Sunday, December 7, 2025

জেলা সভাপতির বদলে কোর কমিটি ২ জেলার, দুই জেলায় সভাপতি ঘোষণা স্থগিত

Date:

Share post:

দলীয় স্বার্থে সাংগঠনিক জেলার গঠন প্রণালী কেমন হবে, তা নিয়ে স্পষ্ট ধারণা তৃণমূলের সদ্য প্রকাশিত নেতৃত্বের তালিকায়। জেলা সভাপতি (district president) নির্ভর জেলার সংগঠনের পথ থেকে সরে আসার ইঙ্গিত আগেই মিলেছিল। নতুন কমিটির তালিকা থেকে আরও স্পষ্ট হয়ে গেল সেই পথে  চলার রাজ্যের শাসক দলের নীতি। একটি নয়, দুটি জেলায় এবার থেকে পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে কোর কমিটির (core committee) হাতে।

বীরভূম জেলায় আগেই কোর কমিটির মাধ্যমে দীর্ঘদিন জেলার কার্য পরিচালনা করেছে তৃণমূল। তাতে অনেক ক্ষেত্রেই সুফল মিলেছে। জেলায় সংগঠন আরও শক্তিশালী হয়েছে। অতীত থেকে শিক্ষা নিয়ে পূর্ণাঙ্গ কমিটির তালিকায় সেই প্রতিফলনই মিলল। বীরভূমের (Birbhum) ক্ষেত্রে জেলা সভাপতি (district president) পদের বদলে রয়েছে কোর কমিটি (core committee)। তাতে থাকছেন ৯ সদস্য। অভিজিৎ সিনহা, অনুব্রত মণ্ডল, আশিস বন্দ্যোপাধ্যায়, বিকাশ রায় চৌধুরি, চন্দ্রনাথ সিনহা, কাজল শেখ, সুদীপ্ত ঘোষসহ দুই সাংসদ শতাব্দী রায় ও অসিত মাল রয়েছেন এই কোর কমিটিতে।

বীরভূমের (Birbhum) অনুসরণে এবার কলকাতা উত্তর (Kolkata North) সাংগঠনিক জেলাতেও তৈরি হল কোর কমিটি। সেখানে কোর কমিটিও (core committee) নয়জনের। রয়েছেন অতীন ঘোষ, জীবন সাহা, নয়না বন্দ্যোপাধ্যায়, পরেশ পাল, শশী পাঁজা, সুপ্তি পাণ্ডে, স্বপন সমাদ্দার, স্বর্ণকমল সাহা, বিবেক গুপ্তা।

প্রায় সব সাংগঠনিক জেলার সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা হলেও সাংগঠনিক কারণে বাদ রাখা হল দুই জেলাকে। দার্জিলিং সমতলের (Darjeeling plains) জেলা সম্পাদক ঘোষণা হলেও ঘোষণা স্থগিত জেলা সভাপতির নাম। অন্যদিকে উত্তর চব্বিশ পরগণার বারাসাত সাংগঠনিক জেলার জেলা সম্পাদক ও জেলা সভাপতি উভয় পদের নাম ঘোষণাই স্থগিত রাখা হয়েছে।

spot_img

Related articles

ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের, সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়া

সুপার কাপে(Super Cup) চ্যাম্পিয়ন এফসি গোয়া(FC Goa)। ফাইনালে ইস্টবেঙ্গেলর (East bengal)  বিরুদ্ধে নাটকীয়ভাবে টাইব্রেকারে ৬-৫ ফলে জয়ী গোয়া।...

মানবিকতা উঠে গেছে বলেই বামেরাও উঠে গেছে! তোপ কল্যাণের

ফের একবার বামেদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ৩২ হাজারের শিক্ষক নিয়োগের রায় বহাল থাকা...

ঘুম হচ্ছে না সোনালির, পাশে দাঁড়াতে হাসপাতালে তৃণমূল নেতৃত্ব

সুস্থভাবে ফিরে এসেছেন দেশে। প্রশাসনিক তৎপরতায় ভর্তি হয়েছেন হাসপাতালে। কিন্তু নিশ্চিন্ত হওয়ার উপায় নেই সোনালি খাতুনের (Sunali Khatun)।...

কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী: সোমে বৈঠক, মঙ্গলবার জনসভা

রাজ্যের বিভিন্ন অংশে চলা অপরিকল্পিত এসআইআরের আতঙ্ক এবং বিজেপির বাংলাবিদ্বেষী অবস্থানের মাঝে মানুষের পাশে দাঁড়াতে ছুটে যাচ্ছেন মুখ্যমন্ত্রী...