ভূস্বর্গে ফের জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষ। ভারতীয় সেনার (Indian Army) গুলিতে ত্রালে ৩ জইশ-ই-মহম্মদের জঙ্গির মৃত্যুর খবর মিলেছে। গত আটচল্লিশ ঘণ্টায় পুলওয়ামায় এটি দ্বিতীয় এনকাউন্টার। এর আগে মঙ্গলবার সোপিয়ানে অপারেশন কেল্লারে (Operation Kellar) তিন লস্কর জঙ্গি নিহত হয়। ত্রালের অভিযানে মৃত জঙ্গিরা হল আসিফ আহমেদ শেখ, আমির নাজির ওয়ানি এবং ওমর আহমেদ ভাট।

সুত্র মারফর জানা যায়, বৃহস্পতিবার ভোরে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় বাহিনী। এর পরেই তাদের পাকড়াও করার জন্য তৎপরতা শুরু হয়। কেন্দ্রীয় গোয়েন্দাদের একটি সূত্রের দাবি, পহেলগামের ঘটনার পরে লস্করের ১৪ জঙ্গি জম্মু-কাশ্মীরে (Jammu & kashmir) সক্রিয় ছিল। অপারেশন সিন্দুর (Operation Sindoor) সফল হওয়ার পরই জম্মু-কাশ্মীরে জঙ্গি নিকেশ করতে মঙ্গলবার থেকে শুরু হয়েছে অভিযান। সোপিয়ানে লস্কর সন্ত্রাসীদের খতম করার পর বুধেও চলেছে অভিযান। এরপর এদিন ভোর থেকে ত্রালের নাদির গ্রামে এই সংঘর্ষ চলছে। এখনও পর্যন্ত উপত্যকা জুড়ে ৬ জঙ্গি সেনাবাহিনীর গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে। বাকি ৮ জন কোথায়, চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। সূত্রের খবর,বৃহস্পতিবারের এনকাউন্টারে মৃত আসিফ আহমেদ শেখের (২৮) জইশ সংগঠনের হয়ে ২০২২ সাল থেকে অবন্তীপুরায় সক্রিয় ছিল। কুড়ি বছরের আমির নাজির ওয়ানির ২০২৪ সাল থেকে এই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি সে পুলওয়ামায় সক্রিয় ছিল বলে জানা গেছে। ইয়াওয়ার আহমেদ ভাটও গত একবছর ধরে জইশের সঙ্গে যুক্ত।

–

–

–
–

–

–

–

–


–

–

–

–

–