Sunday, November 16, 2025

জেলা সভাপতির বদলে কোর কমিটি ২ জেলার, দুই জেলায় সভাপতি ঘোষণা স্থগিত

Date:

Share post:

দলীয় স্বার্থে সাংগঠনিক জেলার গঠন প্রণালী কেমন হবে, তা নিয়ে স্পষ্ট ধারণা তৃণমূলের সদ্য প্রকাশিত নেতৃত্বের তালিকায়। জেলা সভাপতি (district president) নির্ভর জেলার সংগঠনের পথ থেকে সরে আসার ইঙ্গিত আগেই মিলেছিল। নতুন কমিটির তালিকা থেকে আরও স্পষ্ট হয়ে গেল সেই পথে  চলার রাজ্যের শাসক দলের নীতি। একটি নয়, দুটি জেলায় এবার থেকে পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে কোর কমিটির (core committee) হাতে।

বীরভূম জেলায় আগেই কোর কমিটির মাধ্যমে দীর্ঘদিন জেলার কার্য পরিচালনা করেছে তৃণমূল। তাতে অনেক ক্ষেত্রেই সুফল মিলেছে। জেলায় সংগঠন আরও শক্তিশালী হয়েছে। অতীত থেকে শিক্ষা নিয়ে পূর্ণাঙ্গ কমিটির তালিকায় সেই প্রতিফলনই মিলল। বীরভূমের (Birbhum) ক্ষেত্রে জেলা সভাপতি (district president) পদের বদলে রয়েছে কোর কমিটি (core committee)। তাতে থাকছেন ৯ সদস্য। অভিজিৎ সিনহা, অনুব্রত মণ্ডল, আশিস বন্দ্যোপাধ্যায়, বিকাশ রায় চৌধুরি, চন্দ্রনাথ সিনহা, কাজল শেখ, সুদীপ্ত ঘোষসহ দুই সাংসদ শতাব্দী রায় ও অসিত মাল রয়েছেন এই কোর কমিটিতে।

বীরভূমের (Birbhum) অনুসরণে এবার কলকাতা উত্তর (Kolkata North) সাংগঠনিক জেলাতেও তৈরি হল কোর কমিটি। সেখানে কোর কমিটিও (core committee) নয়জনের। রয়েছেন অতীন ঘোষ, জীবন সাহা, নয়না বন্দ্যোপাধ্যায়, পরেশ পাল, শশী পাঁজা, সুপ্তি পাণ্ডে, স্বপন সমাদ্দার, স্বর্ণকমল সাহা, বিবেক গুপ্তা।

প্রায় সব সাংগঠনিক জেলার সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা হলেও সাংগঠনিক কারণে বাদ রাখা হল দুই জেলাকে। দার্জিলিং সমতলের (Darjeeling plains) জেলা সম্পাদক ঘোষণা হলেও ঘোষণা স্থগিত জেলা সভাপতির নাম। অন্যদিকে উত্তর চব্বিশ পরগণার বারাসাত সাংগঠনিক জেলার জেলা সম্পাদক ও জেলা সভাপতি উভয় পদের নাম ঘোষণাই স্থগিত রাখা হয়েছে।

spot_img

Related articles

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...

পাঁচ দফা দাবিতে শিলিগুড়িতে বাংলা পক্ষের মহামিছিলে জনজোয়ার

পাঁচ দফা দাবিকে সামনে রেখে শনিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হল বাংলা পক্ষের মহামিছিল। বাঙালি জাতীয়তাবাদী এই সংগঠনের ডাকে হাজার...