Tuesday, December 16, 2025

শুক্রবারের কার্যকরী সমিতির বৈঠকেও টুটু বোসের(Tutu Bose) ইস্তফা গ্রহন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া গেল না। এর আগে একটা আপতকালীন বৈাঠক হয়েছিল মোহনবাগানে(Mohunbagan)। সেখানে এই ইস্তফা নিয়েই ছিল প্রধান আলোচনা। সিদ্ধান্ত নেওয়া যায়নি। শুক্রবার ফের বৈঠকে বসেছিলেন মোহনবাগান(Mohunbagan) কর্তারা। উপস্থিত ছিলেন সহ সভাপতি কুণাল ঘোষ সহ সচিব দেবাশিস দত্ত। এছাড়াও অন্যান্য কর্তারা। আলোচনা হলেও এদিনও তাঁর ইস্তফা গ্রহন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি।

এপ্রিল মাসেই সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেমন টুটু বোস। তিনি যে আসন্ন নির্বাচনে সৃঞ্জয় বোসের হয়েই প্রচারে থাকতে চলেছেন সেই কথা জানিয়েও দিয়েছিলেন। এরপর থেকেই জল্পনা ছিল টুটু বোসের ইস্তফা পত্র মোহনবাগানে গৃহীত হয় কিনা। দুটো বৈঠক হয়ে গেলেও এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া গেল না। এদিনের বৈঠকে নাকি বেশিরভাগ সদস্যই নাকি ইস্তফা গ্রহনের পক্ষে মত দেননি। আবার কেউ কেউ নাকি তাঁকে চিঠি দেওয়ারও পরামর্শ দিয়েছেন।

এই প্রসঙ্গে ক্লাবের সহ সভাপতি কুণাল ঘোষ(Kunal Ghosh) জানিয়েছেন, “যেহেতু টুটু বোস মাননীয় সভাপতি এবং মোহনবাগান ক্লাবে তাঁর আবদান নিয়ে আলাদা করে আলোচনার অবকাশ নেই। উনি ইস্তফা পত্র দিয়েছিলেন। তা নিয়ে ইমার্জেন্সি এক্সিকিউটিভ কমিটি মিটিং ইতিমধ্যেই হয়েছে। আজকেও আলোচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রত্যাক্ষাণ বা গ্রহণ কোনওকিছু তেই আমরা উপনীত হইনি। কারণ আমাদের যারা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রয়েছেন, আরও কিছু সদস্য উস্থিত থাকবেন। তাদের সহ্গে আলোচনা করেই ওনার যা অবদান, সেখানে ক্লাবের ইসিতে বসে ইস্তফা গ্রহণ বা প্রত্যাক্ষাণ এটা আপাতত ভাবনা চিন্তার স্তরেই থাকছে। এরম কোনও সিদ্ধান্তে আমরা উপনীত হইনি”।

ইস্তফা গ্রহন না হলে কি টুটু বোস সৃঞ্জয়ের হয়ে প্রচারে নামতে পারবেন। এই নিয়ে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। এদিন উঠেওছে। সেই নিয়েও পরিস্কার ভাবে জানিয়ে দিয়েছেন সহ সভাপতি কুণাল ঘোষ।

তিনি জানিয়েছেন, “আমাদের এই কমিটি যার সভাপতি স্বপনসাধন বোস এবং সচিব হচ্ছেন দেবাশিস দত্ত। এই কমিটি তাদের যে নির্দিষ্ট সময় সেই মেয়াদ পূর্ণ করে নির্বাচন বোর্ড করেছে, যা প্রাক্তন বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে চালু হয়ে গিয়েছে। ফলে এখন এই কমিটিটা মূলত তত্ত্বাবধায়ক কমিটি। ফলে আইনগত ভাবে কোনও ব্যক্তির কোনও জায়গায় সমস্যা বা অসুবিধা আইনগতভাবে থাকছে না। উনি যেহেতু মোহনবাগান তথা ময়দানের একজন সম্পূর্ণ অন্যরকম একজন মানুষ সেই কারণে আমরা কোনওরকম তাড়াহুড়ো করতে চাইছি না”।

মোহনবাগানের নির্বাচন ঘিরে উত্তাপ চড়তে শুরু করেছে। একইসঙ্গে এদিন আবার নির্বাচনী বোর্ড থেকেও ইস্তফা দিয়েছেন তিনজন। সেখানে অবশ্য এদিনের বৈঠকে আবার নতুন তিনজন সদস্যও এসেছেন অসীম রায়ের নেতৃত্বাধীন নির্বাচনী বৈঠকে।

Related articles

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০...

বাংলা না কি জ্বলছে! গদি মিডিয়ার অপপ্রচারকে ধুয়ে দিলেন সাধু থেকে আমজনতা

বাংলা না কি জ্বলছে! এখানে খুন-জখমের রাজনীতি চলছে! আক্রান্ত হিন্দু! গদি মিডিয়া এই খবর করতে এসেছিল কলকাতায় আর...

রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী শাসিত রাজ্যগুলিকে বাগে আনতে না পেরে এবার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করে...

মতুয়াদের সঙ্গে প্রতারণা! রাজ্যসভায় বিজেপির পর্দাফাঁস সাংসদ মমতাবালা ঠাকুরের

পশ্চিমবঙ্গে বসবাসকারী লক্ষ লক্ষ মতুয়াকে ভুল বুঝিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার ও বিজেপি—এমনই অভিযোগ তুলে সোমবার...
Exit mobile version