ঘেরাও অভিযানের নামে মারমুখী চাকরিহারা শিক্ষকরা! ভাঙল বিকাশ ভবনের গেট

Date:

Share post:

আদালতের নির্দেশ মেনে এগোচ্ছে সরকার। কিন্তু তার পরেও বিক্ষোভ দেখাচ্ছেন SSC-র ২০১৬ প্যানেলের যোগ্য চাকরিহারারা। বৃহস্পতিবার, বিকাশ ভবনের সামনে ঘেরাও অভিযানের নামে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে শিক্ষকদের অধিকার মঞ্চ। ভেঙে ফেলা হয় বিকাশ ভবনের গেট। পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌঁছেছেন বিধাননগরের পুলিশ কমিশনার ও অ্যাসিস্টেন্ট পুলিশ কমিশনার। ব্যক্তিগত কাজে বিকাশ ভবনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত।

মামলা সুপ্রিম কোর্টে (Supreme Court)। নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সেই নির্দেশ মেনেই এগোচ্ছে রাজ্য সরকার। বিষয়টি নিয়ে উদ্যোগী মুখ্যমন্ত্রী। রাজ্যের পক্ষে থেকে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের আর্জি জানানো হয়েছে। তা সত্ত্বেও রাজ্যে বিক্ষোভে দেখাচ্ছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। গত ৯দিন ধরে বিকাশ ভবনের সামনে অবস্থান করছেন SSC ২০১৬ প্যানেলের চাকরিহারারা। এদিন আচমকা অভিযানের ডাক দেন তাঁরা। দ্রুত পুলিশের তরফে বিকাশভবনের সামনে ব্যারিকেড করা হয়। লোহার প্রধান ফটক লাগিয়েও দেওয়া হয়। কিন্তু ব্যারিকেড ও গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েন চাকরি প্রার্থীরা। তুমুল বিশৃঙ্খলা দেখা যায়।

ব্যক্তিগত কাজে বিকাশ ভবনে (Bikash Bhaban) গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। তবে, বিষয়টিকে যথেষ্ট মননশীলতার সঙ্গে দেখেন তিনি। বলেন, এঁদের আবেগের কারণ আছে। তবে, মুখ্যমন্ত্রী এঁদের পাশে আছে। প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।

চাকরিহারাদের মারমুখী অভিযান ঘিরে বিকাশ ভবনের ভিতরে থাকা কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিধাননগর মপুলিশ কমিশনারেটের কমিশনার। আনা হয় আরও বিশাল পুলিশ বাহিনী। মিনিট তিরিশের পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও তীব্র উত্তেজনা রয়েছে।

spot_img

Related articles

পুজোয় নিরাপত্তায় বাড়তি নজর, শহরজুড়ে লালবাজারের কড়া প্রস্তুতি

দুর্গোৎসবকে ঘিরে কলকাতার রাস্তায় ভিড় সামলাতে ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে কড়া ব্যবস্থা নিয়েছে লালবাজার। ইতিমধ্যেই শহরের বিভিন্ন...

পঞ্চমীতেই ভিড়ের ঢল, টক্কর উত্তরে–দক্ষিণে 

কলকাতার পথে নেমেছে জনসমুদ্র। পঞ্চমীর সন্ধ্যাতেই শুরু হয়েছে মহা ভিড়ের চিত্র। উত্তরে টালা প্রত্যয়, টালা বারোয়ারি, হাতিবাগান নবীন...

ঘোষিত বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫: তালিকায় সেরার সেরা থেকে সাবেকি, ভাবনা-সহ ৮ বিভাগ

পঞ্চমীর বিকেলেই ঘোষিত এবছরের বিশ্ব বাংলা শারদ সম্মান (Biswa Bangla Sharod Samman) প্রাপকদের নাম। প্রতিবছর ষষ্ঠীর বোধন বেলায়...

দুর্গাপুজোয় ঘরে ফেরায় অসুর বিমানভাড়া!

দুর্গাপুজো (Durga Pujo) মানেই বাঙালির আবেগ, ঘরে ফেরার টান। আবার অনেকে বাইরে থেকে কলকাতার (Kolkata) দুর্গাপুজো দেখতেও আসেন।...