Wednesday, December 17, 2025

বিদেশে পাক-বিরোধী প্রচারে কোন বিপক্ষ সাংসদরা, তালিকা প্রকাশ কেন্দ্রের

Date:

পাকিস্তান বিরোধী প্রচারে একাধিক দেশে যাবেন ভারতের সাংসদরা। এক একটি দেশে সাংসদদের যে প্রতিনিধিরা যাবেন তাঁদের নেতৃত্বে থাকবেন বিজেপি থেকে কংগ্রেস সাংসদরাও। সাতটি দলে যে সাংসদরা যাবেন, সেখানে সাতজন নেতৃত্বের স্থানে যে সাংসদরা থাকবেন তাঁদের তালিকা প্রকাশ করা হল সংসদীয় মন্ত্রকের (Parliamentary Affairs Ministry) পক্ষ থেকে।

ভারতে সন্ত্রাসবাদী হামলা চালানোয় পাকিস্তানের ভূমিকা গোটা বিশ্বে অপ্রকাশিত। অথচ পহেলগাম হামলার (Phalagam attack) পরেও ভারতের পক্ষ নিতে কোনও দেশকে দেখা যায়নি। তাই এবার ভারতের পক্ষ থেকেই সহকারী দেশগুলিতে প্রচারে যাওয়ার পরিকল্পনা সর্বদল বৈঠকে গৃহীত। সংসদীয় দফতরের পক্ষ থেকে সংসদ বিষয়ক মন্ত্রী (Parliamentary Affairs Ministry) কিরেন রিজিজু সাতটি সাংসদদের দলের নেতৃত্ব দেওয়ার জন্য সাত সাংসদের নাম প্রকাশ করলেন।

সাতজন নেতৃত্ব স্থানীয় সাংসদের মধ্যে বিজেপি সাংসদ দুজন – রবিশঙ্কর প্রসাদ, বৈজয়ন্ত পণ্ডা। আশ্চর্যজনকভাবে সাতটি দলের নেতৃত্বে এনডিএ জোটের শিবসেনা সাংসদ (শিণ্ডে শিবিরের) শ্রীকান্ত শিণ্ডে ও জেডি(ইউ)-এর সঞ্জয় ঝা। বাকি নেতৃত্বের স্থানে জায়গা দেওয়া হয়েছে ইন্ডিয়া জোটের সাংসদদের। নেতৃত্বে থাকবেন কংগ্রেস সাংসদ শশী থারুর, এনসিপি-র সুপ্রিয়া শুলে, ডিএমকে-র কানিমোঝি।

যদিও বিরোধী সাংসদদের এই গুরুত্ব দেওয়াকে এক শ্রেণির রাজনীতিকরা বিরোধী শিবিরে ভাঙন ধরানোর চেষ্টা হিসাবেও দেখছেন। সংসদীয় দফতরের পক্ষ থেকে তালিকা প্রকাশের পর শশী থারুর থেকে সুপ্রিয়া শুলে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রের সরকারকে। এতে বিজেপির প্রশাসনিক দক্ষতার প্রতি বিরোধীদের আস্থা বাড়ানোর ও তা প্রচার করে দেশে নিজেদের ভোটব্যাঙ্ক ভরানোর বিজেপির কৌশল বলেও আশঙ্কা রাজনীতিকদের।

সংসদ বিষয়ক মন্ত্রকের তরফে বিস্তারিত প্রকাশ না করা হলেও সাংসদদের দাবি, সাংসদদের এক একটি দলে পাঁচ জন সাংসদ প্রতিনিধি থাকবেন। এক একটি প্রতিনিধিদল পাঁচ থেকে আটটি দেশে সফর করবেন। তাঁদের বক্তব্যের বিষয়বস্তু সম্পর্কে ধারণা দিতে সাংসদদের দলের সঙ্গে থাকবেন বিদেশ মন্ত্রকের আধিকারিকরাও। তবে কোন দল কোন দেশে যাবে, তা এখনও মন্ত্রকের তরফে প্রকাশ করা হয়নি।

Related articles

টাকার দামে পতন অব্যাহত! আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ঘিরে ধোঁয়াশা বাড়ছে

ভারতীয় টাকার দামে (Indian Rupee Rate) আবারও বড় পতন দেখা গেল। বুধবার দুপুর আড়াইটে নাগাদ ডলার প্রতি টাকার...

ভারত- পাক সীমান্তে অনুপ্রবেশ কেন, বাংলা – বাংলাদেশ সীমান্তের কথা উঠতেই কেন্দ্রকে প্রশ্ন তৃণমূলের

সংসদের চলতি অধিবেশনে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের প্রসঙ্গে বাংলার তৃণমূল সরকারের (TMC Govt)দিকে দায় ঠেলতেই ভারত-পাক সীমান্ত নিয়ে কেন্দ্রের...

পাহাড়ে নিয়োগ মামলায় চাকরি বাতিল ৩১৩ শিক্ষকের

পাহাড়ে নিয়োগ মামলায় চাকরি হারালেন ৩১৩ জন শিক্ষক। বুধবার কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে...

যুবভারতীতে ভাঙচুরের ঘটনা: গ্রেফতার আরও এক হামলাকারী

লিওনেল মেসির যুবভারতীর কনসার্টে যে তাণ্ডবের ঘটনা ঘটে শনিবার, তার জেরে রাজ্য প্রশাসন ইতিমধ্যেই একাধিক বড় পদক্ষেপ নিয়েছে।...
Exit mobile version