Wednesday, November 5, 2025

হীরের আংটি দিয়ে জর্জিয়ানাকে বিয়ের প্রস্তাব রোনাল্ডোর

Date:

দীর্ঘ ৮ বছরের সম্পর্ক, অবশেষে বিয়ের বাঁধনে বাধা পড়ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। জর্জিয়ানা রডরিগেজকে (Georgia Rodriguez) বিয়ের প্রস্তাব দিলেন খোদ সিআরসেভেন (Cristiano Ronaldo)। দূর্মূল্য হীরের আংটি পরিয়েই জর্জিয়ানা রডরিগেজের সঙ্গে বাগদান সারলেন প্রাক্তন রিয়্যাল মাদ্রিদ তারকা। সেই আংটির মূল্য নিয়েই এখন চলছে জোর জল্পনা। তবে রোনাল্ডোর বিয়ে নিয়ে এখন থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছে হৈচৈ।

লিওনেল মেসির (Leonel Messi) বিয়ে হয়ে গিয়েছে। কিন্তু রোনাল্ডো (Cristiano Ronaldo) কবে বিয়ে করবেন। সেই নিয়েই সিআরসেভেন ভক্তদের মধ্যে কৌতূহল ছিল দীর্ঘদিন ধরে। রিয়্যাল মাদ্রিদে থাকাকালীনই রোনাল্ডোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন জর্জিয়ানা রডরিরেজ। সেই থেকেই একসঙ্গে পথ চলা শুরু দুজনের। কিন্তু তাদের বিয়ে কবে হবে, সেই জবাব দিচ্ছিল না তারা। এরই মাঝে জমজ সন্তানের জন্ম দিয়েছিলেন জর্জিয়ানা রডরিগেজ।

অবশেষে চার হাত এক হতে চলেছে এবার। এই মুহূর্তে পাঁচ সন্তানের বাবা সিআরসেভেন। ইউরোপিয়ান ক্লাব ফুটবল থেকেও অনেকটা দূরে চলে গিয়েছেন এই পর্তুগীজ কিংবদন্তী। তবে পর্তুগালের জার্সিতে এখনও পর্যন্ত নিজের খেলা চালিয়ে যাচ্ছেন। ২০২৬ সালের বিশ্বকাপেও খেলবেন বলছেন তিনি। কিন্তু শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। তবে এখন সকলে রোনাল্ডোর বিয়ে নিয়েই ব্যস্ত। তার থেকেও বেশি চমকের রোনাল্ডো তাঁর হবু স্ত্রীকে যে উপহার দিয়েছেন।

রোনাল্ডো যে হীরের আংটি উপহার দিয়েছেন জর্জিয়ানাকে তা নাকি ৩০ ক্যারেটেরও বেশি। ভারতীয় মূদ্রায় সেই আংটির দাম নাকি ৫০ লক্ষ মার্কিন ডলার। সেই দাম দেখে কার্যত চোখ কপালে উঠেছে সিআরসেভেন ভক্তদের।

তবে এই খবর কিন্তু রোনাল্ডো দেয়নি তাঁর ভক্তদের। দিয়েছেন রোনাল্ডোর বান্ধবী জর্জিয়ানা রডরিগেজ। সোশ্যাল মিডিয়ায় তাঁর আংটি পরা হাতের ছবি দিয়েছন জর্জিয়ানা। সেখানেই ঘোষণা করলেন রোনাল্ডোর সঙ্গে তাঁর বিয়ের কথা।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version