একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-র দ্বাদশ ও দশম শ্রেণির ফলাফল। কৃতীদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ-বছর দ্বাদশ শ্রেণির পাশের হার ৮৮.৩৯ শতাংশ। যা গত বছরের তুলনায় ০.৪১% বেশি । দশমে পাশের হার ৯৩.৬৬ শতাংশ। নজরকাড়া ভাবে এ-বছর দ্বাদশে রূপান্তরকামীদের পাশের হার ১০০%। দশমে রূপান্তরকামীদের পাশের হার ৯৫ শতাংশ। দুই ক্ষেত্রেই ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার চলতি বছরে বেশি। দ্বাদশ শ্রেণিতে ছেলেরা ৮৫.৭০ শতাংশ হারে পাশ করেছে, সেখানে মেয়েদের পাশের হার ৯১.৬৮ শতাংশ। অপরদিকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে মেয়েদের পাশের হার ৯৫ শতাংশ। সেখানে ছেলেদের পাশের হার অনেকটাই কম ৯২.৬৩ শতাংশ।

চলতি বছর দ্বাদশ শ্রেণির ১৬,৯২,৭৯৪ জনের মধ্যে পাশ করেছেন ১৪,৯৬,৩০৭ জন। দশম শ্রেণিতে ২৩ লক্ষ ৭১ হাজার ৯৩৯ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২২ লক্ষ ২১ হাজার ৬৩৬ । ডিজিলকার এবং উমাঙ্গ অ্যাপ ছাড়াও বোর্ডের ওয়েবসাইট cbseresults.nic.in এবং results.cbse.nic.in -এ ফল দেখা যাচ্ছে। চলতি বছর ১৫ ফেব্রুয়ারি থেকে ৪ এপ্রিল পর্যন্ত সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষা হয়েছে। বৃহস্পতিবার স্কুলগুলিতে মার্কশিট পাঠানো হবে। এরপর সোমবার থেকে সেগুলি দেওয়া শুরু করবে স্কুল কর্তৃপক্ষ।

আরও পড়ুন – ঐতিহাসিক ১৩ মে! ১৪ বছরে মা-মাটি-মানুষের সরকার

_
_

_

_

_

_


_

_

_

_

_