Monday, August 11, 2025

মুক্ত পূর্ণম কুমার: স্ত্রীকে ফোনে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, ধন্যবাদ রজনীর

Date:

Share post:

পাকিস্তানের সেনার হাতে প্রায় ২০ দিন বন্দি থাকার পরে অবশেষে ভারতে ফিরেছেন বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ (Purnam Kumar Shaw)। বাংলার ভাই ভালো থাকুন। তাঁর পরিবার ভালো থাকুক। সুসংবাদ শুনেই পরিবারের সঙ্গে ফোনে কথা বলে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। ফোনের অন্য পার থেকে পূর্ণম কুমারের স্ত্রী রজনী সাউ মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদও জানালেন।

বুধবার সকালে ভারত-পাকিস্তান ফ্ল্য়াগ মিটিংয়ের পরে পূর্ণম কুমার সাউয়ের মুক্তির খবর ছড়িয়ে পড়তেই পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। কিন্তু পরিবারের ফোন খারাপ থাকায় যোগাযোগ সম্ভব হয়নি। পরে অন্যদের ফোনে ফোন করে তিনি কথা বলেন রিষড়ার বিএসএফ জওয়ানের স্ত্রী রজনীর সঙ্গে। অত্যন্ত আনন্দের সঙ্গে তিনি জানান, আমরা শুনছিলাম দ্রুত দেশে ব্যবস্থা হয়ে যাবে। আজই হয়ে গিয়েছে, খুব ভালো হয়েছে। ভগবান আপনাদের ভালো রাখুন। আপনার সন্তানদের ভালো রাখুন।

মুখ্যমন্ত্রীর এই কথায় কার্যত চোখে জল এসে যায় রজনীর। তিনি জানান, ম্যাডাম আপনি যেভাবে পাশে ছিলেন, তাতে আমরা অনেক আশার আলো দেখেছি। কল্যাণস্যার খুব সাপোর্ট করেছেন। আপনাদের ছাড়া আমার মনে হচ্ছিল না সম্ভব হবে। তা শুনেই মুখ্যমন্ত্রী (Chief Minister) ফের জানান, আমি তো বলেই ছিলাম ভয়ের কোনও কারণ নেই। যেভাবে এগোচ্ছে তাতে পিছিয়ে আসার কোনও জায়গা ছিল না। এরপরই মুখ্যমন্ত্রীর কথা স্মরণ করিয়ে রজনী বলেন, আপনি বলেছিলেন ম্যাডাম, আপনি ঘরে থাকুন। আপনার কোথাও যাওয়ার দরকার নেই। আমরা ঠিক ওনাকে নিয়ে আসব।

বুধবার সকালেই ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও মুখ্যমন্ত্রী রজনী সাউকে ফোনে পাননি। সে সম্পর্কে দুঃখ প্রকাশ করেন রজনী। তিনি বলেন, আপনি আমাকে তিনদিন ফোন করলেন। আজ চতুর্থদিন উনি ফিরে এলেন। মুখ্যমন্ত্রী তাঁকে জানান, অনেক শুভেচ্ছা থাকল আমার ভাইয়ের জন্য।

পরে তিনি সোশ্যাল মিডিয়ায় এই সুসংবাদের পরে ভ্রাতৃপ্রতিম পূর্ণম কুমার সাউ ও তাঁর পরিবারের প্রতি শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তিনি লেখেন, আমাদের বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে মুক্তি দেওয়ার খবরে আমি খুশি। আমি তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম এবং হুগলির রিষড়ায় তাঁর স্ত্রীর সঙ্গে তিনবার কথা বলেছি। আজও আমি তাঁকে ফোন করেছি। আমার ভাইয়ের মতো জওয়ান, তাঁর স্ত্রী রজনী সাউসহ তাঁর পুরো পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা।

spot_img

Related articles

ফের বিজেপিশাসিত ওড়িশায় গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরাল কিশোরী!

চলতি মাসে ওড়িশায় (Odisha) গায়ে আগুন লাগানোর ঘটনা মোট চার। যার মধ্যে ৩ জনেরই মৃত্যু হয়েছে। সোমবার ওডিশার...

মর্মান্তিক! রেললাইনে উদ্ধার এক শিশুসহ ৩ মহিলার মৃতদেহ

সোমবার ভোরে পুরুলিয়ার (Puruliya) সুইসা স্টেশনের কাছে রেললাইনের উপর থেকে তিন মহিলার দেহ উদ্ধার করল রেল পুলিশ। মৃতরা...

কমিশনের অভিযোগের তদন্ত শুরু রাজ্যের, নির্বাচনের কাজ থেকে অব্যাহতি ২ আধিকারিককে: জানালেন পন্থ

ভোটার তালিকায় গরমিলের অভিযোগে চার আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে রাজ্য সরকার। আপাতত...

দেশের মাটিতে বিশ্বকাপ জয়ের খরা কাটাতে চান হরমনপ্রীত

মিতালী (Mithali Raj), ঝুলনদের (Jhulan Goswami) হাত ধরে যেটা সম্ভব হয়নি, সেটাই এবার করতে চান হরমনপ্রীত কৌর (Harmanpreet...