Wednesday, August 20, 2025

কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছে নিরাপত্তা বাহিনীর। এদিকে মনিপুরের মায়ানমার সীমান্ত লাগোয়া চান্দেল জেলায় অভিযান চালিয়ে ১০ জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা (Indian Army)।বুধবার মণিপুরের চান্দেলে অভিযান চালায় অসম রাইফেলসের সদস্যেরা। মায়ানমার সীমান্তে জঙ্গিদের সঙ্গে চলে গুলির লড়াই। এলাকা ঘিরে ফেলতেই গুলি চালায় জঙ্গিরা। পাল্টা গুলি চালিয়ে ১০ জঙ্গিকে নিকেশ করে ভারতীয় জওয়ানরা। জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রও। চেনার পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও অভিযান অব্যাহত রয়েছে।

অসম রাইফেলসের পূর্বাঞ্চলীয় কমান্ডের তরফে সোশাল মিডিয়া পোস্টে জঙ্গি দমন অভিযানের কথা উল্লেখ করে বলা হয়েছে, ১৪ মে বুধবার মনিপুরের আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া চান্দেল জেলার নিউ সামতাল গ্রামে অভিযানে নামে অসম রাইফেলসের স্পিয়ার কর্পসের সদস্যেরা। এনকাউন্টারে ১০ জঙ্গিকে নিকেশ করা হয়েছে।অন্যদিকে কাশ্মীরের অবন্তীপুরায় জঙ্গল ঘিরে তল্লাশি অভিযান চলছে। সেখানে এনকাউন্টারে দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছে। এখনও তিনজন লুকিয়ে রয়েছে বলে, জানানো হয়েছে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে।পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের হত্যাকাণ্ডের পর থেকেই জঙ্গি দমনে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে কেন্দ্র। সেইমতো নিয়মিত অভিযান চালানো হচ্ছে জঙ্গিদের তল্লাশিতে।৮ মে থেকে দেশের অন্যান্য অংশের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলেও জঙ্গিদমন অভিযান শুরু হয়। গত সপ্তাহে মনিপুর থেকে গ্রেফতার করা হয় ১৩ জন জঙ্গিকে।

Related articles

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version