মোহনবাগানে(Mohunbagan) নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। সেইসঙ্গেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। এই মুহূর্তে অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মোহনবাগান সভাপতির পদ থেকে টুটু বোসের(Tutu Bose) ইস্তফা। আর সেখানেই যত কান্ড। টুটু বোসের(Tutu Bose) ইস্তফা কী গ্রহন করবে মোহনবাগান। জোড়া বৈঠক হয়ে গেলেও তা নিয়ে এখনও পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারে নি সবুজ-মেরুন ক্লাবের কার্যকরী সমিতি। শুক্রবার সাংবাদিক বৈঠকে টুটু বোসের ইস্তফা নিয়ে নিজের বক্ত রেখেছেন দেবাশিস দত্ত। এবার তার পাল্টা দিলেন সৃঞ্জয় বোসও(Srinjoy Bose)।

কার্যকরী সমিতিতে টুটু বোসের ইস্তফা গ্রহন নিয়ে আলোচনা হলেও, সেখানে নাকি একমত হতে পারেননি অনেকেই। বেশীরভাগই নাকি টুটু বোসের ইস্তফা গ্রহন না করার পক্ষে।

দেবাশিস(Debashis Dutta) জানিয়েছেন, “আজকে ২৮ তম কার্যকরী সমিতির বৈঠক হল। এর আগেও দুটো ইমার্জেন্সি বৈঠক হয়েছে। সেখানেই বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। এদিন সভাপতির ইস্তফা পত্রটা আবারও আলোচনার একটা বিষয়বস্তু হয়। আলোচনা অনেকক্ষণ ধরে চলে এবং সেখানেও আবার দুটো মত উঠে আসে। ইস্তফা গ্রহণ না করার পক্ষেই বেশিরভাগ মত থাকে অবশ্য গ্রহন করার পক্ষেও কিছু মত রয়েছে। কিছু মত থাকে আবার তাঁকে চিঠি দেওয়ারও”।

দেবাশিস দত্তের সাংবাদিক সম্মেলনের কিছুক্ষণের পরই টুটু বোসের ইস্তফা নিয়ে এবার মুখ খোলেন সৃঞ্জয় বোস। এতদিন তিনি এই নিয়ে কিছুই সেভাবে বলেননি। অবশেষে মুখ খুললেন বিরোধী গোষ্ঠীর সৃঞ্জয় বোসও(Srinjoy Bose)।

তিনি জানিয়েছেন, “এই নিয়ে আমি বিশেষ কিছু বলতে চাই না। এটা টুটু বোসের পদত্যাগ আর ক্লাবের ব্যাপার। ওরা গ্রহন করবে কী করবে না এটা সম্পূর্ণ তাদের ব্যাপার। টুটু বাবু মানবিকভাবে সঠিক কাজ করতে চেয়েছেন যে তিনি ইস্তফা দিয়েই ভোট প্রচার করতে চেয়েছেন। এই নিয়ে আমি আর কিছুই বলতে চাই না”।

মোহনবগান নির্বাচন ঘিরে দুই পক্ষই কার্যত ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে। দিন যত এগিয়ে আসছে, নির্বাচনের উত্তাপও ততই বাড়তে শুরু করেছে।
–

–

–

–

–

–

–

–

–
