Saturday, May 17, 2025

বিদেশে পাক-বিরোধী প্রচারে কোন বিপক্ষ সাংসদরা, তালিকা প্রকাশ কেন্দ্রের

Date:

পাকিস্তান বিরোধী প্রচারে একাধিক দেশে যাবেন ভারতের সাংসদরা। এক একটি দেশে সাংসদদের যে প্রতিনিধিরা যাবেন তাঁদের নেতৃত্বে থাকবেন বিজেপি থেকে কংগ্রেস সাংসদরাও। সাতটি দলে যে সাংসদরা যাবেন, সেখানে সাতজন নেতৃত্বের স্থানে যে সাংসদরা থাকবেন তাঁদের তালিকা প্রকাশ করা হল সংসদীয় মন্ত্রকের (Parliamentary Affairs Ministry) পক্ষ থেকে।

ভারতে সন্ত্রাসবাদী হামলা চালানোয় পাকিস্তানের ভূমিকা গোটা বিশ্বে অপ্রকাশিত। অথচ পহেলগাম হামলার (Phalagam attack) পরেও ভারতের পক্ষ নিতে কোনও দেশকে দেখা যায়নি। তাই এবার ভারতের পক্ষ থেকেই সহকারী দেশগুলিতে প্রচারে যাওয়ার পরিকল্পনা সর্বদল বৈঠকে গৃহীত। সংসদীয় দফতরের পক্ষ থেকে সংসদ বিষয়ক মন্ত্রী (Parliamentary Affairs Ministry) কিরেন রিজিজু সাতটি সাংসদদের দলের নেতৃত্ব দেওয়ার জন্য সাত সাংসদের নাম প্রকাশ করলেন।

সাতজন নেতৃত্ব স্থানীয় সাংসদের মধ্যে বিজেপি সাংসদ দুজন – রবিশঙ্কর প্রসাদ, বৈজয়ন্ত পণ্ডা। আশ্চর্যজনকভাবে সাতটি দলের নেতৃত্বে এনডিএ জোটের শিবসেনা সাংসদ (শিণ্ডে শিবিরের) শ্রীকান্ত শিণ্ডে ও জেডি(ইউ)-এর সঞ্জয় ঝা। বাকি নেতৃত্বের স্থানে জায়গা দেওয়া হয়েছে ইন্ডিয়া জোটের সাংসদদের। নেতৃত্বে থাকবেন কংগ্রেস সাংসদ শশী থারুর, এনসিপি-র সুপ্রিয়া শুলে, ডিএমকে-র কানিমোঝি।

যদিও বিরোধী সাংসদদের এই গুরুত্ব দেওয়াকে এক শ্রেণির রাজনীতিকরা বিরোধী শিবিরে ভাঙন ধরানোর চেষ্টা হিসাবেও দেখছেন। সংসদীয় দফতরের পক্ষ থেকে তালিকা প্রকাশের পর শশী থারুর থেকে সুপ্রিয়া শুলে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রের সরকারকে। এতে বিজেপির প্রশাসনিক দক্ষতার প্রতি বিরোধীদের আস্থা বাড়ানোর ও তা প্রচার করে দেশে নিজেদের ভোটব্যাঙ্ক ভরানোর বিজেপির কৌশল বলেও আশঙ্কা রাজনীতিকদের।

সংসদ বিষয়ক মন্ত্রকের তরফে বিস্তারিত প্রকাশ না করা হলেও সাংসদদের দাবি, সাংসদদের এক একটি দলে পাঁচ জন সাংসদ প্রতিনিধি থাকবেন। এক একটি প্রতিনিধিদল পাঁচ থেকে আটটি দেশে সফর করবেন। তাঁদের বক্তব্যের বিষয়বস্তু সম্পর্কে ধারণা দিতে সাংসদদের দলের সঙ্গে থাকবেন বিদেশ মন্ত্রকের আধিকারিকরাও। তবে কোন দল কোন দেশে যাবে, তা এখনও মন্ত্রকের তরফে প্রকাশ করা হয়নি।

Related articles

বিক্ষোভে ক্ষুদে পড়ুয়াদের সামিল করলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা! নিন্দা সবমহলে

গল্প বলার আসর-এর নামে ক্ষুদে পড়ুয়াদের আন্দোলনে সামিল করলেন বিকাশ ভবনের সামনে অবস্থানরত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা (Teacher)। শনিবার, বিকাশ...

মাও-দমনে নিহত রোলো! জওয়ানদের নিরাপত্তা দিতে গিয়ে ২০০ মৌমাছির কামড়

ছত্তিশগড়ের মাওবাদী দমনে সম্প্রতি ব্যাপক সাফল্যের মুখ দেখেছে সিআরপিএফ (CRPF)। মাওবাদীদের পেতে রাখা আইইডি থেকে নিজেদের নিরাপদ রেখে...

সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা! রাজ্যে তৃণমূলের টানা দু’দিনের শহিদতর্পণ কর্মসূচি

নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে শনিবার দেশের সেনা জওয়ানদের প্রতি সম্মান এবং শহিদতর্পণ কর্মসূচিতে নামল তৃণমূল কংগ্রেস। কলকাতা-সহ...

ইট দিয়ে খুন! ১৪ বছর পর যাবজ্জীবন সাজা অভিযুক্তর 

১৪ বছর আগের খুনের মামলায় অবশেষে চন্দননগর আদালতের রায়ে দোষী সাব্যস্ত হলেন কাশিনাথ মণ্ডল। শনিবার ফাস্ট ট্র্যাক কোর্টের...
Exit mobile version