Friday, December 26, 2025

আজই বর্ষার আগমন! তাপপ্রবাহের মাঝে বড় আপডেট দিল মৌসম ভবন 

Date:

Share post:

গরমে হাঁসফাঁস রাজ্যবাসীকে খানিকটা স্বস্তি দিয়ে দফায় দফায় ঝড় বৃষ্টি হয়েছে গোটা বৈশাখ জুড়ে। বাংলা নববর্ষের প্রথম মাসের শেষ সপ্তাহেও বৃষ্টি ভিজছে দক্ষিণবঙ্গ (South Bengal Weather)। তবে এর মাঝেই আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল মৌসম ভবন। IMD কর্তারা জানাচ্ছেন সময়ের বেশ খানিকটা আগেই বর্ষার আগমন হতে চলেছে। আজ মঙ্গলবার (১৩ মে) থেকেই বর্ষা ঢুকছে আন্দামান-নিকোবরে। স্বাভাবিকভাবে নিকোবর দ্বীপপুঞ্জে ১৮-২১ মে এবং আন্দামান দ্বীপপুঞ্জে ২২মে বর্ষা প্রবেশ করে। কিন্তু চলতি মরশুমে নির্ধারিত সময়ের প্রায় এক সপ্তাহ আগেই বর্ষা ইনিংস শুরু করতে চলেছে। বাংলায় বৃষ্টির মরসুম কবে থেকে শুরু হচ্ছে তা এখনও পর্যন্ত নিশ্চিত নয়। দক্ষিণবঙ্গে আজ থেকে আগামী সাতদিন অবশ্য তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই। সোমবার রাতের বৃষ্টিতে এক ধাক্কায় তাপমাত্রা পারদ ৫ ডিগ্রি কমেছে। তবে বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে।

হাওয়া অফিস জানিয়েছে, তাপপ্রবাহের (Heateave) পরিস্থিতির মাঝেই দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ও ঝোড়ো বাতাস বইবে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও থাকছে। দুই চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে ঝড় ও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে, যা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। মালদহ ও দুই দিনাজপুরে তাপপ্রবাহ চলবে বলে জানা গেছে।

 

spot_img

Related articles

জনসমুদ্র পার্ক স্ট্রিটে: বড়দিনের আলোয় শহর মাতোয়ারা, রাত বাড়তেই ভিড়ের ঢল

কনকনে ঠান্ডাকে সঙ্গী করে বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। জেলা থেকে শহর—সর্বত্রই উৎসবের আমেজ, তবে প্রতি বছরের...

স্পষ্টতা চেয়ে ফেডারেশনকে চিঠি ক্লাব জোটের, সূচি নিয়ে ক্ষোভ ইস্টবেঙ্গলের

সাফ ক্লাব কাপ জয়ী মহিলা দলের ফুটবলার, কোচ অ্যান্টনি আ্যন্ড্রিউজ এবং সাপোর্টিং স্টাফদের  সংবর্ধিত করল   ইস্টবেঙ্গল ক্লাব(East Bengal)...

বেঙ্গল সুপার লিগ: উত্তর ২৪ পরগনাকে হারিয়ে জয়ে ফিরল ব্যারেটোর দল

জমজমাট  শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। বড়দিনের দুপুরেও ছিল লিগের ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিওর্সের(Howrah-Hooghly...

কেন্দ্রের প্রকল্পকে তোয়াক্কা নয়: বাংলা জুড়ে সবুজ বিল্পব

বাংলায় বিজেপির নেতারা যখন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় লাগু না করার জন্য প্রতিবাদে সামিল হচ্ছেন, তখন পরিসংখ্যানই বলে দিচ্ছে...