Wednesday, August 20, 2025

চিন্নাস্বামীতে কোহলিকে ফেয়ারওয়েলের উদ্যোগ বিরাট ভক্তদের

Date:

টেস্টকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। সাদা জার্সিতে আর তাঁকে মাঠে দেখতে পারবেন না বিরাট ভক্তরা। একটা ফেয়ারওয়েল ম্যাচ করারও সুযোগ দেননি বিরাট কোহলি। কিন্তু বিরাট ভক্তদের বিষন্নতা কাটছে না। প্রিয় ক্রিকেটাররে সাদা জার্সিতে আর মাঠে দেখা যাবে না। তাঁকে ফেয়ারওয়েল দিতেই এবার ভক্তদের বিশেষ ভাবনা। আইপিএলে(IPL) চিন্নাস্বামী স্টেডিয়ামে(Chinnaswamy Stadium) বিরাটের টেস্ট জার্সি পরেই খেলা দেখার উদ্যোগ তাঁর সমর্থকদের।

এই সপ্তাহের শুরুতেই টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। সোশ্যাল মিডিয়াতে আবাগতাড়িত বার্তা দিয়েই টেস্টকে বিদায় জানিয়েছিলেন এই কিংবদন্তী ক্রিকেটার। তাঁকে ফেয়ারওয়েল দেওয়ার উদ্যোগ নেওয়া শুরু বিরাট ভক্তদের। টেস্ট জার্সিতে তাঁকে আর দেখা যাবে না। সেই কারণে বিরাটকে ফেয়ারওয়েল দিতে এবার তাঁর ১৮ নম্বর জার্সি পরেই গ্যালারীতে থাকতে চলেছেন অসংখ্য সমর্থকরা।

আগামী ১৭ মে থেকে শুরু হচ্ছে আইপিএল। বদলে গিয়েছে সূচী। সেই সূচী অনুযায়ী প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) বিরুদ্ধে চিন্নাস্বামী স্টেডিয়ামে নামতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। সেই ম্যাচেই বিরাট কোহলিকে ফেয়ারওয়েল দিতে চলেছেন বিরাট ভক্তরা। বিরাটের টেস্ট জার্সি পর মাঠে থাকতে পারেন অসংখ্য সমর্থক। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে বিরাট ভক্তরা সকলকে সাহায্য করার আবেদনব জানাতে শুরু করে দিয়েছেন।

অবসর নেওয়ার পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েই প্রথমবার মাঠে নামতে চলেছেন বিরাট কোহলি(Virat Kohli)। সেই ম্যাচ ঘিরে যে এই মুহূর্তে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে তা বলার অপেক্ষা রাখে না। এখন শুধুই বিরাট কোহলিকে মাঠে দেখার অপেক্ষায় তাঁর ভক্তরা।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version