Saturday, August 23, 2025

বিজেপির উত্তরপ্রদেশে কেন্দ্রীয় লগ্নি, জেওয়ারে সেমিকন্ডাক্টর ইউনিট ঘোষণা

Date:

প্রথম পাঁচটি সেমিকন্ডাক্টর ইউনিটে কেন্দ্রের বিজেপি সরকার যে লগ্নি করেছে তা বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যগুলিতেই হয়েছে। ষষ্ঠ সেমিকন্ডাক্টর ইউনিট (semiconductor unit) ভারত সরকারের পক্ষ থেকে নির্মাণের ঘোষণা করা হল বুধবার। সেখানে দেখা গেল, নতুন ইউনিটটিও উদ্বোধন হবে উত্তরপ্রদেশের জেওয়ারে (Jewar)। বুধবার এই ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)।

কেন্দ্রীয় বাজেটে সব রাজ্য ছেড়ে ভোটমুখি বিহারে মাখনা শিল্পে ব্যাপক লগ্নির ঘোষণা করে নির্লজ্জতার সব মাত্রা ছাড়িয়েছিল মোদির সরকার। তবে দেশে বৈদেশিক লগ্নি টানতে ব্যর্থ মোদি সরকার, এটুকু বুঝতে সক্ষম হয়েছে যে নতুন প্রজন্মের উন্নতিতে ও দেশের অর্থনীতিকে সচল রাখতে সেমিকন্ডাক্টর ইউনিট (semiconductor unit) তৈরির মধ্যে দিয়ে এগোনো প্রয়োজন। তাতে প্রযুক্তি ক্ষেত্রে দেশকে স্বাবলম্বী করা সম্ভব হবে।

সেই উদ্দেশ্যে আগেই মোদির নিজের রাজ্য গুজরাট ও বিজেপি শাসিত অসমে পাঁচটি সেমিকন্ডাক্টর ইউনিটের ঘোষণা করেছিল কেন্দ্রের বিজেপি সরকার। এবার ষষ্ঠ ইউনিট এইচসিএল (HCL) ও ফক্সকনের (Foxconn) সহযোগিতায় তৈরির কথা ঘোষণা করা হল। উত্তরপ্রদেশের জেওয়ারে এই ইউনিটে মূলত মোবাইল, ল্যাপটক, কম্পিউটারের জন্য ডিসপ্লে ড্রাইভার চিপ (display driver chip) তৈরি সম্ভব হবে বলে জানানো হয়। ভারতীয় সংস্থা এইচসিএল সেখানে গাঁটছড়া বাঁধছে আন্তর্জাতিক সংস্থা ফক্সকনের সঙ্গে।

তবে কর্মসংস্থানের দিক থেকে যে খুব বেশি লাভবান হবে যুবসম্প্রদায় এই ইউনিট থেকে, এমনটা প্রকাশ করেননি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই ইউনিটে প্রতিদিন ২০ হাজার ওয়েফার তৈরি সম্ভব হবে। তবে কর্মসংস্থান ২ হাজারের কাছাকাছি হবে বলে জানানো হয়।

Related articles

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...

বাংলা ভাষার অপমান মানব না, সরব গর্বিত বাঙালি ঋতুপর্ণা

বিজেপি রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, ক্রমাগত বাংলা ভাষার অপমানে গর্জে উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা ও বাঙালির...
Exit mobile version