ভারতে সন্ত্রাসবাদী হামলা চালানোর নেপথ্যে পাকিস্তানেরই ভূমিকা ছিল। বিশ্বমঞ্চে দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেই যুক্তিতে পাকিস্তানকে আর্থিক সহযোগিতায় আপত্তি জানিয়েছিল ভারত। ইন্টারন্যাশানাল মনিটরি ফান্ড (IMF) সেই আপত্তি শোনেনি। সেই সঙ্গে একাধিক আন্তর্জাতিক সংস্থার তরফে থেকে পাকিস্তানে সন্ত্রাসবাদে মদতের বিরোধিতা করা হয়নি। তা সত্ত্বেও কূটনৈতিক লড়াই যে ভারত চালিয়ে যাবে, স্পষ্ট করে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। ফের একবার পাকিস্তানকে দেওয়া টাকা নিয়ে বিবেচনার আর্জি রাজনাথের।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, পাকিস্তান সন্ত্রাসবাদের কাঠামো তৈরিতেই তহবিল ব্যয় করবে। ভারত চাইছে আইএমএফ (IMF) তহবিল দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক। আগেই ভারতের তরফ থেকে দাবি করা হয়েছিল কীভাবে পাকিস্তানের (Pakistan) সরকারকে পাক সেনা চালনা করে। তা সত্ত্বেও চাহিদার থেকে বেশি অর্থ সাহায্য পেয়েছে শাহবাজ শরিফ সরকার।

তবে পাকিস্তানের মোকাবিলায় যে ভারত প্রস্তুত, তাও স্পষ্ট করে দেন রাজনাথ। তাঁর কথায়, গোটা বিশ্ব দেখেছে কীভাবে নয়টি জঙ্গিঘাঁটি ভাঙা হয়েছে। পরবর্তীকালে বায়ুসেনা ঘাঁটিও ধ্বংস করা হয়েছে। অপারেশন সিন্দুর-এর মধ্যে দিয়ে ভারতীয় বায়ু সেনা (Indian Air Force) শুধু তাদের ব্যাপক ক্ষমতাই তুলে ধরেনি, সেই সঙ্গে গোটা বিশ্বের কাছে প্রমাণ করে দিয়েছে যে ভারতের যুদ্ধনীতি ও প্রযুক্তি কতটা বদলে গিয়েছে।

–

–

–
–

–

–

–

–

–

–

–
