Thursday, December 4, 2025

গম্ভীরের ইচ্ছাতেই টেস্ট অধিনায়ক হওয়ার পথে শুভমন গিল!

Date:

Share post:

রোহিত শর্মা(Rohit Sharma) পরবর্তী ভারতীয় টেস্ট দলের অধিনায়ক কে হবেন। হিটম্যান অবসর নেওয়ার পর থেকে এই নিয়েই চর্চা ছিল তুঙ্গে। অনেকের মুখেই উঠে আসছিল জসপ্রীত বুমরার(Jasprit Bumrah)। কিন্তু গম্ভীর যাকে চাইবেন, তিনিই তো হবেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক। সেখানেই জসপ্রীত বুমরাহ নন, গম্ভীরের(Gautam Gambhir) পছন্দ শুভমন গিল(Shubman Gill)। এখনও ঘোষণা না হলেও সূত্রের খবর অনুযায়ী গম্ভীরের ইচ্ছাতেই ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হতে চলেছেন শুভমন গিল।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী গম্ভীরের(Gautam Gambhir) সঙ্গে বৈঠকের পর নাকি শুভমন গিলই(Shubman Gill) হচ্ছে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক। আগামী ২০ জুন থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবে ভারতীয় দল। সেই সিরিজ দিয়েই ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আবার যাত্রাও শুরু হবে। এমন পরিস্থিতিতে রোহিত অবসর নিয়েছেন। অধিনায়কত্ব নিয়েই চলছিল জোর জল্পনা। শোনাযাচ্ছে বহু আলোচনার পর নাকি শুভমন গিলকেই অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হতে চলেছে। কয়েকদিনের মধ্যেই হতে পারে ঘোষণা।

রোহিত শর্মা অবসর নেওয়ার পর থেকেই ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব নিয় শুরু হয়েছিল জোর জল্পনা। প্রাক্তন থেকে বিশেষজ্ঞদের মতে এগিয়ে ছিলেন জসপ্রীত বুমরাই। শুভমন গিলের নাম সেভাবে কেউই নিতে রাজী ছিলেন না। বোর্ড কর্তাদের সঙ্গে বৈঠক যেমন হয়েছে, তেমনই নির্বাচকদের সঙ্গেও নাতি গৌতম গম্ভীরের বৈঠক হয়েছে। সেখানেও নানান বাদানুবাদ হয়েছে। শুভমনকে অধিনায়ক করতে একেবারেই যে সকলে রাজী ছিলেন তেমনটা নয়। কিন্তু শেষপর্যন্ত সেটাই হচ্ছে। দিল্লিতে শুভমন গিলের সঙ্গে দেখা করে বৈঠক সেরেছেন গৌতম গম্ভীর। এরপরই বদলে যায় চিত্রটা। শোনাযাচ্ছে শেষপর্যন্ত গৌতম গম্ভীরের ইচ্ছাকেই মান্যতা দিতে চলেছে বোর্ড।

অস্ট্রেলিয়ায় রোহিত শর্মার অনুপস্থিতিতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। তাঁর নেতৃত্বে ভারত জিতেওছিল। সেই কারণেই রোহিত শর্মার অবসর নেওয়ার পর বুমরাকেই অধিনায়ক হিসাবে ভাবতে শুরু করেছিলেন সকলে। কিন্তু শেষপর্যন্ত সেই বাজিমাত গৌতম গম্ভীরেরই।

spot_img

Related articles

আজ ডিসেম্বরের শীতলতম দিন! কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে

শীতের কামড় কলকাতাসহ দক্ষিণবঙ্গে। সাত বৃহস্পতির সকালে মহানগরীর তাপমাত্রা (Kolkata Temperature) নামল ১৫ ডিগ্রিতে। এখনও পর্যন্ত আজকের দিনটিকেই...

জ্বলছে এটিএম, সাতসকালে অগ্নিকাণ্ড হাওড়ায়!

বৃহস্পতির সকালে ঘুম ভাঙতেই চোখের সামনে জ্বলন্ত এটিএম (fire breaks out in ATM) দেখে আতঙ্কিত হাওড়া জেলার (Howrah...

বচ্চন পরিবারকে বয়কটের দাবি মায়ানগরীর ফটোগ্রাফারদের!

ছবি শিকারীদের অপমান, যোগ্য জবাব পেলেন বলিউডের বর্ষীয়ান 'অ্যাংরি উইম্যান' জয়া বচ্চন (Jaya Bachchan)। এবার তিনিসহ গোটা বছর...

আজ বহরমপুরে মুখ্যমন্ত্রীর সভা, তৃণমূল সুপ্রিমোর বার্তা শুনতে রেকর্ড জমায়েতের সম্ভাবনা

জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে এসআইআর (SIR) পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যে...