প্রয়াত তৃণমূল(TMC) বিধায়ক(MLA) তাপস সাহা(Tapash Saha)। বৃহস্পতিবার, বিধানসভায় প্রয়াত বিধায়ককে শ্রদ্ধা জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee), তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee), মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম(Firhad Hakim), নির্মল মাজি, সাংসদ মহুয়া মৈত্র-সহ অন্যান্যরা।

ঘুমের মধ্যে ব্রেন স্ট্রোক আক্রান্ত হয়েছিলেন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা(Tapas Saha)। ব্রেন ডেথ হয়েছিল তাঁর। তাপস সাহার প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া। ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক ছিলেন তাপস সাহা। ২০২১ সালে তেহট্ট থেকে নির্বাচিত হন তিনি। এরপর শিক্ষক নিয়োগ মামলায় নাম জড়ানোয় তাঁর বাড়িতে সিবিআই হানা দেয়। বেশ কয়েক মাস ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তাপস। মাসখানেক আগে বেঙ্গালুরুতেও গিয়েছিলেন চিকিৎসার জন্য। এরপর আচমকাই বুধবার বাড়িতেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়।

এদিন বিধানসভায় তাপস সাহার দেহ নিয়ে আসা হলে শ্রদ্ধা জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, নির্মল মাজি(Nirmal Maji), সাংসদ মহুয়া মৈত্র(Mahua Maitra)-সহ অন্যান্যরা। তাপস সাহাকে(Tapas Saha) শেষ শ্রদ্ধা জানান হাজির হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। স্পিকারের ঘরে ঘরে বসে বেশ কিছুক্ষণ কথাও বলেন তিনি।

–

–
–

–

–

–

–


–

–

–

–

–