Sunday, November 9, 2025

রাবাডার আসা নিয়ে স্বস্তি, সিদ্ধান্ত বদল দক্ষিণ আফ্রিকার

Date:

বিসিসিআইয়ের(BCCI) চাপে সিদ্ধান্ত বদল দক্ষিণ আফ্রিকা(South Africa) ক্রিকেট বোর্ডের! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে হঠাত্ই নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে দক্ষিণ আফ্রিকা। আর তাতেই কাগিসো রাবাডাদের(Kagiso Rabada) আইপিএলে আসার সমস্যাও কার্যত মিটে গিয়েছে। প্রস্তুতির জন্য যে তারিখ তারা ঘোষণা করেছিল, সেই সিদ্ধান্তই বদলে ফেলল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। ২৬ মে নয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি প্রোটিয়া শিবির শুরু করবে আগামী ৩ জুন থেকে। এরপরই জল্পনা তুঙ্গে।

এক সপ্তাহ স্থগিত থাকার পর অবশেষে আগামী ১৭ মে থেকে শুরু হতে চলেছে আইপিএলের(IPL) পরবর্তী ম্যাচ গুলো। সেখানেই বদলে গিয়েছে এবারের ফাইনালের দিনও। দিন বদলে এবার আইপিএলের ফাইনাল হবে আগামী ৩ জুন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডও তাদের দিন বদলে এই তিন তারিখ থেকেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রস্তুতি রেখেছে। আর তাতেই রাবাডাদের(Kagiso Rabada) নিয়ে সমস্যাও কার্যত মিটে গিয়েছে।

আইপিএল স্থগিত হওয়ার পরই দেশে ফিরে গিয়েছিলেন প্রতিটি ফ্র্যাঞ্চাইজিদের বিদেশি ক্রিকেটাররা। এরপরই শুরু হয়েছিল নতুন জল্পনা। সংঘর্ষ বিরতি ঘোষণা হওয়ার পরই আইপিএলের দিন ঘোষণা করেছিল বোর্ড। এরপরই প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিদের তাদের ক্রিকেটারদের ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছিল বোর্ডের তরফে। সেই সময় থেকেই শুরু হয়েছিল সমস্যাটা।

অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের আসা নিয়েই সমস্যা দেখা দিয়েছিল। শোনা গিয়েছিল বেশিরভাগ অজি এবং প্রোটিয়া ক্রিকেটাররা নাকি আসতে চাইছেন না। এরপরই দ্কষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের ঘোষণা যে তাদের দেশের ক্রিকেটারদের নাকি ফিরতে হবে আগামী ২৬ মে-র মধ্যে। কারণঁ সেই সময় থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি শুরু হবে।

তখনই রাবাডাদের আসা নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। তবে দক্ষিণ আফ্রিকা সেই সিদ্ধান্ত বদলে ফেলেছে। এবার ক্রিকেটারদের আগামী ৩ জুন যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version