Tuesday, May 13, 2025

সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরও এক সাফল্য ভারতীয় সেনার! দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান এলাকায় (Shopian District, South Kashmir) ভারতীয় সেনাবাহিনীর অপারেশন কেল্লার-এ (Operation Kellar) গুলির লড়াইয়ে খতম তিন লস্কর জঙ্গি। সংবাদ সংস্থা সূত্রে এমনটাই জানা গেছে। মৃত জঙ্গিদের সঠিক পরিচয় জানার চেষ্টা চলছে। আর কিছুক্ষণের মধ্যেই ভারতীয় সেনার (Indian Army) তরফে এই সংক্রান্ত আপডেট দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

পহেলগাম হামলার (Pahelgam Attack) পর থেকেই অভিযুক্ত চার জঙ্গির খোঁজ চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। অপারেশন সিন্দুরের সফলতা নিয়ে আলোচনা হলেও কেন এখনও পর্যন্ত বৈসরন উপত্যকায় হামলাকারীদের খোঁজ মিলল না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এই পরিস্থিতিতে জঙ্গিদের খোঁজ পেতে সোপিয়ানে পড়ল পোস্টার। পহেলগাম হামলায় জড়িতদের ছবি দিয়ে পোস্টারে লেখা হয়, যে এই সন্ত্রাসবাদীদের সম্পর্কে তথ্য দিলে ২০ লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি যিনি খোঁজ দেবেন তাঁর সুরক্ষার কথা মাথায় রেখে নাম পরিচয় গোপন রাখা হবে বলেও আশ্বাস দেওয়া হয়। এরপরই মঙ্গলের সকালে অভিযানে নামে ভারতীয় সেনা। নাম দেওয়া হয় অপারেশন কেল্লার (Operation Kellar)। সেনা সূত্রে জানা যায়, কেল্লারের জঙ্গলে একাধিক জঙ্গি লুকিয়ে আছে বলে খবর পাওয়ার পরই অ্যাকশনে নামে নিরাপত্তা বাহিনী। সকাল থেকে একটানা গুলির লড়াই চলার পর দুপুর সাড়ে বারোটা নাগাদ তিন জঙ্গির মৃত্যুর খবর মিলেছে অসমর্থিত সূত্রে। মনে করা হচ্ছে তারা লস্কর-ই তৈবার সদস্য। যদিও পহেলগাম হামলার সঙ্গে এরা যুক্ত ছিল কিনা তা এখনও স্পষ্ট নয়। জঙ্গিদের মৃত্যু সম্পর্কে সেনা বা পুলিশের তরফে এখনও পর্যন্ত অফিসিয়াল বিবৃতি মেলেন। জঙ্গিরা কীভাবে জঙ্গলে এল বা কতদিন ধরে তারা এখানে লুকিয়ে রয়েছে, রসদ কারা সরবরাহ করতো তা জানার চেষ্টা চলছে। নিরাপত্তাবাহিনী গোটা এলাকা ঘিরে রেখেছে।

Related articles

সোপিয়ানে সক্রিয় লস্কর! দুই জঙ্গি নিধনে প্রকাশ্যে গোয়েন্দা ব্যর্থতা

ভারতের সীমানা ভিতরে ঢুকে জনবহুল পর্যটনস্থানে ঢুকে সাধারণ পর্যটকদের নিশানা করল পাক মদতপুষ্ট জঙ্গিরা। প্রায় আধ ঘণ্টা জঙ্গি...

শান্তি প্রতিষ্ঠায় বাণিজ্যের শর্ত ছিল না: ট্রাম্পের দাবি নস্যাৎ ভারতের

বাণিজ্য বন্ধ করার হুমকি দিয়েই কার্যত ভারত ও পাকিস্তানকে সংঘর্ষ থেকে বিরত করেছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার প্রকাশ্যে বাণিজ্যের...

সীমান্তের সমস্যায় বাড়ি ফিরতে পারেননি, একাই প্রস্তুতি চালাচ্ছেন সুহেল ভাট

পহেলগামে(Pahalgam) নৃশংশ ঘটনা। তারপর থেকেই উত্তপ্ত হয়েছিল সীমান্ত। আইএসএল(ISL) জেতার পর ঘরের ফেরার ইচ্ছা থাকলেও ফিরতে পারেননি সুহেল...

একাকীত্বের কারণে মনমরা ছিলেন প্রীতম! জানালেন পুত্রহারা রিঙ্কু

একা থাকতে কষ্ট হচ্ছিল। যত্ন হচ্ছিল না ঠিক মতো। নিজের কাছে ছেলেকে নিয়ে আসতে চাইছিলেন। পুত্র সৃঞ্জয় দাশগুপ্ত ...
Exit mobile version