Thursday, August 21, 2025

ভারতে পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ নিয়ে ভারতের সহযোগী রাষ্ট্রগুলিতে প্রচার চালাবে কেন্দ্রের সরকার। সহযোগিতা করবেন বিরোধী দলের সংসদরাও। শনিবারই কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রকের (Ministry of Parliamentary Affairs) তরফে সাতটি দলের নেতৃত্বে থাকা সাংসদদের নাম প্রকাশ করা হয়েছিল। এবার প্রকাশ করা হল সাতটি দলে কোন কোন সাংসদ থাকবেন এবং তাঁরা কোন কোন দেশে যাবেন। সেই অনুযায়ী তৃণমূল থেকে একটি প্রতিনিধি দলে থাকছেন বহরমপুর সাংসদ ইউসুফ পাঠান (Yusuf Pathan)।

কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু শনিবার সাংসদ ও বিদেশ মন্ত্রকের আধিকারিকদের প্রতিনিধি দলের সম্পূর্ণ তালিকা প্রকাশ করেন। সেই অনুযায়ী সাতটি প্রতিনিধি দলে থাকছেন মোট ৪৪ জন সাংসদ। বিজেপি ও এনডিএ (NDA) জোটের সাংসদদের পাশাপাশি সেখানে রয়েছেন ইন্ডিয়া (I.N.D.I.A. alliance) জোটের সাংসদরাও। মোট ৩২ টি দেশে যাবেন ভারতের প্রতিনিধি দলের সদস্যরা।

এরই মধ্যে একটি প্রতিনিধিদল যাবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, গণতান্ত্রিক কোরিয়া, জাপান এবং সিঙ্গাপুরে। সেই প্রতিনিধি দলের একজন সদস্য তৃণমূলের বহরমপুর সাংসদ ইউসুফ পাঠান (Yusuf Pathan)। এই প্রতিনিধি দলটির নেতৃত্বে থাকছেন এনডিএ জোট শরিক জেডি(ইউ) সাংসদ সঞ্জয় কুমার ঝা।

এছাড়াও গুরুত্বপূর্ণ দেশগুলির মধ্যে আমেরিকার প্রতিনিধি দলের নেতৃত্বে থাকছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। ইংল্যান্ড ও ইউরোপিয়ান ইউনিয়নে রওনা দেওয়া প্রতিনিধি দলের নেতৃত্বে বিজেপি সাংসদ রবি শংকর প্রসাদ। রাশিয়ায় যে প্রতিনিধিদল যাচ্ছে তার নেতৃত্বে ডিএমকে (DMK) সাংসদ কানিমোঝি করুণানিধি। মধ্যপ্রাচ্যের প্রতিনিধি দলের অন্যতম সদস্য এআইএমআইএম (AIMIM) সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version