Wednesday, August 20, 2025

মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে টেস্ট থেকে অবসর নিয়েছেম বিরাট কোহলি(Virat Kohli) ও রোহিত শর্মা(Rohit Sharma)। তাদের সিদ্ধান্ত নিয়ে এই মুহূর্তে কার্যত হৈচৈ পড়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট মহলে। বিশেষ করে বিরাট কোহলি কেন এমনভাবে অবসর নিলেন তা নিয়েই চলছে নানান হিসাব নিকাশ। এসবের মাঝেই বিরাট ও রোহিত শর্মাকে নিয়ে বড় সিদ্ধান্তের পথে বিসিসিআই(BCCI)। টেস্ট এবং টি টোয়েন্টি থেকে সরে গেলেও বোর্ডের বার্ষিক চুক্তিতে গ্রেড-এ+(A+) ক্যাটাগরিতেই থাকছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি।

সামনেই রয়েছে ইংল্যান্ড সিরিজ। কিন্তু তার আগেই সকলকে চমকে দিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। টেস্ট ফর্ম্যাট থেকে সরিয়ে নিয়েছেন নিজেকে। বোর্ড বিরাটকে শেষপর্যন্ত বোঝানোর চেষ্টা করলেও শেষরক্ষা করতে পারেনি। নিজের সিদ্ধান্তেই অনড় ছিলেন বিরাট কোহলি(Virat Kohli)। এখন শুধুমাত্র ওডিআই ফর্ম্যাটেই দেখা যাবে দুই তারকা ক্রিকেটারকে।

কিন্তু তাদের জন্যই কার্যত নিয়মের বিপরীতে হাঁটতে চলেছে বিসিসিআই(BCCI)। বার্ষিক চুক্তির গ্রেড-এ+ ক্যাটাগরিতেই বিরাট কোহলি ও রোহিত শর্মাকে রাখছে বিসিসিআই। দুই ফর্ম্যাট থেকে সরে যাওয়ার পর এমন দুজনের জন্য নিজেদের পলিসিও বদলে ফেলতে চলেছে বোর্ড। ভারতীয় ক্রিকেটের জন্য সন্প্রতি রোহিত এবং বিরাট কোহলির অবদান অনস্বীকার্য। সদ্য রোহিত শর্মার নেতৃত্বেই চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল।
কিন্তু বোর্ডের নিয়ম অনুযায়ী একমাত্র যে ক্রিকেটার তিন ফর্ম্যাটে খেলবেন সেই সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকবেন।

টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরই সেই ফর্ম্যাটকে বিদায় জানিয়েছিলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের(WTC) নতুন সাইকেল শুরু হওয়ার আগেই টেস্ট থেকেও সরে গেলেন তারা। তবুও এ প্লাস ক্যাটাগরিতেই থাকছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। বোর্ড সূত্রে এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে এমনটাই জানানো হয়েছে।

এই মুহূর্তে রোহিত শর্মা এবং বিরাট কোহলিদের সঙ্গে এ+ ক্যাটাগরিতে রয়েছেন রবীন্দ্র জাদেজা ও জসপ্রীত বুমরাহ।

Related articles

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...
Exit mobile version