অপারেশন সিন্দুরে ভারতের হাতে মার খাওয়ায় পর গৃহযুদ্ধে বেসামাল পাকিস্তান। বালুচ-বিদ্রোহী নেতারা এবার সরাসরি স্বাধীন বালুচিস্তান (Balochistan) ঘোষণা করে দিল। বালুচ নেতার দাবি, পাকিস্তান শাসন অতীত, বালুচিস্তান এখন স্বাধীন।

তবে কি পাকিস্তান ভেঙে দু’টুকরো হয়ে গেল? বালুচ বিদ্রোহের অন্যতম নেতা মীর ইয়ার বালুচ এক্স পোস্টে লেখেন, কয়েক দশক ধরে পাকিস্তান এই অঞ্চলে অত্যাচার চালাচ্ছে। সেই অপশাসন থেকে মুক্ত হল বালুচিস্তান। দিনের পর দিন এখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। পাকিস্তান রক্তচক্ষু দেখিয়েছে। এবার পাকিস্তানের চোখে চোখ রেখে বালুচিস্তানের (Balochistan) মানুষ স্বাধীনতা ছিনিয়ে নিল। এই স্বাধীনতা ঘোষণাকে মীর বালুচ সাধারণ মানুষের রায় বলে আখ্যায়িত করেছেন। তার এই বার্তার পরই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ‘স্বাধীন বালুচিস্তান’।

আরও পড়ুন-জঙ্গিদের শহিদের মর্যাদার পর এবার ক্ষতিপূরণ! মসুদকে ১৪ কোটি, এরপরেও IMF-এর অর্থ সাহায্য

শুধু স্বাধীন বালুচিস্তান ঘোষণা করেই ক্ষান্ত থাকেননি বালুচ বিদ্রোহের নেতা। এক্স হ্যান্ডেলে তিনি ভারতের প্রতি বন্ধুত্বের বার্তাও দিয়েছেন। মীর ইয়ার বালুচ এক্সে লিখেছেন, শীঘ্রই পতন হবে সন্ত্রাসী রাষ্ট্র পাকিস্তানের। আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে শীঘ্রই। আপাতত আমরা আমাদের স্বাধীনতার দাবি জানাচ্ছি। ভারতকে অনুরোধ, বালুচিস্তানে তারা যেন সরকারি অফিস খোলে এবং আমাদেরও দিল্লিতে দূতাবাস খোলার অনুমতি দেওয়া হয়। রাষ্ট্রসঙ্ঘের কাছেও স্বাধীন বালুচিস্তানের স্বীকৃতি ও আলোচনা সভার দাবি করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভারত ও বালুচিস্তানের বন্ধুত্বের বার্তার পোস্টারও তাদের হাতে দেখা গিয়েছে। মীর ইয়ার বালুচ এই মর্মে লিখেছেন, গণতান্ত্রিক প্রজাতন্ত্র বালুচিস্তানের জনগণ ভারতের জনগণের প্রতি তাদের পূর্ণ সমর্থন জানাচ্ছে। চিন পাকিস্তানকে সাহায্য করছে, কিন্তু বালুচিস্তানের জনগণ ভারতের পাশে রয়েছে। ভারতের প্রধানমন্ত্রীকে তাঁর বার্তা, আপনি একা নন, ছ’কোটি বালুচ দেশপ্রেমিকের সমর্থন রয়েছে ভারতের প্রতি।

_
_

_

_

_

_


_

_

_

_

_