Wednesday, May 14, 2025

বান্ধবীর ব্ল্যাকমেলেই কি মৃত্যু প্রীতমের! পোস্ট ঘিরে তুমুল শোরগোল, রিঙ্কুকে আক্রমণের প্রতিবাদ কুণালের

Date:

বিজেপি নেতা দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের বিয়ের মাত্র ২৫ দিনের মাথায় রহস্যমৃত্যু রিঙ্কুর প্রথম পক্ষের পুত্র সঞ্জয় দাশগুপ্ত কথা প্রীতমের। কী কারণে মৃত্যু তাই নিয়ে জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে তুমুল শোরগোল। ‘আমি ঝুমা’ বলে একটি প্রোফাইল থেকে পোস্ট করে অভিযোগ করা হয়েছে এই মৃত্যুর জন্য দায়ী প্রীতমের বান্ধবী! প্রোফাইল থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে রিঙ্কুর ঘনিষ্ঠ এই ঝুমা এবং প্রীতমের শেষ যাত্রায় আগাগোড়া রিঙ্কুর পাশে দেখা গিয়েছিল এই মহিলাকে। সোশ্যাল মিডিয়ায় বারবার বিভিন্ন লোক আক্রমণ করছেন রিঙ্কু মজুমদারকে। ‘আমি ঝুমা’র পোস্ট শেয়ার করে সেই আক্রমণের তীব্র প্রতিবাদ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। দাবি করলেন, মৃত্যুর সঠিক তদন্তের।

মঙ্গলবার সকালে নিজের ফ্ল্যাট থেকে দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের (Rinku Majumdar) ছেলে সৃঞ্জয় দাশগুপ্তের (Srinjay Dasgupta) মৃতদেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের রিপোর্টে বলছে, অগ্নাশয় ও যকৃত বিকল (Acute hemorrhagic pancreatitis) হয়ে যাওয়াই মৃত্যুর কারণ। কিন্তু কীভাবে অবস্থার এতটা অবনতি হল তা নিয়ে ধোঁয়াশার মাঝেই, ‘আমি ঝুমা’ (Ami Jhuma) প্রোফাইলের স্ক্রিনশট দিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)।

প্রীতমের মৃত্যুর পর থেকেই তাঁর একাকীত্ব, অবসাদ চর্চায় এসেছে। সোমবার রাতে বন্ধুদের নিয়ে পার্টি করছিলেন তিনি। তারপর কী এমন ঘটল যে কারণে এত মারাত্মক পরিণতি হল ২৫ বছরে তরতাজা যুবকের? কুণাল এদিন তাঁর সোশ্যাল মিডিয়ায় ‘আমি ঝুমা’ নামের প্রোফাইলের যে স্ক্রিনশট শেয়ার করেছেন। সেখানে প্রীতমের শেষযাত্রার একটি ছবি রয়েছে। যেখানে রিঙ্কু মজুমদারের পাশে থাকা মহিলাকে (গোলাপী পোশাক পরা) ইঙ্গিত করে লেখা, “মহিলার বাড়ী নেতাজিনগর, গাছতলা, নিউটাউন আই টি সেক্টরে চাকরী করে ,এই টুকু রাস্তা নিজের টাকা ভাড়া দিয়ে ফেরেনি । ঢুকে গিয়েছিল সৃঞ্জয়ের ফ্ল্যাটে। যদি সৃঞ্জয় বলতো বাড়ি যেতে ,তাহলে মেয়েটিকে 300 থেকে 400 টাকা দিতে হতো ,ক্যাব ভাড়া। সবসময় এরকম ভাবেই টাকা নিত । উল্টে রিঙ্কুকে মেসেজ করে জানাতো তাঁর ছেলে নাকি ওর থেকে টাকা ধার নিয়েছে ।যা বলতো মহিলা ,সব টাকা রিঙ্কু ওই মহিলাকে দিয়ে দিত। রিঙ্কু মহিলাকে যখন ই বিয়ের কথা বলত ,সে না বলে দিত ,বলতো ২ বছর পর ভাববো। সে রিঙ্কুর ছেলেকে নানা ভাবে অত্যাচার করত ,সে কথা জানায় সৃঞ্জয় দিলীপ ঘোষ ও রিঙ্কুকে কিছুদিন আগেই। রিঙ্কু তারপর ওনাকে ফ্ল্যাটে ঢুকতে বারণ করে। তারপর ঐ মহিলা কোন উদ্দেশ্যে কাল ফ্ল্যাটে জোর করে ঢোকে?”

বুধবার সকালে এই পোষ্টের স্ক্রিনশট শেয়ার করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক লেখেন, “পুত্রশোকে কাতর রিঙ্কু মজুমদারকে আন্তরিক সমবেদনা জানাই। দিলীপ ঘোষকেও জানাই সমবেদনা। রাজনৈতিক মতপার্থক্য আলাদা। এটা এক পরিচিত হিসেবে মানবিক কর্তব্য। সৃঞ্জয়/প্রীতমের মৃত্যু কীভাবে, নানা সূত্রে খবর আসছে। তাতে আর যাই হোক দিলীপবাবু বা রিঙ্কুদেবীর কিছু করার ছিল না। কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিছু জানোয়ার যেভাবে এনিয়ে পুত্রহারা রিঙ্কুকে আক্রমণ করল, তাতে স্পষ্ট, হাতে আধুনিক ফোন থাকলেই সমাজের সবাই সভ্য হয় না। আমি আমার এই পোস্টের সঙ্গে ‘আমি ঝুমা’ প্রোফাইলের স্ক্রিনশট দিলাম। আমি সরাসরি এঁকে চিনি না। কিন্তু পোস্ট দেখে বুঝি ইনি দিলীপবাবু-রিঙ্কুর শুভানুধ্যায়ী, বিয়ে কিংবা গতকালের শ্মশান, সর্বত্র সঙ্গে থাকেন। তাঁর পোস্টে কিছু ইঙ্গিতবাহী ক্ষোভ আছে। সেই গুরুত্ব থেকে আমি এটি দিলাম।আবার বলছি, তরতাজা সুদর্শন ছেলেটির অকালমৃত্যু চরম দুর্ভাগ্যের। কিন্তু তার জন্য যারা রিঙ্কু এবং তাঁর বিয়ে নিয়ে সমাজমাধ্যমে অসভ্যতা করছে, সেগুলো ভরপুর জানোয়ার।”

কুণালের এই পোস্টের পর থেকে নতুন করে বাড়ছে জল্পনা। ‘আমি ঝুমা’ নামের প্রোফাইলে গিয়ে দেখা যায় à§§à§§ ঘণ্টা আগে সেখানে আরও একটি পোস্ট করা হয়েছে যেখানে ‘লিভ ইন থেকে সাবধান’ থাকার কথা উল্লেখ রয়েছে। এরপরই কৌতুহল, তাহলে কি দিলীপ ঘোষের স্ত্রীর প্রথম পক্ষের ছেলের ব্যক্তিগত সম্পর্কের জেরেই এই মর্মান্তিক পরিণতি। সৃঞ্জয় দাশগুপ্তের অস্বাভাবিক রহস্য মৃত্যুর তদন্ত করছে টেকনো সিটি থানার পুলিশ( Techno City Police)।

Related articles

ট্রাম্পের মধ্যস্থতা মেনে নেওয়া অপমানজনক: মত সৌগত রায়ের

আপাত সংঘর্ষ বিরতি ভারত-পাকিস্তানের মধ্যে। এই বিষয়ে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন তাঁর মধ্যস্থতায় এই বিরতি হয়েছে। এই...

তুর্কি বয়কটের ডাক RSS-এর, চিন-তুরস্কে দ্বিচারিতা ভারতের

ভারতীয় সেনার তরফে প্রেস বিবৃতিতে বড় করে তুলে ধরা হচ্ছে পাকিস্তানের শক্তির পিছনে চিন ও তুরস্কের ভূমিকা। একের...

সৃঞ্জয়ের বাড়িতে থাকা ল্যাপটপ নিতে মিথ্যে বলছেন বান্ধবী! কী বলছেন পারিবারিক বন্ধু ঝুমা

নেট মাধ্যমে বিস্ফোরক অভিযোগ। দিলীপ ঘোষের(Dilip Ghosh) স্ত্রী রিঙ্কু মজুমদারের(Rinku Majumder) প্রথম পক্ষের সন্তান সৃঞ্জয় দাশগুপ্ত(Srinjoy Dashgupta) ওরফে...

গাভাসকরের প্রস্তাব মেনে বাকি ম্যাচে হতে পারে চিয়ারলিডার ও ডিজে ছাড়া

সুনীল গাভাসকরের(Sunil Gavaskar) পরামর্শকে মান্যতা দিয়ে আইপিএলে(IPL) বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই(BCCI)। সূত্রের খবর অনুযায়ী আইপিএলের বাকি ম্যাচ...
Exit mobile version