২২ দিনের উদ্বেগ, অপেক্ষা এবং স্নায়ুচাপের অবসান ঘটিয়ে অবশেষে সুখবর পৌঁছল হুগলির সাউ পরিবারে। পাকিস্তানে আটকে পড়া বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ বুধবার সকালে ফিরে এসেছেন দেশে। এখন তিনি ফিরে গেছেন নিজের কর্মস্থল পাঞ্জাবের পাঠানকোটের সেনাছাউনিতে এবং সেখানেই পুনরায় কাজে যোগ দিয়েছেন।

এই খবরে আনন্দে আত্মহারা তাঁর পরিবার, বিশেষ করে অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ। তবে স্বামীর দেশে ফিরে আসার আনন্দের মাঝেও থেকে যাচ্ছে বিরহের কাঁটা—কারণ পূর্ণম এখনই হুগলির রিষড়ার বাড়িতে ফিরতে পারবেন না। সেই কারণে আগামী সপ্তাহেই পাঠানকোটে স্বামীর সঙ্গে দেখা করতে রওনা হচ্ছেন রজনীদেবী।

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর সীমান্তে টহলদারি চালাতে গিয়ে ‘ভুল করে’ পাক ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন পূর্ণম কুমার সাউ। তারপর পাকিস্তান তাঁকে আটক করে। দীর্ঘ ২২ দিন পর বুধবার তাঁকে ফিরিয়ে দেয় পাকিস্তান। দেশে ফিরে ভিডিও কলে স্ত্রীর সঙ্গে কথা বলেন পূর্ণম এবং জানান তিনি ভালো আছেন, চিন্তার কিছু নেই।

বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রজনীদেবী বলেন, “উনি এখন পাঠানকোটে, সেনার নির্দেশে এখন কোনও মুভমেন্ট করা যাচ্ছে না। আগস্টে ওঁর ছুটি আছে, তখনই হয়তো উনি বাড়ি আসতে পারবেন। এর আগেই বিএসএফ থেকে আমাকে খবর দেওয়া হবে, তখন আমি পাঠানকোটে যাব স্বামীর সঙ্গে দেখা করতে।”

উল্লেখ্য, এর আগেও স্বামীর খোঁজে পাঠানকোট গিয়েছিলেন রজনী, তবে তখন দেখা হয়নি পূর্ণমের সঙ্গে। এবার সেই আকাঙ্ক্ষিত মুহূর্তের অপেক্ষায় রয়েছেন রজনী সাউ।

আরও পড়ুন – দোহায় ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ মুকেশ আম্বানির, নৈশভোজে কী আলোচনা!
_

_

_

_

_

_

_

_

_
