Thursday, May 15, 2025

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

Date:

Share post:

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন করল অ্যাক্রোপলিস মল। সপ্তাহব্যাপী উদ্‌যাপনের চূড়ান্ত পর্বে আজ এক বর্ণময় অনুষ্ঠানের সাক্ষী রইল শহরবাসী। উপস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেত্রী মমতা শংকর এবং তাঁর পুত্র কণ্ঠশিল্পী, সুরকার ও অভিনেতা রতুল শংকর। তাঁদের পাশাপাশি অনুষ্ঠানে যোগ দেন জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় ও তাঁর কন্যা।

মল কর্তৃপক্ষ আয়োজন করেছিল এক অনলাইন প্রতিযোগিতার, যেখানে সন্তানেরা মায়ের সঙ্গে সেলফি পাঠিয়ে জানিয়েছেন—”আমার মা কেন সেরা?” প্রতিযোগিতায় সেরা তিন বিজয়ী হন জয়ন্তী মিত্র, ইশিতা দাস এবং মোহিনী দাস।

পাশাপাশি এক বিশেষ প্রতিভা প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যেখানে মা-মেয়ে জুটি—শ্রেয়া চ্যাটার্জি/অর্ষিয়া চ্যাটার্জি, কাহিনী ভট্টাচার্য/মৃত্তিকা ত্রিবেদী, নন্দিতা মুখোপাধ্যায়/শানয়া মুখোপাধ্যায়, মৈত্রি প্রামাণিক/সাঁঝবাতি প্রামাণিক, দেবজানী চক্রবর্তী/অদ্রিজা জানা, সুরূপা মণ্ডল অধিকারী/শ্রীদত্তা মণ্ডল, নিভেদিতা শাহ/আহ্যা শাহ এবং টুকটুকি দত্ত/সূত্রিণা দত্ত সঙ্গীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে মাতৃত্বের বন্ধনকে রঙিন করে তোলেন।

আনুষ্ঠানিকভাবে সেরা তিন মা ও তাঁদের সন্তানদের হাতে পুরস্কার তুলে দেন মমতা শংকর ও রতুল শংকর। কনীনিকা বন্দ্যোপাধ্যায়ও মা-সন্তান জুটিদের বিশেষভাবে সম্মানিত করেন। আয়োজন ছিল আরও আকর্ষণীয় — মা-সন্তানদের জন্য রোমাঞ্চকর খেলা ও মজার প্রশ্নোত্তর পর্ব। সবশেষে কেক কেটে পালিত হয় মাতৃ দিবস এবং অনুষ্ঠিত হয় এক সুরেলা সান্ধ্যসংগীতের আসর।

মার্লিন গ্রুপের কর্পোরেট জেনারেল ম্যানেজার (হসপিটালিটি ও মল), শুভদীপ বসু বলেন, “মায়েরা স্বাভাবিকভাবেই অন্তর্দৃষ্টিসম্পন্ন। আমরা কিছু বলার আগেই তিনি বুঝে ফেলেন আমাদের মনের কথা। সেই মায়ের জাদুকে সম্মান জানাতেই আমাদের এই উদ্যোগ। আকропলিস মলে মাতৃ দিবস উপলক্ষে ৯ থেকে ১১ মে পর্যন্ত বিশেষ কেনাকাটার ছাড়ও দেওয়া হয়। এই উৎসবে যেভাবে অংশ নিয়েছেন মা ও সন্তানরা, তা আমাদের সত্যিই আনন্দ দিয়েছে। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই মমতা শংকর, রতুল শংকর ও কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের প্রতি।” অ্যাক্রোপলিস মল মাতৃত্বের মর্যাদা ও ভালবাসাকে নতুন রঙে রাঙিয়ে তুলল এই দিনটিকে।

আরও পড়ুন – চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...

জামিন মেলেনি সুপ্রিম কোর্টে! এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন পার্থ

নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে জামিন না মেলায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন পার্থ চট্টোপাধ্যায়। আগামী ১৯ মে বিচারপতি...