ফের নিত্যযাত্রীদের সমস্যায় ফেলে দুঃখিত বলে দায় সারল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। মঙ্গলবার অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাটের জেরে ব্যাপক সমস্যায় যাত্রীরা। নোয়াপাড়ায় সিগনাল (signal) বিভ্রাটের জেরে প্রায় ১ ঘণ্টা বন্ধ হয়ে যায় মেট্রো (metro rail) চলাচল।

মঙ্গলবার বেলা ১১টা নাগাদ নোয়াপাড়া স্টেশনে সিগনাল বিভ্রাট (signal problem) হয়। যার জেরে দক্ষিণেশ্বর থেকে দমদম মেট্রো (metro railway) চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘক্ষণ আপ লাইনে মেট্রো চলাচল প্রায় এক ঘণ্টা ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকেন যাত্রীরা। পরে দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত আপ ও ডাউনে মেট্রো চলাচল শুরু হয়। প্রায় এক ঘণ্টা পরে সিগনাল মেরামত করে চালু হয় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল।

সম্প্রতি এক মাসের মধ্যে বেশ কয়েকদিন প্রথম মেট্রো চালু হওয়ার পর থেকে সিগনাল সমস্যার জন্য মেট্রো বিভ্রাটে পড়েছেন যাত্রীরা। স্টেশন থেকে হাতে ধরা সিগনাল দেখেও মেট্রো চলেছে, এমন ঘটনাও বিরল নয়। তা সত্ত্বেও যাত্রী পরিষেবার কথা ভেবে মেট্রো কর্তৃপক্ষ যে কোনও ব্যবস্থা নিচ্ছে না, তা স্পষ্ট নিত্য যাত্রীদের কাছে।

–

–
–

–

–

–

–


–

–

–

–
