গম্ভীরের ইচ্ছাতেই টেস্ট অধিনায়ক হওয়ার পথে শুভমন গিল!

Date:

Share post:

রোহিত শর্মা(Rohit Sharma) পরবর্তী ভারতীয় টেস্ট দলের অধিনায়ক কে হবেন। হিটম্যান অবসর নেওয়ার পর থেকে এই নিয়েই চর্চা ছিল তুঙ্গে। অনেকের মুখেই উঠে আসছিল জসপ্রীত বুমরার(Jasprit Bumrah)। কিন্তু গম্ভীর যাকে চাইবেন, তিনিই তো হবেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক। সেখানেই জসপ্রীত বুমরাহ নন, গম্ভীরের(Gautam Gambhir) পছন্দ শুভমন গিল(Shubman Gill)। এখনও ঘোষণা না হলেও সূত্রের খবর অনুযায়ী গম্ভীরের ইচ্ছাতেই ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হতে চলেছেন শুভমন গিল।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী গম্ভীরের(Gautam Gambhir) সঙ্গে বৈঠকের পর নাকি শুভমন গিলই(Shubman Gill) হচ্ছে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক। আগামী ২০ জুন থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবে ভারতীয় দল। সেই সিরিজ দিয়েই ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আবার যাত্রাও শুরু হবে। এমন পরিস্থিতিতে রোহিত অবসর নিয়েছেন। অধিনায়কত্ব নিয়েই চলছিল জোর জল্পনা। শোনাযাচ্ছে বহু আলোচনার পর নাকি শুভমন গিলকেই অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হতে চলেছে। কয়েকদিনের মধ্যেই হতে পারে ঘোষণা।

রোহিত শর্মা অবসর নেওয়ার পর থেকেই ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব নিয় শুরু হয়েছিল জোর জল্পনা। প্রাক্তন থেকে বিশেষজ্ঞদের মতে এগিয়ে ছিলেন জসপ্রীত বুমরাই। শুভমন গিলের নাম সেভাবে কেউই নিতে রাজী ছিলেন না। বোর্ড কর্তাদের সঙ্গে বৈঠক যেমন হয়েছে, তেমনই নির্বাচকদের সঙ্গেও নাতি গৌতম গম্ভীরের বৈঠক হয়েছে। সেখানেও নানান বাদানুবাদ হয়েছে। শুভমনকে অধিনায়ক করতে একেবারেই যে সকলে রাজী ছিলেন তেমনটা নয়। কিন্তু শেষপর্যন্ত সেটাই হচ্ছে। দিল্লিতে শুভমন গিলের সঙ্গে দেখা করে বৈঠক সেরেছেন গৌতম গম্ভীর। এরপরই বদলে যায় চিত্রটা। শোনাযাচ্ছে শেষপর্যন্ত গৌতম গম্ভীরের ইচ্ছাকেই মান্যতা দিতে চলেছে বোর্ড।

অস্ট্রেলিয়ায় রোহিত শর্মার অনুপস্থিতিতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। তাঁর নেতৃত্বে ভারত জিতেওছিল। সেই কারণেই রোহিত শর্মার অবসর নেওয়ার পর বুমরাকেই অধিনায়ক হিসাবে ভাবতে শুরু করেছিলেন সকলে। কিন্তু শেষপর্যন্ত সেই বাজিমাত গৌতম গম্ভীরেরই।

spot_img

Related articles

শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ওভারে জয়, ফাইনালের আগে গম্ভীরের চিন্তা বাড়ালেন বোলাররা

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ নিতান্তই নিয়মরক্ষার। ভারত আগেই ফাইনালে চলে গিয়েছে। শ্রীলঙ্কার আবার সেই সম্ভাবনা নেই। কিন্তু রবিবার পাকিস্তানের...

ঘরের মাঠে বিশ্বকাপে সমর্থকদের প্রত্যাশা পূরণ করাই লক্ষ্য হরমনপ্রীতের

পুজোর মরশুমে শুরু হচ্ছে মহিলাদের বিশ্বকাপ। পাহাড় প্রমাণ প্রত্যাশা নিয়েই দেশের মাটিতে বিশ্বকাপে খেলতে নামছে ভারতীয় মহিলা দল।...

আপত্তি ছয় বিদেশির! মোহনবাগানের ইরান যাত্রা নিয়ে অনিশ্চয়তা অব্যাহত

মোহনবাগানের (Mohun Bagan)  ইরান যাত্রা নিয়ে অনিশ্চয়তার দোলাচাল অব্যাহত। আগামী সোমবার এসিএল দুইয়ের (ACL 2) দ্বিতীয় ম্যাচে ইরানে...

ব্যাটিংয়ে অভিষেক নির্ভরতা থেকে সূর্যের রান খরা, ফাইনালের আগে চিন্তার একাধিক কারণ

রবিবার এশিয়া কাপের (Asia Cup) মেগা ফাইনাল।  শুক্রবার ভারতের শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচের আগেই  ফাইনালের দুই দল নিশ্চিত...