বঙ্গোপসাগরে তৈরি হওয়া ‘সাইক্লোনিক সার্কুলেশন’ নিয়ে গত কয়েকদিন ধরেই উৎকণ্ঠা ছড়িয়েছিল রাজ্যজুড়ে। সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘শক্তি’ ঘিরে ছিল নানা জল্পনা, সম্ভাব্য ল্যান্ডফল, ঝড়-বৃষ্টি এবং উপকূলবর্তী রাজ্যগুলিতে প্রভাব নিয়েও আলোচনা শুরু হয়েছিল। তবে সেই জল্পনায় ইতি টেনে আইএমডি জানিয়েছে, আপাতত কোনও ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না। ‘শক্তি’ নামে কোনও সাইক্লোনের অস্তিত্বই নেই বলেই স্পষ্ট করেছে মৌসম ভবন।

পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ও ঘূর্ণায়মান বায়ুপ্রবাহ বা ‘সাইক্লোনিক সার্কুলেশন’ তৈরি হলেও তা এখনও কোনও ‘সাইক্লোনিক স্টর্ম’-এ রূপ নেয়নি এবং সেই সম্ভাবনাও অত্যন্ত ক্ষীণ। মৌসম ভবনের সাম্প্রতিকতম বুলেটিনে স্পষ্ট করে জানানো হয়েছে, ১৩ মে থেকেই এই সাইক্লোনিক সার্কুলেশনের অস্তিত্ব জানা গিয়েছে, তবে একে ঘূর্ণিঝড় বলে ভুল ব্যাখ্যা করা হয়েছে বিভিন্ন মাধ্যমে।

আগেই আন্দামান সাগরে সৃষ্ট নিম্নচাপ নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছিল, ২৩ মে থেকে ২৬ মে-র মধ্যে এটি শক্তিশালী হয়ে ‘শক্তি’ নামে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। কিন্তু মৌসম ভবনের স্পষ্ট বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে কোনও ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না। অতএব, আতঙ্কের কিছু নেই। তবে আবহাওয়ার পরিবর্তনের উপর নজর রাখছেন আবহাওয়াবিদেরা।

আরও পড়ুন – ফিরলেন জওয়ান পূর্ণম! স্বামীর সঙ্গে পাঠানকোটে দেখা করতে যাচ্ছেন স্ত্রী রজনী

_

_

_

_

_

_

_
_
_
_
_