Monday, August 25, 2025

শুক্রবারের কার্যকরী সমিতির বৈঠকেও টুটু বোসের(Tutu Bose) ইস্তফা গ্রহন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া গেল না। এর আগে একটা আপতকালীন বৈাঠক হয়েছিল মোহনবাগানে(Mohunbagan)। সেখানে এই ইস্তফা নিয়েই ছিল প্রধান আলোচনা। সিদ্ধান্ত নেওয়া যায়নি। শুক্রবার ফের বৈঠকে বসেছিলেন মোহনবাগান(Mohunbagan) কর্তারা। উপস্থিত ছিলেন সহ সভাপতি কুণাল ঘোষ সহ সচিব দেবাশিস দত্ত। এছাড়াও অন্যান্য কর্তারা। আলোচনা হলেও এদিনও তাঁর ইস্তফা গ্রহন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি।

এপ্রিল মাসেই সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেমন টুটু বোস। তিনি যে আসন্ন নির্বাচনে সৃঞ্জয় বোসের হয়েই প্রচারে থাকতে চলেছেন সেই কথা জানিয়েও দিয়েছিলেন। এরপর থেকেই জল্পনা ছিল টুটু বোসের ইস্তফা পত্র মোহনবাগানে গৃহীত হয় কিনা। দুটো বৈঠক হয়ে গেলেও এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া গেল না। এদিনের বৈঠকে নাকি বেশিরভাগ সদস্যই নাকি ইস্তফা গ্রহনের পক্ষে মত দেননি। আবার কেউ কেউ নাকি তাঁকে চিঠি দেওয়ারও পরামর্শ দিয়েছেন।

এই প্রসঙ্গে ক্লাবের সহ সভাপতি কুণাল ঘোষ(Kunal Ghosh) জানিয়েছেন, “যেহেতু টুটু বোস মাননীয় সভাপতি এবং মোহনবাগান ক্লাবে তাঁর আবদান নিয়ে আলাদা করে আলোচনার অবকাশ নেই। উনি ইস্তফা পত্র দিয়েছিলেন। তা নিয়ে ইমার্জেন্সি এক্সিকিউটিভ কমিটি মিটিং ইতিমধ্যেই হয়েছে। আজকেও আলোচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রত্যাক্ষাণ বা গ্রহণ কোনওকিছু তেই আমরা উপনীত হইনি। কারণ আমাদের যারা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রয়েছেন, আরও কিছু সদস্য উস্থিত থাকবেন। তাদের সহ্গে আলোচনা করেই ওনার যা অবদান, সেখানে ক্লাবের ইসিতে বসে ইস্তফা গ্রহণ বা প্রত্যাক্ষাণ এটা আপাতত ভাবনা চিন্তার স্তরেই থাকছে। এরম কোনও সিদ্ধান্তে আমরা উপনীত হইনি”।

ইস্তফা গ্রহন না হলে কি টুটু বোস সৃঞ্জয়ের হয়ে প্রচারে নামতে পারবেন। এই নিয়ে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। এদিন উঠেওছে। সেই নিয়েও পরিস্কার ভাবে জানিয়ে দিয়েছেন সহ সভাপতি কুণাল ঘোষ।

তিনি জানিয়েছেন, “আমাদের এই কমিটি যার সভাপতি স্বপনসাধন বোস এবং সচিব হচ্ছেন দেবাশিস দত্ত। এই কমিটি তাদের যে নির্দিষ্ট সময় সেই মেয়াদ পূর্ণ করে নির্বাচন বোর্ড করেছে, যা প্রাক্তন বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে চালু হয়ে গিয়েছে। ফলে এখন এই কমিটিটা মূলত তত্ত্বাবধায়ক কমিটি। ফলে আইনগত ভাবে কোনও ব্যক্তির কোনও জায়গায় সমস্যা বা অসুবিধা আইনগতভাবে থাকছে না। উনি যেহেতু মোহনবাগান তথা ময়দানের একজন সম্পূর্ণ অন্যরকম একজন মানুষ সেই কারণে আমরা কোনওরকম তাড়াহুড়ো করতে চাইছি না”।

মোহনবাগানের নির্বাচন ঘিরে উত্তাপ চড়তে শুরু করেছে। একইসঙ্গে এদিন আবার নির্বাচনী বোর্ড থেকেও ইস্তফা দিয়েছেন তিনজন। সেখানে অবশ্য এদিনের বৈঠকে আবার নতুন তিনজন সদস্যও এসেছেন অসীম রায়ের নেতৃত্বাধীন নির্বাচনী বৈঠকে।

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version