মঙ্গলবার সকালে প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের (CBSE class XII results) দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল। চলতি বছরে পাশের হার ৮৮.৩৯ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৯১.৬৪ শতাংশ, ছাত্রদের ৮৫.৭০। এগিয়ে মেয়েরা। এর পাশাপাশি ৯৯. ৬০ শতাংশ পাশের হার নিয়ে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে বিজয়ওয়াড়া। আর সব থেকে বড় খবর এই পরীক্ষায় রূপান্তরকামীদের পাশের হার ১০০ শতাংশ! পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় ফল ঘোষিত হল।

CBSE সূত্রে জানা গেছে চলতি বছর মোট ১৬ লক্ষ ৯২ হাজার ৭৯৪ জন দ্বাদশের পরীক্ষা দিয়েছিলেন। উত্তীর্ণদের সংখ্যা ১৪ লক্ষ ৯৩ হাজার ৩০৭। এ বছর ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল সিবিএসই-র দ্বাদশের পরীক্ষা।৭,৩৩০ টি পরীক্ষা কেন্দ্রে ১৯ হাজার ২৯৯ টি স্কুলের ছাত্রছাত্রীরা স্কুল জীবনের দ্বিতীয় বড় বোর্ড পরীক্ষা দেন। বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট cbseresults.nic.in এবং results.cbse.nic.in -এ গিয়ে রেজাল্ট দেখা যাচ্ছে। ডিজিলকার এবং উমাঙ্গ অ্যাপের মাধ্যমে অ্যাডমিট কার্ডের তথ্য দিয়ে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।

–

–

–
–

–

–

–

–


–

–

–

–

–