Thursday, December 4, 2025

৬৭২ বাতিতে সেজে উঠবে দিঘার জগন্নাথ মন্দির, কাজ শুরু করল হিডকো

Date:

Share post:

উদ্বোধনের মুহূর্ত থেকেই মন্দিরে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। প্রতিনিয়ত সেজে উঠছে মুখ্যমন্ত্রীর(Chief Minister) নেতৃত্বে তৈরী দিঘার জগন্নাথ মন্দির(Digha Jagannath Mandir)। এবার এক ডজন স্তম্ভে ৬৭২ বাতি(672 Lights) আরও সৌন্দর্য বাড়াবে জগন্নাথ মন্দিরের(Jagannath Mandir)। দিঘার জগন্নাথ মন্দিরের(Digha Jagannath Mandir) সঙ্গে ১২টি প্রদীপস্তম্ভ তৈরী হয়। সেই সব প্রদীপস্তম্ভে ৬৭২টি ধাতব বাতি লাগানোর কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে হিডকো। প্রতিটি প্রদীপস্তম্ভে ৫৬টি করে প্রদীপ জ্বলবে। ১২টি স্তম্ভে মোট ৬৭২টি মেটালিক ইলুমিনেটিং ল্যাম্প জ্বালানো হবে।

৩০ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) উপস্থিতিতে মন্দিরের দ্বারোদঘাটনের পর থেকে জগন্নাথধামে(Digha Jagannath Mandir) ঢল নেমেছে ভক্তদের। এবার সন্ধ্যার পর একসঙ্গে প্রদীপগুলো জ্বলে উঠবে। সন্ধ্যার পর মন্দিরের গর্ভগৃহ থেকে নাটমন্দির-সহ গোটা মন্দির চত্বর আলোর রোশনাইয়ে ঝলমল করে। এবার ৬৭২টি প্রদীপ(672 Lights) একসঙ্গে জ্বলে উঠলে মন্দিরের আকর্ষণ আরও অনেকটাই বেড়ে যাবে।

প্রসঙ্গত, মন্দিরের বাইরে নেচার পার্কেও জমছে জনসাধারণের ভিড়। স্বাভাবিকভাবেই ব্যবসায়ীদের জন্য এটা সুখবর। এরপরেও মন্দিরকে আরও আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে সমস্ত প্রদীপস্তম্ভে ধাতব বাতি বসানো হচ্ছে। এছাড়াও মন্দিরের ভিতর বিদ্যুৎ বণ্টন সংস্থার ফিডার পিলার বক্স অন্য জায়গায় সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুজো দেওয়ার জন্যে ডালা সাজানোর স্টল, চৈতন্য গেট এবং মাসির বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ‘ডালা আর্কেড’ থেকে জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রয়োজনীয় সামগ্রী কেনা যাবে। দু’টি কমপ্লেক্সে মোট ৩৬টি স্টল তৈরি করা হয়েছে। সবমিলিয়ে জমজমাট দিঘার জগন্নাথ মন্দির।

spot_img

Related articles

হেমন্ত সোরেন যোগ দিচ্ছেন NDA-তে! জবাব দিলেন কংগ্রেসের বেণুগোপাল

পাঁচদিনের জন্য দিল্লি গিয়েছিলেন হেমন্ত সোরেন। এমন নয় প্রথমবার। তাতেই গোদি মিডিয়া তা নিয়ে নানা গুঞ্জন শুরু করে...

কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন! দ্রুত কমছে এসআইআর-এ ভোটারহীন বুথ 

এসআইআর-এর ভোটারহীন বা ‘শুষ’ বুথগুলির সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে যে সংখ্যা ছিল ২২০৮,...

বহুতল সমস্যা সমাধানে সর্বদা পাশে রাজ্য সরকার: জানালেন মুখ্যমন্ত্রী

বহুতল সমস্যা সমাধানে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস পাশে থাকবে। আরও স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার...

রাজ্যের শিক্ষক-কর্মীদের জন্য সুখবর: এবার মিলবে অতিরিক্ত ১০% মহার্ঘ ভাতা

স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে ঘোষণা করা হল যে রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক...