পাকিস্তানের সেনার হাতে প্রায় ২০ দিন বন্দি থাকার পরে অবশেষে ভারতে ফিরেছেন বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ (Purnam Kumar Shaw)। বাংলার ভাই ভালো থাকুন। তাঁর পরিবার ভালো থাকুক। সুসংবাদ শুনেই পরিবারের সঙ্গে ফোনে কথা বলে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। ফোনের অন্য পার থেকে পূর্ণম কুমারের স্ত্রী রজনী সাউ মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদও জানালেন।

বুধবার সকালে ভারত-পাকিস্তান ফ্ল্য়াগ মিটিংয়ের পরে পূর্ণম কুমার সাউয়ের মুক্তির খবর ছড়িয়ে পড়তেই পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। কিন্তু পরিবারের ফোন খারাপ থাকায় যোগাযোগ সম্ভব হয়নি। পরে অন্যদের ফোনে ফোন করে তিনি কথা বলেন রিষড়ার বিএসএফ জওয়ানের স্ত্রী রজনীর সঙ্গে। অত্যন্ত আনন্দের সঙ্গে তিনি জানান, আমরা শুনছিলাম দ্রুত দেশে ব্যবস্থা হয়ে যাবে। আজই হয়ে গিয়েছে, খুব ভালো হয়েছে। ভগবান আপনাদের ভালো রাখুন। আপনার সন্তানদের ভালো রাখুন।

মুখ্যমন্ত্রীর এই কথায় কার্যত চোখে জল এসে যায় রজনীর। তিনি জানান, ম্যাডাম আপনি যেভাবে পাশে ছিলেন, তাতে আমরা অনেক আশার আলো দেখেছি। কল্যাণস্যার খুব সাপোর্ট করেছেন। আপনাদের ছাড়া আমার মনে হচ্ছিল না সম্ভব হবে। তা শুনেই মুখ্যমন্ত্রী (Chief Minister) ফের জানান, আমি তো বলেই ছিলাম ভয়ের কোনও কারণ নেই। যেভাবে এগোচ্ছে তাতে পিছিয়ে আসার কোনও জায়গা ছিল না। এরপরই মুখ্যমন্ত্রীর কথা স্মরণ করিয়ে রজনী বলেন, আপনি বলেছিলেন ম্যাডাম, আপনি ঘরে থাকুন। আপনার কোথাও যাওয়ার দরকার নেই। আমরা ঠিক ওনাকে নিয়ে আসব।

বুধবার সকালেই ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও মুখ্যমন্ত্রী রজনী সাউকে ফোনে পাননি। সে সম্পর্কে দুঃখ প্রকাশ করেন রজনী। তিনি বলেন, আপনি আমাকে তিনদিন ফোন করলেন। আজ চতুর্থদিন উনি ফিরে এলেন। মুখ্যমন্ত্রী তাঁকে জানান, অনেক শুভেচ্ছা থাকল আমার ভাইয়ের জন্য।

পরে তিনি সোশ্যাল মিডিয়ায় এই সুসংবাদের পরে ভ্রাতৃপ্রতিম পূর্ণম কুমার সাউ ও তাঁর পরিবারের প্রতি শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তিনি লেখেন, আমাদের বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে মুক্তি দেওয়ার খবরে আমি খুশি। আমি তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম এবং হুগলির রিষড়ায় তাঁর স্ত্রীর সঙ্গে তিনবার কথা বলেছি। আজও আমি তাঁকে ফোন করেছি। আমার ভাইয়ের মতো জওয়ান, তাঁর স্ত্রী রজনী সাউসহ তাঁর পুরো পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা।
I am happy to receive the information that our Purnam Kumar Shaw, the BSF jawan, has been released. I had all along been in touch with his family and spoke thrice with his wife here at Rishra, Hugli. Today also I called her. All the very best wishes for my brother-like jawan, his…
— Mamata Banerjee (@MamataOfficial) May 14, 2025
–

–

–

–

–


–

–

–
