Friday, November 14, 2025

জামিন মেলেনি সুপ্রিম কোর্টে! এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন পার্থ

Date:

Share post:

নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে জামিন না মেলায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন পার্থ চট্টোপাধ্যায়। আগামী ১৯ মে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে তাঁর জামিনের আবেদন নিয়ে শুনানি হতে পারে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

২০২২ সালের জুলাই মাসের শেষে নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পরে সিবিআই-এর একাধিক মামলায়ও গ্রেফতার করা হয় তাঁকে। ইডির মামলায় তিনি ইতিমধ্যেই শীর্ষ আদালত থেকে জামিন পেলেও, সিবিআইয়ের মামলাগুলিতে এখনও তাঁকে হাজতে থাকতে হচ্ছে।

সুপ্রিম কোর্টে জামিনের আবেদন শুনানি হয় বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি এনকে সিংয়ের বেঞ্চে। শীর্ষ আদালত রাজ্য সরকারকে নির্দেশ দেয়, আগামী দুই সপ্তাহের মধ্যে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ-সহ অন্যান্য গ্রেফতার সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর অনুমোদন দিতে হবে। অভিযুক্তদের মধ্যে একাধিক উচ্চপদস্থ শিক্ষাকর্তাও রয়েছেন—যেমন ডঃ সুবীরেশ ভট্টাচার্য, অশোক কুমার সাহা, ডঃ কল্যাণময় গঙ্গোপাধ্যায়, ডঃ শান্তি প্রসাদ সিনহা প্রমুখ। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীদের দাবি, তাঁর বিরুদ্ধে বিচারপর্ব শুরু করার অনুমতি দেওয়া হলেও, অন্য আধিকারিকদের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি রাজ্য, ফলে বারবার পিছিয়ে যাচ্ছে জামিন শুনানি।

প্রসঙ্গত, গত বছরের ২৫ নভেম্বর পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের জামিন মঞ্জুর করেছিল ইডির বিশেষ আদালত। তবে পার্থ চট্টোপাধ্যায়ের জন্য এখনো খুলছে না মুক্তির দরজা। আগামী ১৭ জুলাই এই বিষয়ে পরবর্তী শুনানি হবে সুপ্রিম কোর্টে। তার আগেই কলকাতা হাইকোর্টে নতুন করে জামিনের আবেদন জানালেন পার্থ।

আরও পড়ুন – ধান সংগ্রহে স্বচ্ছতা আনতে তিনস্তরের মনিটরিং কমিটি পুনর্গঠনের নির্দেশ রাজ্যের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...