তিনি রেকর্ড গড়েন, আবার নিজের রেকর্ড নিজেই ভাঙেন। ভারতের ‘সোনার ছেলে’ দোহা ডায়মন্ড লিগে (Doha Diamond League 2025) প্রথম স্থান অধিকার করতে না পারলেও পুরুষদের জ্যাভেলিন থ্রোতে ইতিহাস গড়ে ফেলেছেন। নিজের কেরিয়ারের সেরা ৯০.২৩ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে ইতিহাস গড়লেন নীরাজ চোপড়া (Neeraj Chopra) । অলিম্পিক পদকজয়ী ভারতীয় অ্যাথলিটকে শুভেচ্ছা জানিয়েছে গোটা দেশ।
নব্বই মিটার দূরত্ব অতিক্রম করার লড়াইটা টোকিও অলিম্পিক্সের পর থেকেই লড়াইটা চালিয়ে যাচ্ছিলেন নীরজ। অবশেষে নিজেকে দেওয়া চ্যালেঞ্জ জিতলেন। তবে শীর্ষস্থানে শেষ না করতে পারার দুঃখটা রয়ে গেল তরুণ তুর্কি ক্রীড়াবিদের। কাতার স্পোর্টস কমপ্লেক্সে প্রথমবার থ্রোয়ে ৮৮.৪৪ মিটার ছুড়েছিলেন নীরজ। দ্বিতীয় থ্রো যদিও ফাউল হয়। তৃতীয় থ্রোয়ে নিজের কেরিয়ারের সেরা ৯০.২৩ মিটার দূরত্বে জ্যাভলিন ছোড়েন নীরজ। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। কিন্তু চ্যাম্পিয়ন হতে না পারার আক্ষেপটা এখনও মেনে নিতে পারতেন না ভারতের সোনার ছেলে।এই টুর্নামেন্টে নামার আগে কম বিতর্কের মধ্যে দিয়ে যেতে হয়নি নীরজকে। তবে সেসব পিছনে ফেলে রেখে আপাতত পরবর্তী অনুশীলনে জোর দিচ্ছেন দেশের জ্যাভলিন তারকা।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–