Thursday, May 15, 2025

বিজেপির উত্তরপ্রদেশে কেন্দ্রীয় লগ্নি, জেওয়ারে সেমিকন্ডাক্টর ইউনিট ঘোষণা

Date:

প্রথম পাঁচটি সেমিকন্ডাক্টর ইউনিটে কেন্দ্রের বিজেপি সরকার যে লগ্নি করেছে তা বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যগুলিতেই হয়েছে। ষষ্ঠ সেমিকন্ডাক্টর ইউনিট (semiconductor unit) ভারত সরকারের পক্ষ থেকে নির্মাণের ঘোষণা করা হল বুধবার। সেখানে দেখা গেল, নতুন ইউনিটটিও উদ্বোধন হবে উত্তরপ্রদেশের জেওয়ারে (Jewar)। বুধবার এই ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)।

কেন্দ্রীয় বাজেটে সব রাজ্য ছেড়ে ভোটমুখি বিহারে মাখনা শিল্পে ব্যাপক লগ্নির ঘোষণা করে নির্লজ্জতার সব মাত্রা ছাড়িয়েছিল মোদির সরকার। তবে দেশে বৈদেশিক লগ্নি টানতে ব্যর্থ মোদি সরকার, এটুকু বুঝতে সক্ষম হয়েছে যে নতুন প্রজন্মের উন্নতিতে ও দেশের অর্থনীতিকে সচল রাখতে সেমিকন্ডাক্টর ইউনিট (semiconductor unit) তৈরির মধ্যে দিয়ে এগোনো প্রয়োজন। তাতে প্রযুক্তি ক্ষেত্রে দেশকে স্বাবলম্বী করা সম্ভব হবে।

সেই উদ্দেশ্যে আগেই মোদির নিজের রাজ্য গুজরাট ও বিজেপি শাসিত অসমে পাঁচটি সেমিকন্ডাক্টর ইউনিটের ঘোষণা করেছিল কেন্দ্রের বিজেপি সরকার। এবার ষষ্ঠ ইউনিট এইচসিএল (HCL) ও ফক্সকনের (Foxconn) সহযোগিতায় তৈরির কথা ঘোষণা করা হল। উত্তরপ্রদেশের জেওয়ারে এই ইউনিটে মূলত মোবাইল, ল্যাপটক, কম্পিউটারের জন্য ডিসপ্লে ড্রাইভার চিপ (display driver chip) তৈরি সম্ভব হবে বলে জানানো হয়। ভারতীয় সংস্থা এইচসিএল সেখানে গাঁটছড়া বাঁধছে আন্তর্জাতিক সংস্থা ফক্সকনের সঙ্গে।

তবে কর্মসংস্থানের দিক থেকে যে খুব বেশি লাভবান হবে যুবসম্প্রদায় এই ইউনিট থেকে, এমনটা প্রকাশ করেননি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই ইউনিটে প্রতিদিন ২০ হাজার ওয়েফার তৈরি সম্ভব হবে। তবে কর্মসংস্থান ২ হাজারের কাছাকাছি হবে বলে জানানো হয়।

Related articles

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...
Exit mobile version