Saturday, November 15, 2025

আজই বর্ষার আগমন! তাপপ্রবাহের মাঝে বড় আপডেট দিল মৌসম ভবন 

Date:

Share post:

গরমে হাঁসফাঁস রাজ্যবাসীকে খানিকটা স্বস্তি দিয়ে দফায় দফায় ঝড় বৃষ্টি হয়েছে গোটা বৈশাখ জুড়ে। বাংলা নববর্ষের প্রথম মাসের শেষ সপ্তাহেও বৃষ্টি ভিজছে দক্ষিণবঙ্গ (South Bengal Weather)। তবে এর মাঝেই আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল মৌসম ভবন। IMD কর্তারা জানাচ্ছেন সময়ের বেশ খানিকটা আগেই বর্ষার আগমন হতে চলেছে। আজ মঙ্গলবার (১৩ মে) থেকেই বর্ষা ঢুকছে আন্দামান-নিকোবরে। স্বাভাবিকভাবে নিকোবর দ্বীপপুঞ্জে ১৮-২১ মে এবং আন্দামান দ্বীপপুঞ্জে ২২মে বর্ষা প্রবেশ করে। কিন্তু চলতি মরশুমে নির্ধারিত সময়ের প্রায় এক সপ্তাহ আগেই বর্ষা ইনিংস শুরু করতে চলেছে। বাংলায় বৃষ্টির মরসুম কবে থেকে শুরু হচ্ছে তা এখনও পর্যন্ত নিশ্চিত নয়। দক্ষিণবঙ্গে আজ থেকে আগামী সাতদিন অবশ্য তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই। সোমবার রাতের বৃষ্টিতে এক ধাক্কায় তাপমাত্রা পারদ ৫ ডিগ্রি কমেছে। তবে বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে।

হাওয়া অফিস জানিয়েছে, তাপপ্রবাহের (Heateave) পরিস্থিতির মাঝেই দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ও ঝোড়ো বাতাস বইবে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও থাকছে। দুই চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে ঝড় ও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে, যা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। মালদহ ও দুই দিনাজপুরে তাপপ্রবাহ চলবে বলে জানা গেছে।

 

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...