঠিক সময়। আমার কাছে যা ছিল আমি সবটাই উজার করে দিয়েছি। আর আমি এখান থেকে ফিরে পেয়েছি তার থেকেও বহু গুনে বেশি, যা প্রত্যাশাও করতে পারিনি”।

টেস্টে বিরাট পরিসংখ্যান

* ২০১১ সালে টেস্টের মঞ্চে যাত্রা শুরু বিরাট কোহলির। সেই থেকেই সাফল্যের রাস্তায় হেঁটে গিয়েছেন তিনি। টেস্টে সচিন তেন্ডুলকরদের সঙ্গে ১০ হাজারের এলিট তালিকায় যেতে না পারলেও, তাঁর ঝুলিতে রয়েছে একের পর এক কীর্তি। ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরী। অ্যাডিলেড ওভালে ১১৬ রানের ইনিংস খেলেছিলেন সেই ম্যাচে।

* এরপর একে একে ৩০টি সেঞ্চুরির মালিক হয়েছেন ভারতীয় দলের অধিনায়ক। সেইসঙ্গে টেস্টে রয়েছে বিরাট কোহলির ৭ টি দ্বিশতরান। ৩০০ রানের মাইলস্টোন ছুঁতে না পারলেও বিরাট কোহলির সর্বোচ্চ রান ২৫৪। টেস্টের ফর্ম্যাটে বিরাট কোহলির রান ৯২৩০। অর্ধশতরানও রয়েছে ৩১টি। তাঁর গড় ৪৬.৮৫ এবং স্ট্রাইকরেট ৫৫.৫৭। ২০১৬-২০১৯ সালের টেস্টে চার নম্বর পজিশনে পৌঁছে গিয়েছিলেন বিরাট কোহলি। টেস্টের মঞ্চে তাঁর সবচেয়ে ভাল গ্রাফ এই সময়টাই।

* অধিনায়ক হিসাবে ৬৮টি টেস্টে ৪০ টি টেস্ট জেতার রেকর্ড রয়েছে বিরাট কোহলির। তবে ২০২০ সাল থেকেই টেস্ট ফর্ম্যাটে বিরাট কোহলির ফর্মটা যেন পড়তে শুরু করে। এই পাঁচটা বছরে ৩৯টি টেস্ট ম্যাচে মাত্র ৩টি সেঞ্চুরি রয়েছে বিরাট কোহলির।

এই সময়টায় বিরাট কোহলিকে নিয়ে সমালোচনাও হয়েছে বিস্তর। তাঁর অবসরের কথাও সেই সময় শোনা গিয়েছিল অনেক প্রাক্তন থেকে বিশেষজ্ঞদের মুখে। তখন অবশ্য কোনও জবাব দেননি বিরাট কোহলি। ২০২৫ সালের ১২ মেটাই হয়ত মনে মনে ঠিক করে রেখেছিলেন তিনি।

Related articles

বিজেপি শাসিত রাজ্যে নৃশংশ ঘটনা, মায়ের প্রেমিকের হাতে খুন ১০ বছরের বালক

ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে এবার প্রেমিকের সহায়তায় ১০ বছরের বালককে হত্যা(Murder) করে কাটা দেহ স্যুটকেসে লুকিয়ে রাখলেন মা।...

ভারত-পাক সংঘর্ষের আবহে আজ রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী মোদির

পাকিস্তানের সঙ্গে আপাত সংঘর্ষ বিরতির আবহে রাত ৮টা নাগাদ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।...

খুলে দেওয়া হল সাময়িক বন্ধ ৩২ বিমান বন্দর, উড়ান স্বাভাবিক হতে সময় লাগবে

সংঘর্ষ বিরতির পরিস্থিতিতেও আশ্বস্ত হতে পারছিল না ভারত। পাকিস্তানের বিশ্বাসঘাতকতার জেরে শনিবারও ক্ষেপনাস্ত্রের আঘাত লেগেছে পশ্চিমের রাজ্যগুলিতে। তবে...

স্বাস্থ্যসাথীতে একবছরে ৬ হাজার রোগীর অস্ত্রোপচার, ২০৯১ কোটি টাকার পরিষেবা রাজ্যের

স্বাস্থ্যসাথী(Swasthya Sathi) প্রকল্পে রাজ্য সরকার ২০৯১ কোটি টাকার পরিষেবা দিল বিনামূল্যে। বিগত বছরে রাজ্যের ৬ হাজার রোগীর জটিল...
Exit mobile version