Tuesday, May 13, 2025

বন্ধ বিমান, বারুদের গন্ধ কাশ্মীরে, সেনাকে মনোবল দিতে এয়ারবেসে মোদি!

Date:

সোমবার থেকে ভারত-পাকিস্তানের সহমতিক্রমে সংঘর্ষ বন্ধের সিদ্ধান্ত হয়েছে। তারপরেও পঞ্জাবের জলন্ধরের আকাশে সন্দেহজনক ড্রোন প্রশ্ন তুলছে দুদেশের সমঝোতা নিয়ে। এরই মধ্যে আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয় বায়ুসেনাকে (Indian Air Force) ধন্যবাদ জানাতেই তিনি আদমপুর (Adampur Air Base) যান বলে জানান। যদিও যে সংঘর্ষের জন্য বায়ুসেনাদের ধন্যবাদ জানাতে গিয়েছিলেন মোদি, সেই সংঘর্ষ আদৌ শেষ কি না প্রশ্ন উঠেছে সাত বিমান বন্দরে বিমান চলাচল বন্ধ হওয়ায়। সেই সঙ্গে কাশ্মীরের সোপিয়ানে নতুন করে গুলির লড়াই শুরু হওয়ায় প্রশ্ন উঠেছে জঙ্গি অনুপ্রবেশে আদৌ কতটা লাগাম টানা সম্ভব হয়েছে তা নিয়ে।

সেনার কৃতিত্বকে কুর্নিশ জানিয়ে মঙ্গলবার আদমপুর এয়ারবেসে যান নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, আজ সকালে, এএফএস আদমপুরে (Adampur Air Force Station) গিয়েছিলাম এবং আমাদের সাহসী বিমান যোদ্ধা এবং সৈন্যদের সঙ্গে দেখা করেছি। সাহস, সংকল্প এবং নির্ভীকতার প্রতীক হিসাবে তাঁদের সঙ্গে থাকা বিশেষ অভিজ্ঞতা। আমাদের সশস্ত্র বাহিনী আমাদের জাতির জন্য যা কিছু করে তার জন্য ভারত চিরকাল কৃতজ্ঞ।

সোমবার থেকে ৩২ বিমান বন্দর চালু হওয়ার কথা থাকলেও কাশ্মীর থেকে গুজরাটের সীমান্তবর্তী সাত বিমান বন্দর ফের মঙ্গলবার ভোর থেকে বন্ধ করে দিতে বাধ্য হয় বিমান সংস্থাগুলি। যে সংঘর্ষ বিরতির দাবি প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাসনে উল্লেখ করেছিলেন, তা আদৌ কতটা কার্যকর, তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই বিএসএফ থেকে ভারতীয় সেনার একাধিক জওয়ান প্রাণ হারিয়েছেন পাকিস্তানের ড্রোন হামলায়। প্রাণ হারিয়েছেন নিরীহ সাধারণ নাগরিক। জম্মু ও কাশ্মীরের  সেই সব এলাকায় সোমবার থেকেই নিজে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah)। সোমবার পুঞ্চে নিহত ও ঘরছাড়াদের সঙ্গে কথা বলে স্থানীয় প্রশাসনকে পাশে দাঁড়ানোর যথাযথ নির্দেশ দেন তিনি। মঙ্গলবার কুপওয়ারার ক্ষতিগ্রস্ত এলাকা স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘুরে পরিস্থিতির বিশদ বিবরণ সংগ্রহ করেন।

অথচ সেই পরিস্থিতিতে একেবারে উল্টো ভূমিকায় দেশের প্রধানমন্ত্রী। যেভাবে পহেলগাম হামলার (Pahalgam attack) পরে মৃত পর্যটকদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এড়িয়েছিলেন মোদি, সেভাবেই সংঘর্ষের শেষে ক্ষতিগ্রস্তদের সন্তর্পণে এড়িয়ে গিয়ে বিমান সেনার ঘাঁটিতে ফটোসেশনে প্রধানমন্ত্রী।

Related articles

CBSE দশম-দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

CBSE-এর দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

তিন সপ্তাহেও অধরা পহেলগামের হামলাকারীরা, পোস্টার দিয়ে খোঁজ গোয়েন্দাদের!

পহেলগাম হামলার পরে প্রায় তিন সপ্তাহ পার। তার মধ্যে পাকিস্তানে জঙ্গি ঘাঁটি ভাঙতে ভারতীয় সেনার পক্ষ থেকে চালানো...

ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করার ইচ্ছাপ্রকাশ করেও বিরাটের অবসর, বিতর্ক তুঙ্গে

টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। কিন্তু এমন ঘটনাটা ঘটালেন বিরাট কোহলি। হতবাক দিল্লি রঞ্জি দলের কোচ...

অতীতের স্মৃতি উস্কে মে মাসেই ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! আশঙ্কার নাম ‘শক্তি ‘

আয়লা, আমফানের স্মৃতি উস্কে দিয়ে সেই মে মাসেই বঙ্গোপসাগরে 'শক্তি' (Cyclone Shakti) বাড়াচ্ছে ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত। চলতি মাসের শেষ...
Exit mobile version