কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছে নিরাপত্তা বাহিনীর। এদিকে মনিপুরের মায়ানমার সীমান্ত লাগোয়া চান্দেল জেলায় অভিযান চালিয়ে ১০ জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা (Indian Army)।বুধবার মণিপুরের চান্দেলে অভিযান চালায় অসম রাইফেলসের সদস্যেরা। মায়ানমার সীমান্তে জঙ্গিদের সঙ্গে চলে গুলির লড়াই। এলাকা ঘিরে ফেলতেই গুলি চালায় জঙ্গিরা। পাল্টা গুলি চালিয়ে ১০ জঙ্গিকে নিকেশ করে ভারতীয় জওয়ানরা। জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রও। চেনার পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও অভিযান অব্যাহত রয়েছে।
অসম রাইফেলসের পূর্বাঞ্চলীয় কমান্ডের তরফে সোশাল মিডিয়া পোস্টে জঙ্গি দমন অভিযানের কথা উল্লেখ করে বলা হয়েছে, ১৪ মে বুধবার মনিপুরের আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া চান্দেল জেলার নিউ সামতাল গ্রামে অভিযানে নামে অসম রাইফেলসের স্পিয়ার কর্পসের সদস্যেরা। এনকাউন্টারে ১০ জঙ্গিকে নিকেশ করা হয়েছে।অন্যদিকে কাশ্মীরের অবন্তীপুরায় জঙ্গল ঘিরে তল্লাশি অভিযান চলছে। সেখানে এনকাউন্টারে দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছে। এখনও তিনজন লুকিয়ে রয়েছে বলে, জানানো হয়েছে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে।পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের হত্যাকাণ্ডের পর থেকেই জঙ্গি দমনে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে কেন্দ্র। সেইমতো নিয়মিত অভিযান চালানো হচ্ছে জঙ্গিদের তল্লাশিতে।৮ মে থেকে দেশের অন্যান্য অংশের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলেও জঙ্গিদমন অভিযান শুরু হয়। গত সপ্তাহে মনিপুর থেকে গ্রেফতার করা হয় ১৩ জন জঙ্গিকে।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–