Tuesday, November 4, 2025

যুবসমাজের মধ্যে নেশার কী প্রভাব প্রীতমের মৃত্যু তার নমুনা: আক্ষেপ দিলীপের

Date:

স্ত্রী রিঙ্কু মজুমদারের প্রথমপক্ষের ছেলে সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতমের মৃত্যুতে শোকাহত বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মঙ্গলবার, প্রীতমের মৃত্যু পরে তিনি বলেন, “পুত্র-সুখ পাইনি, পুত্র-শোক পেলাম।“ বুধবার সকালে প্রীতমের মৃত্যুর বিষয় নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন দিলীপ। তাঁর কথায়, বর্তমান যুবসমাজের উপর নেশার যে কী প্রভাব- এটা তাঁর উদাহরণ। প্রীতমের মৃত্যু একটা শিক্ষা বলে মত বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির।

দিলীপের সঙ্গে বিয়ের ২৫ দিনের মাথায় মৃত্যু হয় রিঙ্কুর প্রথমপক্ষের ছেলে প্রতীমের। বিয়েতে উপস্থিত না থাকলেও দিলীপের সঙ্গে তাঁর সুসম্পর্কের কথা শোনা যায়। একসঙ্গে ইডেনে খেলাও দেখতে যান তাঁরা। মঙ্গলবার রহস্যমৃত্যুর পরেই শোনা যায়, মাদক সেবন করতেন প্রীতম। একাধিক জটিল শারীরিক সমস্যা ছিল তাঁর। এদিন সৎছেলের মৃত্যু নিয়ে বলতে গিয়ে দিলীপ (Dilip Ghosh) জানান, আগে থেকেই মাদক আসক্ত ছিলেন প্রীতম। তাঁর কাউন্সেলিং চলছিল। অফিসেও চিকিৎসক ছিল। এর পরেই বিস্ফোরক দিলীপ বলেন, “আজকের যুবসমাজের মধ্যে নেশার যে কি প্রভাব, তার এটা একটা নমুনা।”

প্রীতমের একাকিত্বের তত্ত্ব উড়িয়ে দিয়ে দিলীপ বলেন, একা থাকতেন না, বন্ধু-বান্ধবের সঙ্গে থাকতেন তিনি। তাঁর মা-ও (রিঙ্কু) গিয়ে থাকতেন। কী থেকে যে কী হয়ে গেল!
আরও খবরবান্ধবীর ব্ল্যাকমেলেই কি মৃত্যু প্রীতমের! পোস্ট ঘিরে তুমুল শোরগোল, রিঙ্কুকে আক্রমণের প্রতিবাদ কুণালের

দিলীপের কথায়, “আমাদের সবার কাছে এটা একটা বড় শিক্ষা। আমাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, কী করছে তা দেখতে হবে। লেখাপড়া শিখিয়ে দিলেই আর দায়িত্ব শেষ হয় না। বিপদ থেকেই যায়।“ প্রসঙ্গত, হাতেগোনা কয়েকমাসের সম্পর্ক। তাতেই সৃঞ্জয় খুব কাছের হয়ে গিয়েছিল বিজেপি নেতার। একসঙ্গে খেলা দেখতে গিয়েছিলেন তাঁরা।”

Related articles

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...

এসআইআর মামলায় দ্রুত শুনানির আর্জি ফেরাল হাই কোর্ট 

ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন মঙ্গলবারও খারিজ করল...
Exit mobile version