Thursday, December 25, 2025

ইস্টবেঙ্গলে এলেন এডমন্ড লালরিনডিকা

Date:

Share post:

নতুন মরসুমের জন্য জোরকদমে দল গোছানো শুরু ইস্টবেঙ্গলের(Eastbengal)। বিদেশি ফুটবলারদের পাশাপাশি দেশীয় ফুটবলারদেরও নেওয়া শুরু রেছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। এবার ইন্টারকাশি থেকে এডমন্ড লালরিনডিকাকে(Edmund Lalrindika) দলে তুলে নিল ইস্টবেঙ্গল। জল্পনাটা অবশ্য ১৩ মে থেকেই শুরু হয়েছিল। বুধবার নিশ্চিত করে দিয়েছে খোদ ইন্টার কাশিই। আগামী মরসুমে লাল-হলুদ জার্সিতে খেলবেন মিজোরামের এই ফুটবলার। থংবোই সিংটোই(Thongboi Singto) যে তাঁকে নিয়ে আসছেন তা বলার অপেক্ষা রাখে না।

এবারের আইএসএলে(ISL) চূড়ান্ত ব্যর্থ হয়েছে ইস্টবেঙ্গল(Eastbengal)। বিদেশি ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে যেমন কথা উঠেছে। তেমনই দেশীয় ফুটবলারদের ব্যর্থতা নিয়েও বারবার প্রশ্ন উঠতে দেখা গিয়েছে। আগামী মরসুমের জন্য সম্পুর্ণ নতুনভাবে দল গড়তে চাইছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। থংবোই সিংটো আসার পর থেকেই সেই কাজ শুরু হয়ে গিয়েছে। বিদেশি ফুটবলার যেমন সই হচ্ছে, তেমন দেশীয় ফুটবলারদেরও দলে তুলে নিচ্ছে ইস্টবেঙ্গল।

উইঙ্গার পজিনে খেলেন এই এডমন্ড লালরিনডিকা(Edmund Lalrindika)। এর আগেও ইস্টবেঙ্গলের খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তবে সেটা আইলিগে খেলার সময় ইস্টবেঙ্গলে খেলেছিলেন তিনি। এবার লাল-হলুদ জার্সিতে আইএসএলের(ISL) মঞ্চে নামতে চলেছেন তিনি। ইন্টার কাশির হয়ে ৫২ ম্যাচে ১০ গোল রয়েছে লালরিনডিকার।

এছাড় ২০২৪ সালে ভারতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছিল লালরিনডিকার(Edmund Lalrindika)। তাঁর আক্রমণাত্মক ফুটবলই সকলের নজর কেড়েছিল। পাঁচ বছর পর ফের ইস্টবেঙ্গলে ফিরেছেন এডমন্ড লালরিনডিকা। ইস্টবেঙ্গলের হয়ে ফের একবার তিনি জ্বলে উঠতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে।

একইসঙ্গে আলি লিগের ক্লাব থেকে আরও ফুটবলারকে নিতে চলেছে ইস্টবেঙ্গল। শোনাযাচ্ছে শিলং লাজংয়ের হার্ডি নংব্রিকে নাকি নেওয়ার জন্য কথাবার্তা চালাচ্ছে লাল-হলুদ ব্রিগেড। সেন্ট্রাল মিডফিল্ড পজিশনেই খেলেন হার্ডি। তাঁর সঙ্গে অবশ্য চুক্তি এখনও পাকাপাকি কিছু হয়নি। তবে শোনাযাচ্ছে কথাবার্তা নাকি অনেকটাই এগিয়ে গিয়েছে।

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...