Thursday, August 21, 2025

SSC: চাকরি বাতিল মামলার রায় পুনর্বিবেচনার আবেদন কি শুনবেন না প্রধান বিচারপতি সঞ্জীব খান্না!

Date:

স্কুল সার্ভিস কমিশনের প্রায় ২৬ হাজারের চাকরি বাতিল মামলার রায় পুনর্বিবেচনার আবেদন নাও শুনতে পারেন সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (Sanjeev Khanna)। কারণ, মঙ্গলবারই তিনি অবসর নেবেন। ফলে তাঁর বেঞ্চে মামলা ওঠার সম্ভাবনা প্রায় নেই। চাকরি বাতিল নিয়ে রায়ের পুনর্বিবেচনার রাজ্য ও এসএসসির রিভিউ পিটিশন নতুন বিচারপতি শুনবেন বলে মনে করা হচ্ছে। তবে কোন বেঞ্চে শুনানি হবে, তা এখনও নির্ধারিত হয়নি। বুধবার মামলাটি উঠতে পারে।

৩ এপ্রিল এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করে শীর্ষ আদালত (Supreme Court)। চাকরি বাতিল নিয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) রায়ে হস্তক্ষেপ করেনি প্রধান বিচারপতি খান্নার বেঞ্চ। চাকরি হারান ২৫ হাজার ৭৩৫। এর পরেই শীর্ষ আদালতের নির্দেশে ডিসেম্বর পর্যন্ত স্বস্তি মেলে অভিযোগ না থাকা শিক্ষক-শিক্ষিকাদের। কিন্তু বাকিরা এখনও চাকরিহারা। ওই রায়ের পাল্টা রিভিউ পিটিশন করা হবে বলে জানান স্বয়ং মুখ্যমন্ত্রী। সেই মতো ৩ মে পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য ও SSC। তবে সেই আবেদন এখনও গৃহীত হয়নি। এই অবস্থায় মঙ্গলবার শেষ হচ্ছে বর্তমান প্রধান বিচারপতির কর্মজীবন। এই অল্প সময়ের মধ্যে রিভিউ পিটিশন নিয়ে কোনও সিদ্ধান্ত প্রধান বিচারপতি নেবেন বলে মনে করছে না অনেকেই।
আরও খবরদ্বিমুখী ধাক্কা! ষাঁড়ের গুঁতোয় চাঙ্গা শেয়ার বাজার

সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন শুনানির কয়েকটি ধাপ রয়েছে। রায় পুনর্বিবেচনা চেয়ে আর্জি জানানোর পরে তা সংশ্লিষ্ট বিচারপতির চেম্বারে যায়। সেখানে মামলাটি গ্রহণ করা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেন বিচারপতি বা বিচারপতিরা। প্রয়োজনে তা নিয়ে বিচারপতির চেম্বারে শুনানিও হয়। সেখানে মামলা গৃহীত হলে তা শুনানির জন্য আদালতে যায়। এসএসসি মামলার ক্ষেত্রে এখন পুনর্বিবেচনার জন্য মামলাটি এখনও চেম্বারেই যায়নি।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version