জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই পুলওয়ামায়, এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী

Date:

Share post:

জম্মু ও কাশ্মীরে পরপর দুটি এনকাউন্টার নিরাপত্তা বাহিনীর। ৪৮ ঘণ্টার ব্যবধানে বৃহস্পতিবার ভোর থেকে জঙ্গিদের সঙ্গে ফের শুরু হল গুলির লড়াই। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা (Pulwama) জেলায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে গোপন সূত্রে খবর পায় নিরাপত্তাবাহিনী। অবন্তীপুরার ত্রাল এলাকায় ভোর থেকেই তল্লাশি অভিযানে নেমে পড়ে সেনা। শুরু হয় গুলির লড়াই। অভিযান শুরু হতেই নিরাপত্তা বাহিনীকে নিশানা করে গুলি চালায় জঙ্গিরা। নিরাপত্তাবাহিনীও পাল্টা জবাব দিতে শুরু করেছে।

কাশ্মীর জেলা পুলিশ জানিয়েছে, গুলির লড়াই চলছে। পুলিশ ও নিরাপত্তাবাহিনী ঘিরে ফেলেছে পুরো এলাকা। নিরাপত্তা বাহিনীর কাছে খবর আসে ত্রাল এলাকায় জইশ-এ-মহম্মদ সন্ত্রাসবাদী সংগঠনের দু’-তিন জন জঙ্গি লুকিয়ে রয়েছে। সেই মতোই শুরু হয় এনকাউন্টার। গত ৪৮ ঘণ্টায় জম্মু ও কাশ্মীরে এটি দ্বিতীয় এনকাউন্টার। উল্লেখ্য, মঙ্গলবার সকালে জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তাবাহিনীর এনকাউন্টারে মৃত্যু হয়েছিল তিন জঙ্গির। জম্মু ও কাশ্মীরের কুলগাঁও থেকে ওই অভিযান সরে আসে সোপিয়ানে। নিহত জঙ্গিরা লস্কর-এ-তৈবার সঙ্গে যুক্ত ছিল বলে প্রাথমিক ভাবে জানা যায়।

আরও পড়ুন-যান্ত্রিক ত্রুটি! পিছিয়ে গেল আন্তর্জাতিক স্পেস স্টেশনে শুভাংশুর যাত্রা

পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর হত্যালীলা চালিয়েছিল জঙ্গিরা। তারপর থেকেই জম্মু ও কাশ্মীরের বিভিন্ন প্রান্তে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়। এখনও পর্যন্ত হত্যালীলায় জড়িত কোনও জঙ্গিকে ধরতে পারিনি পুলিশ ও নিরাপত্তা বাহিনী। এর মধ্যে ৬ মে রাতে ‘অপারেশন সিন্দুর’-এ ভারতীয় সেনা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয়।

_

_

_

_

_

_

_

_

_

_

_

spot_img

Related articles

হিন্দুস্তান মোটরসের বন্ধ কারখানার জমিতে নতুন শিল্প গড়ার প্রক্রিয়া শুরু রাজ্যের, ছাড়পত্র মন্ত্রিসভার বৈঠকে

হিন্দুস্তান মোটরসের বন্ধ কারখানার (Factory) জমিতে নতুন শিল্প গড়ার প্রক্রিয়া শুরু রাজ্যের। ওই জমির ৩৫৫ একর আনুষ্ঠানিক ভাবে...

নবমী থেকেই বাড়বে বৃষ্টি: এক সপ্তাহের পূর্বাভাস শোনালো আবহাওয়া দফতর

আগে যেমন পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর, তার ব্যতিক্রম হল না মহাপঞ্চমীর পূর্বাভাসে। আপাতত নবমী পর্যন্ত যেভাবে মেঘ-বৃষ্টিকে সঙ্গী...

ওটিটিতে ঝড় তুলেছে ‘মৃগয়া: দ্য হান্ট’, ৪৮ ঘণ্টায় দ্বিতীয় স্থানে!

মুক্তি পাওয়ার পরেই বাজিমাত 'মৃগয়া : দ্যা হান্টে'র (Mrigaya: The Hunt)। মাত্র ৪৮ ঘন্টা পেরিয়েছে তার মধ্যেই সর্বভারতীয়...

মন সাগরের ভোরে: মহাপঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে গানে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

মহাপঞ্চমীর আকাশে মেঘের আনাগোনা উপেক্ষা করেই পথে নেমেছে বাংলার মানুষ। লক্ষ্য পুজো মণ্ডপ। রীতি অনুযায়ী, পঞ্চমীর দিন সন্ধ্যায়...