ইস্টবেঙ্গলে এলেন এডমন্ড লালরিনডিকা

Date:

Share post:

নতুন মরসুমের জন্য জোরকদমে দল গোছানো শুরু ইস্টবেঙ্গলের(Eastbengal)। বিদেশি ফুটবলারদের পাশাপাশি দেশীয় ফুটবলারদেরও নেওয়া শুরু রেছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। এবার ইন্টারকাশি থেকে এডমন্ড লালরিনডিকাকে(Edmund Lalrindika) দলে তুলে নিল ইস্টবেঙ্গল। জল্পনাটা অবশ্য ১৩ মে থেকেই শুরু হয়েছিল। বুধবার নিশ্চিত করে দিয়েছে খোদ ইন্টার কাশিই। আগামী মরসুমে লাল-হলুদ জার্সিতে খেলবেন মিজোরামের এই ফুটবলার। থংবোই সিংটোই(Thongboi Singto) যে তাঁকে নিয়ে আসছেন তা বলার অপেক্ষা রাখে না।

এবারের আইএসএলে(ISL) চূড়ান্ত ব্যর্থ হয়েছে ইস্টবেঙ্গল(Eastbengal)। বিদেশি ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে যেমন কথা উঠেছে। তেমনই দেশীয় ফুটবলারদের ব্যর্থতা নিয়েও বারবার প্রশ্ন উঠতে দেখা গিয়েছে। আগামী মরসুমের জন্য সম্পুর্ণ নতুনভাবে দল গড়তে চাইছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। থংবোই সিংটো আসার পর থেকেই সেই কাজ শুরু হয়ে গিয়েছে। বিদেশি ফুটবলার যেমন সই হচ্ছে, তেমন দেশীয় ফুটবলারদেরও দলে তুলে নিচ্ছে ইস্টবেঙ্গল।

উইঙ্গার পজিনে খেলেন এই এডমন্ড লালরিনডিকা(Edmund Lalrindika)। এর আগেও ইস্টবেঙ্গলের খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তবে সেটা আইলিগে খেলার সময় ইস্টবেঙ্গলে খেলেছিলেন তিনি। এবার লাল-হলুদ জার্সিতে আইএসএলের(ISL) মঞ্চে নামতে চলেছেন তিনি। ইন্টার কাশির হয়ে ৫২ ম্যাচে ১০ গোল রয়েছে লালরিনডিকার।

এছাড় ২০২৪ সালে ভারতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছিল লালরিনডিকার(Edmund Lalrindika)। তাঁর আক্রমণাত্মক ফুটবলই সকলের নজর কেড়েছিল। পাঁচ বছর পর ফের ইস্টবেঙ্গলে ফিরেছেন এডমন্ড লালরিনডিকা। ইস্টবেঙ্গলের হয়ে ফের একবার তিনি জ্বলে উঠতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে।

একইসঙ্গে আলি লিগের ক্লাব থেকে আরও ফুটবলারকে নিতে চলেছে ইস্টবেঙ্গল। শোনাযাচ্ছে শিলং লাজংয়ের হার্ডি নংব্রিকে নাকি নেওয়ার জন্য কথাবার্তা চালাচ্ছে লাল-হলুদ ব্রিগেড। সেন্ট্রাল মিডফিল্ড পজিশনেই খেলেন হার্ডি। তাঁর সঙ্গে অবশ্য চুক্তি এখনও পাকাপাকি কিছু হয়নি। তবে শোনাযাচ্ছে কথাবার্তা নাকি অনেকটাই এগিয়ে গিয়েছে।

spot_img

Related articles

বামা কালীর নাচে মুগ্ধ শাহরুখের কেকেআর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট নাইটদের

দীপাবলির আলো ঝলমলে উৎসবের মেজাজের শেষে প্রতিমা নিরঞ্জনেও উজ্জ্বল নদিয়ার শান্তিপুর (Shantipur, Nadia)। প্রতিবছরের মতো এবারও নৃত্যরত বামা...

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সহজ জয়, কোন অঙ্কে বিশ্বকাপের সেমিতে ভারত?

ভাইফোঁটার দিনেই মহিলাদের একদিনের বিশ্বকাপে(ICC Women World cup) সেমিফাইনালে স্থান নিশ্চিত করল ভারত। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডকে ৫৩...

সিরিজ হারের দিনেই বিরাট প্রশ্ন কোহলির ভবিষ্যৎ নিয়েও

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয়একদিনের ম্যাচে হারতে হয়েছে ভারতীয় দলকে(India Team)। সেই সঙ্গে সিরিজ হাতছাড়া হয়ে গিয়েছে। তবে দ্বিতীয় ম্যাচে...

ইস্টবেঙ্গলকে টিপ্পনি দেবাশিসের, ফেডারেশনকে তোপ সৃঞ্জয়ের

আইএফএ শিল্ড(IFA Shiled) জয়ের জন্য ভাইফোঁটার বিকেলে পতাকা উত্তোলন হল মোহনবাগান ক্লাবে (Mohunbagan) । পতাকা উত্তোলন করলেন ক্লাবের...