Sunday, August 24, 2025

সোপিয়ানে সেনা-সন্ত্রাসবাদীদের গুলির লড়াইয়ে ৩ লস্কর জঙ্গি নিহত: সূত্র

Date:

Share post:

সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরও এক সাফল্য ভারতীয় সেনার! দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান এলাকায় (Shopian District, South Kashmir) ভারতীয় সেনাবাহিনীর অপারেশন কেল্লার-এ (Operation Kellar) গুলির লড়াইয়ে খতম তিন লস্কর জঙ্গি। সংবাদ সংস্থা সূত্রে এমনটাই জানা গেছে। মৃত জঙ্গিদের সঠিক পরিচয় জানার চেষ্টা চলছে। আর কিছুক্ষণের মধ্যেই ভারতীয় সেনার (Indian Army) তরফে এই সংক্রান্ত আপডেট দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

পহেলগাম হামলার (Pahelgam Attack) পর থেকেই অভিযুক্ত চার জঙ্গির খোঁজ চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। অপারেশন সিন্দুরের সফলতা নিয়ে আলোচনা হলেও কেন এখনও পর্যন্ত বৈসরন উপত্যকায় হামলাকারীদের খোঁজ মিলল না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এই পরিস্থিতিতে জঙ্গিদের খোঁজ পেতে সোপিয়ানে পড়ল পোস্টার। পহেলগাম হামলায় জড়িতদের ছবি দিয়ে পোস্টারে লেখা হয়, যে এই সন্ত্রাসবাদীদের সম্পর্কে তথ্য দিলে ২০ লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি যিনি খোঁজ দেবেন তাঁর সুরক্ষার কথা মাথায় রেখে নাম পরিচয় গোপন রাখা হবে বলেও আশ্বাস দেওয়া হয়। এরপরই মঙ্গলের সকালে অভিযানে নামে ভারতীয় সেনা। নাম দেওয়া হয় অপারেশন কেল্লার (Operation Kellar)। সেনা সূত্রে জানা যায়, কেল্লারের জঙ্গলে একাধিক জঙ্গি লুকিয়ে আছে বলে খবর পাওয়ার পরই অ্যাকশনে নামে নিরাপত্তা বাহিনী। সকাল থেকে একটানা গুলির লড়াই চলার পর দুপুর সাড়ে বারোটা নাগাদ তিন জঙ্গির মৃত্যুর খবর মিলেছে অসমর্থিত সূত্রে। মনে করা হচ্ছে তারা লস্কর-ই তৈবার সদস্য। যদিও পহেলগাম হামলার সঙ্গে এরা যুক্ত ছিল কিনা তা এখনও স্পষ্ট নয়। জঙ্গিদের মৃত্যু সম্পর্কে সেনা বা পুলিশের তরফে এখনও পর্যন্ত অফিসিয়াল বিবৃতি মেলেন। জঙ্গিরা কীভাবে জঙ্গলে এল বা কতদিন ধরে তারা এখানে লুকিয়ে রয়েছে, রসদ কারা সরবরাহ করতো তা জানার চেষ্টা চলছে। নিরাপত্তাবাহিনী গোটা এলাকা ঘিরে রেখেছে।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...